18-08-2021, 02:27 PM
ধূর্ত শেয়ালের মত বুড়ো হাত কচলাতে কচলাতে জবাব দিল, "প্রস্তাবটা হলো গিয়ে গগনবাবু আপনার ফ্যামিলির সাথে একটু আলাপ-পরিচয় করতে চান. উনি একা রয়েছেন. একটা কাজে এখানে এসেছেন. কিন্তু কাজ তো সকালে. সন্ধ্যাবেলায় একা একা রুমে বসে বোর হচ্ছেন. তাই আপনাদের সাথে একটু আড্ডা মারতে চান আর কি. এখন তো হোটেল ফাঁকা. শুধু উনি আর আপনারাই রয়েছেন. একটু পরিচিতি বাড়িয়ে রাখলে লাভ বৈ ক্ষতি তো নেই. তাই উনি আমায় ডেকে বললেন যদি আজ আপনারা ওনার রুমে আড্ডা দিতে রাজি হন, তাহলে ওনাকে সারা সন্ধ্যে ধরে আর বোর হতে হয় না. ওনার সন্ধ্যেটা ভালোই কাটবে আর কি."
বুড়োর ইঙ্গিতটা খুবই স্পষ্ট. বুড়ো টাকা খেয়ে আমার মামীর দালালি করতে করছে. নচ্ছারটার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম. কিন্তু এটাও জানি বুড়ো খুবই চতুর আর বেশ ভালো করে জানে যে আমার কোনো ফায়দা না থাকলে আমি ওর কুৎসিৎ প্রস্তাবে কখনোই রাজি হবো না. তাই পুরো প্রস্তাবটা আগে শোনা দরকার. বুড়োর আবার মুখ খোলার জন্য অপেক্ষা করে রইলাম. বুড়োও বেশি দেরী করলো না. তার বাকি প্রস্তাবটা চটপট শুনিয়ে দিল. "গগনবাবু মস্ত বড়লোক. কাঁড়ি কাঁড়ি টাকার মালিক. হাজার হাজার টাকা ওড়ান. আবার খুবই বন্ধুবৎসল. বিপদে-আপদে বন্ধুর পাশে দাঁড়ানোটা কর্তব্য বলে মনে করেন. খুবই সজ্জন মানুষ. আমি গ্যারেন্টি দিতে পারি ওনার সাথে বন্ধুত্ব করে আপনি ঠকবেন না."
বুড়োর ইঙ্গিতটা খুবই স্পষ্ট. বুড়ো টাকা খেয়ে আমার মামীর দালালি করতে করছে. নচ্ছারটার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম. কিন্তু এটাও জানি বুড়ো খুবই চতুর আর বেশ ভালো করে জানে যে আমার কোনো ফায়দা না থাকলে আমি ওর কুৎসিৎ প্রস্তাবে কখনোই রাজি হবো না. তাই পুরো প্রস্তাবটা আগে শোনা দরকার. বুড়োর আবার মুখ খোলার জন্য অপেক্ষা করে রইলাম. বুড়োও বেশি দেরী করলো না. তার বাকি প্রস্তাবটা চটপট শুনিয়ে দিল. "গগনবাবু মস্ত বড়লোক. কাঁড়ি কাঁড়ি টাকার মালিক. হাজার হাজার টাকা ওড়ান. আবার খুবই বন্ধুবৎসল. বিপদে-আপদে বন্ধুর পাশে দাঁড়ানোটা কর্তব্য বলে মনে করেন. খুবই সজ্জন মানুষ. আমি গ্যারেন্টি দিতে পারি ওনার সাথে বন্ধুত্ব করে আপনি ঠকবেন না."