20-08-2021, 04:39 PM
"এস ভাই এস অনেক দিন পর তা কি মনে করে ?" আগ্রহের সাথে সম্ভাষণ জানায় সনাতন ৷ আজ জহর পয়সার একটা হেস্তনেস্ত করেই ছাড়বে ৷ তার অনেক পয়সার দরকার ৷ চাষ করে পেটের ভাত জুটছে না ৷" সব ভালো তো সনাতন কাকা !" সাবেকি শুভ সংবাদ বিনিময় করে কথা পাড়ে জহর ! " বলছিলাম আপনি দেবেন দেবেন করেও জমির টাকা দেওয়া হয় নি , আমার যে টাকার খুব দরকার ! গতবার পঞ্চায়েতে পর্চী লিখেছিলেন ২ লাখ ১০ হাজার টাকা জমি বাবদ দেবেন ৷ দেবেন কাকাও আমায় কিছু বলে না ৷ টাকা না পেলে যে আমার দিন চলছে না ! টাকা না পেলি আমি জমিতে ফসল লাগাবো ! আর যদি আপনারা জোর করে গরিব মানুষেরে খেতি না দেন তাইলে আমি মামলা করব ! পয়সা আমার খুব দরকার !"
"হমম " গম্ভীর চিন্তায় পরে সনাতন বললেন চল দেখি দেবেন এর বাসায় সামনা সামনি কথা বলে একটা বিহিত করে দেখি !"
" ওহ দেবেন দেবেন, বাসায় আচ নাকি!"
দেবেন বেরিয়ে আসে " ওহ সনাতন " ৷ জহর কে দেখে চোখ পাকিয়ে বলে "এটা কে কি মনে করে সঙ্গে নিয়ে এলে শুনি !" জহর এর রাগে গা জ্বলে যায় ৷ "বস বস " এক খানা মাদুর নিয়ে আসে ৷ দেবেনের স্ত্রী গোল দিয়ে যায় দুটো নারকেল নাড়ু আর বাতাসা র সাথে ৷ " বলছিলাম কি অনেকদিন তো হলো জহর বলছিল অর টাকাটা তুমি নাকি দাও নি এখনো "
কথা শুনে খেকিয়ে ওঠে দেবেন হালদার " আ মোলো যা , নিজে মরছি নিজের জ্বালায় , ওই জমি আমার কাল হয়েছে , বলি জমি জমি করে মরে গেলে গা ! ওই জমি তে পা রাখতে হলে তো বাপু আমার জমি মাড়িয়েই যেতে হবে, আর আমার খেতের জলে তুমি চাষ করে এত দিন খেলে গা , মেয়ের বিয়ে দিয়ে এখন আমি সর্বসান্ত বলে কিনা পয়সা দাও ! বাছা দু চারমাস অপেখ্যা কর , তার পর পয়সা চাস, এটা কি এক দু পয়সা যে বাঁশি কিনে বাচ্চার হাথে ধরিয়ে দিলুম " ৷ জহর বুঝে নিয়েছে এই ভাবে তার ডাল সিদ্ধ হবে না ৷ " বাপু দেখো তুমি ৪ বছর আমায় ঘুরিয়েছ পয়সা দেবে বলে আমি এক হপ্তা সময় দিচ্ছি, পয়সা দিতে পারলি ভালো আর না পারলি নয় আমার জমি ফেরত দাও আর অন্যথা আমি মামলা করব৷ " মামলার কথা শুনে দেবেন হালদারের মুখ পাংশু হয়ে গেল ৷ তার পাড়ায় সুনাম নেই মামলায় সে সাক্ষী জোটানো দুরে থাক তার দরদের কাউকে জোটাতে পারবে না ৷ আর জহরের পাড়ায় সুনাম সবাই তাকে ভালবাসে ৷ সে লোকের উপকার করে মানুষ হিসাবেও ভালো ৷ আর জহরের গরুর দুধে জহর এখনো জল মেশায় নি ৷
"হমম " গম্ভীর চিন্তায় পরে সনাতন বললেন চল দেখি দেবেন এর বাসায় সামনা সামনি কথা বলে একটা বিহিত করে দেখি !"
" ওহ দেবেন দেবেন, বাসায় আচ নাকি!"
দেবেন বেরিয়ে আসে " ওহ সনাতন " ৷ জহর কে দেখে চোখ পাকিয়ে বলে "এটা কে কি মনে করে সঙ্গে নিয়ে এলে শুনি !" জহর এর রাগে গা জ্বলে যায় ৷ "বস বস " এক খানা মাদুর নিয়ে আসে ৷ দেবেনের স্ত্রী গোল দিয়ে যায় দুটো নারকেল নাড়ু আর বাতাসা র সাথে ৷ " বলছিলাম কি অনেকদিন তো হলো জহর বলছিল অর টাকাটা তুমি নাকি দাও নি এখনো "
কথা শুনে খেকিয়ে ওঠে দেবেন হালদার " আ মোলো যা , নিজে মরছি নিজের জ্বালায় , ওই জমি আমার কাল হয়েছে , বলি জমি জমি করে মরে গেলে গা ! ওই জমি তে পা রাখতে হলে তো বাপু আমার জমি মাড়িয়েই যেতে হবে, আর আমার খেতের জলে তুমি চাষ করে এত দিন খেলে গা , মেয়ের বিয়ে দিয়ে এখন আমি সর্বসান্ত বলে কিনা পয়সা দাও ! বাছা দু চারমাস অপেখ্যা কর , তার পর পয়সা চাস, এটা কি এক দু পয়সা যে বাঁশি কিনে বাচ্চার হাথে ধরিয়ে দিলুম " ৷ জহর বুঝে নিয়েছে এই ভাবে তার ডাল সিদ্ধ হবে না ৷ " বাপু দেখো তুমি ৪ বছর আমায় ঘুরিয়েছ পয়সা দেবে বলে আমি এক হপ্তা সময় দিচ্ছি, পয়সা দিতে পারলি ভালো আর না পারলি নয় আমার জমি ফেরত দাও আর অন্যথা আমি মামলা করব৷ " মামলার কথা শুনে দেবেন হালদারের মুখ পাংশু হয়ে গেল ৷ তার পাড়ায় সুনাম নেই মামলায় সে সাক্ষী জোটানো দুরে থাক তার দরদের কাউকে জোটাতে পারবে না ৷ আর জহরের পাড়ায় সুনাম সবাই তাকে ভালবাসে ৷ সে লোকের উপকার করে মানুষ হিসাবেও ভালো ৷ আর জহরের গরুর দুধে জহর এখনো জল মেশায় নি ৷