17-08-2021, 01:14 PM
(17-08-2021, 12:44 PM)Bumba_1 Wrote: একদমই তাই .. পারিশ্রমিক মানে তো শুধু টাকা নয় .. লাইক, রেপু, ভালো ভালো মন্তব্য, প্রয়োজনীয় উপদেশ, সর্বোপরি বন্ধুত্ব .. এগুলোকেও তো আমরা পারিশ্রমিক হিসেবে ধরতে পারি। ক্ষমতা থাকলে অর্থ উপার্জন করা যাবে কিন্তু ভালোবাসা কেনা যাবে না।
তুমি যে আজ এই সাইটে লেখালেখি করে এতটা সফল তার অন্যতম কারণ তোমার অসাধারণ লেখার ক্ষমতা। কিন্তু আমার মতে তার থেকেও বড়ো কারণ হলো commitment দিয়ে সেটাকে রাখতে জানা। অর্থাৎ ধারাবাহিকভাবে আপডেট দিয়ে যাওয়া।
আপনি বললেন বন্ধুত্ব। এখানে আমরা কেউই কারোর আসল নাম পরিচয় ব্যাক্তিত্ব জানি না। সবাই একটা মুখোশ পড়ে আছি বলা যায়। আমাদের মধ্যে কি ভালোবাসা বন্ধুত্ব সম্ভব ? সেটা ঠুনকো নয় কি ! এই ওয়েবসাইট উঠে গেলেই তো সমস্ত বন্ধুত্ব ভালোবাসা হাওয়া মিলিয়ে যাবে। নয়কি ?
আবার যদি একটা ওয়েবসাইট খোলে তখন আবার দেখা হবে। এটা ঠিক সেই ফেসবুকের প্রেমের মতো হয়ে গেল মনে হচ্ছে
❤❤❤