17-08-2021, 06:25 PM
(17-08-2021, 10:45 AM)sairaali111 Wrote:আমার কান্না পায় । ব্যক্তিগতভাবে আমার এটি ভীষণ নরম ( অপছন্দ শব্দটি বোধহয় কর্কশ শোনাবে ) জায়গা । এমনকি স্বয়ং শরৎচন্দ্র হলেও । - এই ''বেশ্যা''দের গল্প - যাদেরকে ইদানিং আদিখ্যেতা করে নাম দেওয়া হয়েছে - 'যৌন কর্মী' - আ-হা । - কিন্তু, এই কাহিনির শুরুটিই যেন সনৎ জয়সূর্যার টি-২০র ওপনিং । তাই, সরে আসা গেল না । - সালাম ।
কিন্তু এই কাহিনির শুরুটাই যেন সনৎ জয়সূর্যার টি-20র ওপনিং। তাই, সরে আশা গেল না। এই কথাটার মানে কি ? প্রথমটাই ভালো। বাকিটা খারাপ? আপনার শেষার্ধ খারাপ লেগেছে ?
(17-08-2021, 05:03 PM)sairaali111 Wrote:না না , খুউউব বেশি দূর নিশ্চয়ই হবে না জনাব । - এইইই কাছেই বলা যায় । - চাঁদ । মর্ত্যের চাঁদ । আ ফ গা নি স্তা ন । - সালাম ।
এই সেরেছে । চাঁদে যেতে রাজি আছি। উপগ্রহ চাঁদের গেলে তবুও এলিয়েনদের হাতে পড়ে বাঁচার সম্ভাবনা আছে। আফগানিস্তান গেলে বাঁচার কোন আশা নেই। হ্যাঁ এবার আমার দাড়ি দেখে আমার হাতেও একটা বন্দুক ধরিয়ে দিতে পারে
❤❤❤