20-08-2021, 04:50 PM
নিশুতি রাতে গ্রামের আল বেয়ে হেঁটে চলেছে সান্তনা ৷ গতর বেচে তার ক্ষতি হয় নি কিছুই ৷ গায়ের সবুজ জমি গুলো তাকে ডাকে , ভীষণ আপন মনে হয় এদের ৷ এরাই সান্তনার মতন গরিব দের সাথে হাসে খেলে , দুঃখ পায় কাঁদে ৷ জহরের জমিতে ফসল ফললেও সান্তনার বাঁচজমিতে আর হয়ত ফসল ফলবে না ৷ অচেনা নামে সহরের নোংরা গলিতে খুঁজে ফিরতে হবে তার অপরিমেয় সত্তার পরবর্তী প্রাণ পুরুষদের ৷ আমরা পাঠক রা গর্ব করেই বলব জমি হারা দের বড্ড কষ্ট৷ ক্ষত বিক্ষত সপ্নের মোড়ক সোনালী রুপালি হলেও পয়সায় জমির দুঃখ গুলো লেখা থাকে অজানা ভাষায় ৷ সে ভাষা শিখিনি কেউই ৷ জহরের জমিতে সর্ষে ফুল গুলো রোজ সকালে হাসে , সে দেখেই সান্তনার পরাধীনতার একটা একটা দিন শেষ হয় তারই পৈত্রিক জমির উপর ৷
________________________________________________________________________________________
________________________________________________________________________________________