20-08-2021, 02:28 PM
জিনির ঘুম টা যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ইসসস শিবা টা হয়ত বেড়িয়ে গেছে কিছু না খেয়েই। ও ধড়মড় করে উঠতে গিয়ে দেখল উঠতে পারছে না। ঘুমের ঘোরে কিছুই বুঝতেও পারছে না। হঠাৎ খেয়াল পড়ল যে একটা হাত ওর কোমর আর পেটের ঠিক মাঝে ওকে জড়িয়ে আছে। আর সাথে সাথেই মনে পরে গেল রাতে ও শিবা কে এখানেই শুইয়েছিল আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তারপরে দুজনাই ঘুমিয়ে গেছে কখন যেন। জিনির খোলা চুলের প্রায় ওপরেই শিবা শুয়ে আছে। নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এ সি টা বন্ধ করতে ভুলে গেছে জিনি। ঘর টা বেশ ঠাণ্ডা। ও শিবা কে তুলল না। তুললেই শিবা লজ্জায় আর অপ্রস্তুতে পরে যাবে। জিনি শুয়ে শুয়েই পাপির ঢাকাটা ভাল করে দিয়ে নিজেকে আর ও শিবার ভিতরে ঢুকিয়ে নিল। হাত বাড়িয়ে টেনে নিল পাপি কে নিজের বুকের মধ্যে। আর যে জিনির বড্ড খুশীর দিন।বড্ড নিশ্চিন্তে ঘুমবে জিনি এখন। সব পাওয়ার দলে এখন জিনি। চোখ টা বুজে এলো জিনির আবেশে...
-----------------------------
-----------------------------