17-08-2021, 12:44 PM
(This post was last modified: 17-08-2021, 12:45 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-08-2021, 12:35 PM)Baban Wrote:কি দিলে দাদা দিল খুশ হয়ে গেলো... একদম আমার মনের কথা. এই ব্যাপারটাই আমি মেনে চলি বলেই আজ এতদূর এগুতে পেরেছি..
সেটা তুমি যখন শুধুই পাঠক ছিলে তখন থেকে দেখে আসছো. আমি সবসময় মনে করি যেটা শুরু করবো.. সেটা শেষও করবো... নইলে শুরুই করবোনা. ব্যাস্ততার মাঝে আমরা সবাই.. তার মাঝেই যখন একটা দায়িত্ব নেবো সেটা যথাযথ ভাবে পালন করবো. হ্যা মানছি কেউ আমরা টাকা পাইনা... কিন্তু পাঠক বন্ধুদের যে সাপোর্ট ও ভালোবাসা অফুরন্ত পাই সেটা কি কম নাকি? আরে সেটাই তো আরও আরও এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা আমাদের. হ্যা এর মাঝেই কেউ কেউ জ্ঞান দিতে ছাড়েনা... সেটা আমি অনেক আগে থেকেই টের পাচ্ছি... এখন লেখক হয়ে তুমিও পাচ্ছ আসলে অনেকেই নিজের মতো করে লেখককে এগিয়ে নিয়ে যেতে বলেন..... তাদের অবাদ্ধ হলেই
যায় হোক..... তুমি আমি আর যেককজন কথা দিয়ে কথা রাখতে জানি তাদের ওপর পাঠকদের ভালোবাসা ও বিশ্বাস এইভাবেই বাড়তে থাকুক এটাই চাইবো. ❤ কারণ আমরা তাদের জন্যই লিখি. টাকার জন্য নয়.
একদমই তাই .. পারিশ্রমিক মানে তো শুধু টাকা নয় .. লাইক, রেপু, ভালো ভালো মন্তব্য, প্রয়োজনীয় উপদেশ, সর্বোপরি বন্ধুত্ব .. এগুলোকেও তো আমরা পারিশ্রমিক হিসেবে ধরতে পারি। ক্ষমতা থাকলে অর্থ উপার্জন করা যাবে কিন্তু ভালোবাসা কেনা যাবে না।
তুমি যে আজ এই সাইটে লেখালেখি করে এতটা সফল তার অন্যতম কারণ তোমার অসাধারণ লেখার ক্ষমতা। কিন্তু আমার মতে তার থেকেও বড়ো কারণ হলো commitment দিয়ে সেটাকে রাখতে জানা। অর্থাৎ ধারাবাহিকভাবে আপডেট দিয়ে যাওয়া।