17-08-2021, 02:54 PM
(17-08-2021, 02:10 PM)Bumba_1 Wrote: তুমি বা অন্য কেউ মুখোশ পড়ে থাকতেই পারে .. কিন্তু আমিতো মুখোশ পড়ে নেই .. এই সাইটে দেওয়া আমার প্রোফাইলের মুখটা আসল .. তাই আমি যাদেরকে বন্ধু ভাবি বা আমি মনে করি বা যারা আমাকে বন্ধু হিসেবে মর্যাদা দিয়েছে সেটা অন্তত আমার দিক থেকে ঠুনকো নয় .. বাকিটা তাদের ব্যাপার।
আর ফেসবুকের প্রেম বা বন্ধুত্বকে আমি ছোটো করে দেখিনা। প্রচুর প্রচুর ভালো বন্ধু, বান্ধবী পেয়েছি আমি ফেসবুক থেকে .. যারা বিপদের দিনে আমার পাশে থেকেছে (যারা নিজের ছবি প্রোফাইল পিকচারে দেয়় না, তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করিনা আমি)। সর্বোপরি আমার স্ত্রীর সঙ্গে ফেসবুকেই প্রথম আলাপ হয়েছিলো।
আপনি বৌদি সম্পর্কে এতো ছোট করে বলেন যে কৌতুহল আরও বেড়ে যায়।
আমার যতদিন ফেসবুক ছিল ( এখন আমার ফেসবুক ইনস্টাগ্রাম কোনটাই নেই) ততদিন কিন্তু আমি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিই নি। এটাও ঠিক যে বাস্তবে আমার যারা বন্ধু ছিল তারাই ফেসবুক ফ্রেন্ড লিস্টে ছিল।
আপনার দিক থেকে ঠুনকো নয়, আমার দিক থেকেও নয়। আমি কখনোই আপনাদের ভুলতে পারবো না। কিন্তু মুখোশ পড়ে থাকতেই হবে আশেপাশের সামাজিক সম্পর্ক বজায় রাখার জন্য। হয়তো একদিন আপনার কিংবা বাবান দার সামনে মুখোশ খুলবো । কিন্তু সেদিন কবে আসবে জানি না
❤❤❤