17-08-2021, 12:35 PM
(17-08-2021, 12:18 PM)Bumba_1 Wrote:
"তুমি শত ব্যস্ততার মধ্যেও নিয়মিত আপডেট দাও একথা ১০০% সত্যি" এই উক্তি করে তুমি তোমার কথার উত্তর নিজেই দিয়ে দিয়েছো।
ব্যস্ততা কি আমার কিছু কম থাকে বা আছে? অফিসের চাপ .. অফিসের অজস্র মামলা মোকদ্দমা এবং পারিবারিক বিষয় সম্পত্তির জন্য মামলার চাপ .. তার উপর প্রায় অকেজো হয়ে যাওয়া দুটি পা নিয়ে অফিসের কাজেই হোক বা ত্রাণ বিলি করতে যাওয়ার জন্যই হোক সারা ভারতবর্ষ ভ্রমণ করতে হয় আমাকে .. তার মধ্যেও কিন্তু আমি আমার গানের চর্চা করি এবং সেই গান নিয়মিত পোস্ট করি, লেখালেখি করি, বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা মারি (আত্মীয় স্বজন বর্জন করেছি এ কথা সত্য, কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো) .. কই আমি তো কখনো ব্যস্ততার দোহাই দিই না .. আসল কথা কি জানো তো সেন দা! আসল কথা হলো "ল্যাদ খাওয়া" এই ল্যাদ খাওয়ার ব্যাপারটা আমার মধ্যে অতীতেও ছিল না, বর্তমানেও নেই।
হ্যাঁ তবে, পারিবারিক loss বা লেখকের নিজের শরীর খারাপ হলে সেটা অবশ্যই পাঠকদের বুঝতে হবে।
এতো কথা আমি কোনোদিনই বলতাম না .. কারণ আমি মনে করি যে যা করছে করুক তাতে আমার কি!! কিন্তু তুমি আমাকে খোঁচালে তাই বলতে বাধ্য হলাম।
একটা আপডেট থেকে পরের আপডেটে যদি ১০ থেকে ১৫ দিনের বা আরও বেশি gap থেকে যায় তাহলে পাঠকেরা আকর্ষণ এবং উত্তেজনা দুটোই হারিয়ে ফেলে সেই কাহিনী সম্বন্ধে।
কিন্তু কিছু বলতে গেলেই রে রে করে তেড়ে আসে লেখক এবং তার কিছু স্তাবক .. বলে ওঠে "লেখকরা তো পারিশ্রমিক পায় না, তাই তাদের কিচ্ছু বলা যাবে না" .. আরে বাবা, আমি যখন voluntary service দিতে এসেছি এটা জানি, তাহলে শুধু শুধু ফাটা রেকর্ড বাজিয়ে লাভ কি বলো সেন দা?
তাই আমি যে কাজের সঙ্গে একবার যুক্ত হয়ে যাই সেই কাজকে বাকি কাজের মতো সমান গুরুত্ব দিয়ে থাকি। সেটা xossipy.com এ লেখার কাজ হলেও সমান গুরুত্ব পাবে।
কি দিলে দাদা দিল খুশ হয়ে গেলো... একদম আমার মনের কথা. এই ব্যাপারটাই আমি মেনে চলি বলেই আজ এতদূর এগুতে পেরেছি..
সেটা তুমি যখন শুধুই পাঠক ছিলে তখন থেকে দেখে আসছো. আমি সবসময় মনে করি যেটা শুরু করবো.. সেটা শেষও করবো... নইলে শুরুই করবোনা. ব্যাস্ততার মাঝে আমরা সবাই.. তার মাঝেই যখন একটা দায়িত্ব নেবো সেটা যথাযথ ভাবে পালন করবো. হ্যা মানছি কেউ আমরা টাকা পাইনা... কিন্তু পাঠক বন্ধুদের যে সাপোর্ট ও ভালোবাসা অফুরন্ত পাই সেটা কি কম নাকি? আরে সেটাই তো আরও আরও এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা আমাদের. হ্যা এর মাঝেই কেউ কেউ জ্ঞান দিতে ছাড়েনা... সেটা আমি অনেক আগে থেকেই টের পাচ্ছি... এখন লেখক হয়ে তুমিও পাচ্ছ
আসলে অনেকেই নিজের মতো করে লেখককে এগিয়ে নিয়ে যেতে বলেন..... তাদের অবাদ্ধ হলেই
আসলে অনেকেই নিজের মতো করে লেখককে এগিয়ে নিয়ে যেতে বলেন..... তাদের অবাদ্ধ হলেই
যায় হোক..... তুমি আমি আর যেককজন কথা দিয়ে কথা রাখতে জানি তাদের ওপর পাঠকদের ভালোবাসা ও বিশ্বাস এইভাবেই বাড়তে থাকুক এটাই চাইবো. ❤ কারণ আমরা তাদের জন্যই লিখি. টাকার জন্য নয়.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)