20-08-2021, 02:27 PM
জিনি চুপচাপ বেড়িয়ে এসে দাঁড়াল ঠিক শিবার পাশেই কিন্তু একটু দূরে। জিনি কে দেখা মাত্র শিবা যেন একটু স্বাভাবিক হল। কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে দিল না। জিনি দাঁড়িয়ে আছে একটা লং স্কার্ট আর একটা টপ পড়ে। চুল টা খোলা। উড়ছে জিনির চুল টা বুনো হাওয়ায়। শিবা সেই চুলের সুঘ্রান পাচ্ছে। খুব ইচ্ছে করছে ম্যাম এর কোলে মাথা রাখতে বা জড়িয়ে ধরে একটা নিশ্চিত ঘুম ঘুমোতে। কিন্তু শিবা মরে যাবে তবু এই ইচ্ছা ম্যাম কে বলতে পারবে না। আসলে ছোট বেলাতে কাউকে ভয় পেলে সেই ভয় টা কিন্তু বড় বয়েস অব্দি রয়ে যায়। এটা আমার ও হয়। ছোট বেলায় একজন আমাকে ইঞ্জেকশন দিতেন। তিনি আমার দাদুর বন্ধু ছিলেন। আমাকে ভালবাসতেন খুব ।কিন্তু বড় হবার পরেও, মানে বিয়ের পরেও স্বামীর সাথে রিক্সা করে বাড়ি আসতে আসতে যদি ওই লোকটি কে দেখতে পেতাম তাহলে কেমন একটা অজানা ভয়ে বুক টা কেঁপে উঠত। শিবার ও তেমনি হত জিনিয়া কে দেখলে। সেই ছোট বেলায় পড়া না পারলে বা বদমাইশি করলে জিনি যে বেদম মার টা মারত, সেইটা মনে করে শিবা একটু দমে যায়। মুখ ফুটে কিছুই বলতে পারে না। ঠাণ্ডা হাওয়া দুজন কেই কাঁপিয়ে দিচ্ছে। দুজনেই চাইছে একটু এগিয়ে গিয়ে একে ওপর কে টেনে নিতে নিজের কাছে। কিন্তু একটা অর্গল দুজন কেই দূরে রেখে দিয়েছে একে অপরের। কেউ কোনও কথা ও বলতে পারছে না। শিবা কে এই ভাবে দেখে জিনি তো অনেক কিছু ভেবে ফেলেছে। সেটা জিনির ভীষণ রকমের কল্পনার দৌড়ের জন্যেই সম্ভব হয়েছে। আসলে জিনির মধ্যে ভীষণ রকমের বাচ্চা একটা মেয়ে রয়েছে যে অতি মাত্রায় রোম্যান্টিক। আর সেটার সাথে সাথে ওর শিক্ষার একটা আভিজাত্য আছে যেটা ওর ব্যক্তিত্ব কে এতটাই মোহময়ি করে তুলেছে যে অতি বড় জিতেন্দ্রিয় ও নিজের ইন্দ্রিয় বিসর্জন দিতে পিছুপা হবে না। জিনির ঘন চুল শিবার শরীরে স্পর্শ করছে। জিনি আর শিবা দুজনই মনে মনে হাওয়া কে ধন্যবাদ দিচ্ছে। শিবা প্রানপনে ঘ্রান নিচ্ছে ম্যাম এর সুন্দর চুলের। জিনিয়া নিজেকে আসতে আসতে এলিয়ে দিল শিবার ঘামে ভিজে হাওয়ায় শুকিয়ে যাওয়া ঠাণ্ডা শরীরের ওপরে। ইসসসস কি ঠাণ্ডা!!!! শিবা নড়ছে না দেখে জিনি নিজেকে পুরোপুরি শিবার শরীরে এলিয়ে দিল। এখন যেন শিবার সপ্নের ভয় টা সম্পূর্ণ হাওয়া হয়ে গেছে। যাতে ম্যাম আর ও ভাল করে নিজেকে শিথিল করে শিবার ওপরে ভর দিয়ে দাঁড়াতে পারে সেই জন্য একটু ঘুরিয়ে নিজের বুকে ম্যাম এর মাথাটা নিল। জিনি তো স্বর্গ পেল যেন। বেশ করে নিজেকে সঁপে দিল শিবার বুকে।