17-08-2021, 09:35 AM
আমি এমনিতে খুব করিৎকর্মা ছেলে. ঘটে বুদ্ধি-সুদ্ধিও খুব একটা কম নেই. যে কোনো কাজ খুব চটপট শিখে ফেলতে পারি. ধীরে ধীরে পরিবহন ব্যবসার সমস্ত খুঁটিনাটি আমি মামার কাছ থেকে শিখে নিলাম. মামা আমার কর্মপটুতা দেখে খুব খুশি হলো. একইসাথে আমার উপর ভরসা করে যে তাকে ঠকতে হয়নি, সেটা দেখে অতি নিশ্চিন্ত হলো. মামা কিছু কিছু করে ব্যবসার সমস্ত দায়িত্ব আমাকে ছাড়তে লাগলো. আমার পরিকল্পনা মত সমস্তকিছু খেটে গেল. মামার বিশ্বাসের সুযোগ নিয়ে আমি এধার-ওধার থেকে অল্প-স্বল্প করে টাকা ঝেড়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিলাম. ওদিকে মামা ব্যবসার কাজকর্ম খানিকটা আমার ঘাড়ে চাপিয়ে কিছুটা হাত-পা ঝাড়া হয়ে পরল. মামা ফুর্তিবাজ লোক. কিছুটা চাপমুক্ত হতেই প্রতি সন্ধ্যায় বন্ধুবান্ধব ডেকে এনে বাড়িতে মদের আসর বসিয়ে মাল খেয়ে ফুর্তি করতে লাগলো. ধীরে ধীরে আমি সংসারের ছোটকর্তা হয়ে উঠলাম.