19-08-2021, 12:36 PM
আরো ছয় মাস পরের ঘটনা,
মিঃ সেন অফিসের উদ্দেশ্যে রওনা হলেন সেই একই রাস্তা দিয়ে আর মিসেস সেন দাঁড়িয়ে আছেন সেই দোতলা বারান্দায়। সন্তু হ্যালান দিয়ে দাঁড়ানো ছিল সেই ল্যাম্পপোস্টের সাথে। মিঃ সেনকে দেখে সে সেই দোতলা বাড়িটার দিকে যাত্রা শুরু করল। মিঃ সেনকে অতিক্রম করে সে চলে আসল। মিঃ সেন সন্তুকে আড়চোখে ভাল করে দেখে নিলেন আর সন্তু মিঃ সেনকে উপেক্ষা করে নিজের মনে হেটে সামনে এগুলো। মিঃ সেন প্রতিদিনকার মতো সামনে গিয়ে আড়ালে মিলিয়ে গেলেন। তবে, কিছুক্ষণ পর আড়াল থেকে বেরিয়ে এলেন এবং নিজের সেই দোতলা বাড়ির দিকে এগোতে লাগলেন। মিসেস সেন আর সন্তু এরইমধ্যে বাসার ভেতর ঢুকে গেছে গোপন অভিসারে। কেউ হয়তোবা ঘটনাগুলো অন্য কোন দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল।
মিঃ সেন অফিসের উদ্দেশ্যে রওনা হলেন সেই একই রাস্তা দিয়ে আর মিসেস সেন দাঁড়িয়ে আছেন সেই দোতলা বারান্দায়। সন্তু হ্যালান দিয়ে দাঁড়ানো ছিল সেই ল্যাম্পপোস্টের সাথে। মিঃ সেনকে দেখে সে সেই দোতলা বাড়িটার দিকে যাত্রা শুরু করল। মিঃ সেনকে অতিক্রম করে সে চলে আসল। মিঃ সেন সন্তুকে আড়চোখে ভাল করে দেখে নিলেন আর সন্তু মিঃ সেনকে উপেক্ষা করে নিজের মনে হেটে সামনে এগুলো। মিঃ সেন প্রতিদিনকার মতো সামনে গিয়ে আড়ালে মিলিয়ে গেলেন। তবে, কিছুক্ষণ পর আড়াল থেকে বেরিয়ে এলেন এবং নিজের সেই দোতলা বাড়ির দিকে এগোতে লাগলেন। মিসেস সেন আর সন্তু এরইমধ্যে বাসার ভেতর ঢুকে গেছে গোপন অভিসারে। কেউ হয়তোবা ঘটনাগুলো অন্য কোন দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল।