18-08-2021, 10:13 AM
এটা নিয়ে গ্রামে সালিশ বসলো। রহিম বললো, সে রাগের মাথায় তালাক দিয়েছে কিন্তু সে ডালিয়াকে চায়। ডালিয়া বললো, সে ও রহিমের সংসার করতে চায়। সালিশে ফয়সালা হলো ডালিয়াকে অন্য কোন পুরুষ বিয়ে করবে, সেই পুরুষ ডালিয়ার সাথে এক রাত কাটিয়ে তালাক দিলে রহিমের সাথে আবার ডালিয়ার বিয়ে হবে। রহিম এতেই রাজী, সে যেভাবেই হোক ডালিয়াকে ফিরে চায়। কিন্তু ডালিয়া বেকে বসলো। সে রহিম ছাড়া অন্য কারো সাথে দৈহিক সম্পর্ক করবে না। তখন ডালিয়ার অমতে সালিশে সিদ্ধান্ত হলো ডালিয়া এক দিনের জন্য অন্য পুরুষকে বিয়ে করবে, নইলে সে আর রহিমের সংসার করতে পারবে না। চেয়ারম্যান যেহেতু এই গ্রামের অভিভাবক তাই ঠিক হলো চেয়ারম্যানই এই বিয়ে করবে, সে একদিন পর ডালিয়াকে তালাক দিবে। ডালিয়া কাঁদতে কাঁদতে বিয়ের পিড়িতে বসলো। ডালিয়ার অমতেই চেয়ারম্যানের সাথে ডালিয়ার বিয়ে হয়ে গেলো, রাতে জোর করে ডালিয়াকে চেয়ারম্যানের ঘরে ঢুকিয়ে দেওয়া হলো।