19-08-2021, 10:41 AM
রাজবংশের পাঁচালী
এক যে ছিল রাজা। অবন্তীপুর রাজ্যের সেই রাজার নাম ছিল রাজ সিংহ। রাজার রাণীর নাম ছিল রুপমতী। রুপমতীর নামের সঙ্গে তার চেহারার মিল ছিল। অপূর্ব সুন্দরী। দুর্ভাগ্য রাজদম্পতীর, তাদের কোন ছেলে মেয়ে হচ্ছিল না। রাজা যুবক এবং শক্ত-সমর্থ, রাণী ও স্বাস্থবতী এবং সর্বগুণসম্পন্না। কিন্তু রুপমতীর গর্ভে সন্তান আসছিল না।
রাজমাতা এদিকে রাজার পেছনে পড়ে গিয়েছিলেন, নাতির জন্যে এবং তার জন্যে রাজাকে দ্বিতীয়বার দার পরিগ্রহ করার ইঙ্গিতও দিয়েছেন। রাজা রাজমাতাকে কিছু অঙ্গীকার না করলেও সমস্যাটা উনার মনের মধ্যে কুরে কুরে খাচ্ছিল।
রাণী রুপমতীর মন খুব খারাপ। এখন পর্য্যন্ত রাজা উনার মায়ের মতে মত মেলান নি, কিন্তু পুরুষ মানুষের মতিগতি কখন যে পালটে যাবে তার কি ভরসা। বৈদ্যরা অনেক ওষুধ রাজা এবং রাণী কে খাইয়েছেন, গ্রহ নক্ষত্র বিচার করিয়েছেন এবং রাণীর ঋতুর সাথে মিলিয়ে অনেক উপচার করিয়েছেন, অনেক পূজো পাঠও করিয়েছেন, কিন্তু কোন লাভ হয়নি।
রাণী চিন্তিত, রাজা না আর একটা বিয়ে করে ফেলেন, তাতে রাণীকে দাসীর মত রাজপুরীতে জীবন কাটাতে হবে। রাজা চিন্তিত, তার মৃত্যুর পর রাজা কে হবে? উনার ছোট ভাই যুবরাজ রণ সিংহের একটা ছেলে আছে এবং তার বয়স নয়। যদি রাজ সিংহ সন্তান হীন হয়ে থাকেন, তাহলে সিংহাসনে রণ সিংহের ছেলেই ভবিষ্যতে সিংহাসনে বসবে।
রাজার চিন্তায় রাত্রিতে ঘুম আসেনা, কি করবেন, ভেবে কুল-কিনারা পান না। রাজা চারদিকে দুত পাঠিয়েছিলেন এই খবর সংগ্রহ করার জন্যে, যে রাজ্যে এমন কোন সিদ্ধপুরুষ আছেন কি, যিনি এই ব্যাপারে রাজদম্পতীকে সাহায্য করতে পারেন। এমনকি দূরে বাণপ্রস্থে আসীন কাল পাহাড়ের রাজবৈদ্যকেও নির্দেশ দেয়া ছিল এ ব্যাপারে সাহায্য করার জন্যে। উনি জানিয়েছেন যে দূর থেকে সমাধান বের করতে পারবেন না, পাহাড়ে সস্ত্রীক এসে চিকিতসা করাতে হবে। রাজা কোন দিক থেকেও কোন আশার বাণী শুনতে পাচ্ছিলেন না। না রাজ্যে এমন কোন লোক আছে, যে কোন অলৌকিক ক্রিয়াকর্ম করে রাজদম্পতীকে অভীষ্ট ফল প্রাপ্ত করাতে পারে, না কেউ এই ব্যপারে পথ নির্দেশ দিতে পারে।
এক যে ছিল রাজা। অবন্তীপুর রাজ্যের সেই রাজার নাম ছিল রাজ সিংহ। রাজার রাণীর নাম ছিল রুপমতী। রুপমতীর নামের সঙ্গে তার চেহারার মিল ছিল। অপূর্ব সুন্দরী। দুর্ভাগ্য রাজদম্পতীর, তাদের কোন ছেলে মেয়ে হচ্ছিল না। রাজা যুবক এবং শক্ত-সমর্থ, রাণী ও স্বাস্থবতী এবং সর্বগুণসম্পন্না। কিন্তু রুপমতীর গর্ভে সন্তান আসছিল না।
রাজমাতা এদিকে রাজার পেছনে পড়ে গিয়েছিলেন, নাতির জন্যে এবং তার জন্যে রাজাকে দ্বিতীয়বার দার পরিগ্রহ করার ইঙ্গিতও দিয়েছেন। রাজা রাজমাতাকে কিছু অঙ্গীকার না করলেও সমস্যাটা উনার মনের মধ্যে কুরে কুরে খাচ্ছিল।
রাণী রুপমতীর মন খুব খারাপ। এখন পর্য্যন্ত রাজা উনার মায়ের মতে মত মেলান নি, কিন্তু পুরুষ মানুষের মতিগতি কখন যে পালটে যাবে তার কি ভরসা। বৈদ্যরা অনেক ওষুধ রাজা এবং রাণী কে খাইয়েছেন, গ্রহ নক্ষত্র বিচার করিয়েছেন এবং রাণীর ঋতুর সাথে মিলিয়ে অনেক উপচার করিয়েছেন, অনেক পূজো পাঠও করিয়েছেন, কিন্তু কোন লাভ হয়নি।
রাণী চিন্তিত, রাজা না আর একটা বিয়ে করে ফেলেন, তাতে রাণীকে দাসীর মত রাজপুরীতে জীবন কাটাতে হবে। রাজা চিন্তিত, তার মৃত্যুর পর রাজা কে হবে? উনার ছোট ভাই যুবরাজ রণ সিংহের একটা ছেলে আছে এবং তার বয়স নয়। যদি রাজ সিংহ সন্তান হীন হয়ে থাকেন, তাহলে সিংহাসনে রণ সিংহের ছেলেই ভবিষ্যতে সিংহাসনে বসবে।
রাজার চিন্তায় রাত্রিতে ঘুম আসেনা, কি করবেন, ভেবে কুল-কিনারা পান না। রাজা চারদিকে দুত পাঠিয়েছিলেন এই খবর সংগ্রহ করার জন্যে, যে রাজ্যে এমন কোন সিদ্ধপুরুষ আছেন কি, যিনি এই ব্যাপারে রাজদম্পতীকে সাহায্য করতে পারেন। এমনকি দূরে বাণপ্রস্থে আসীন কাল পাহাড়ের রাজবৈদ্যকেও নির্দেশ দেয়া ছিল এ ব্যাপারে সাহায্য করার জন্যে। উনি জানিয়েছেন যে দূর থেকে সমাধান বের করতে পারবেন না, পাহাড়ে সস্ত্রীক এসে চিকিতসা করাতে হবে। রাজা কোন দিক থেকেও কোন আশার বাণী শুনতে পাচ্ছিলেন না। না রাজ্যে এমন কোন লোক আছে, যে কোন অলৌকিক ক্রিয়াকর্ম করে রাজদম্পতীকে অভীষ্ট ফল প্রাপ্ত করাতে পারে, না কেউ এই ব্যপারে পথ নির্দেশ দিতে পারে।