17-08-2021, 08:48 AM
কীভাবে সংসার চলবে, অন্য কোথাও কাজকর্মের কোনও খোঁজ আছে কী না, এসবই নীচু গলায় আলোচনা করতে করতে আসছিল ওরা।
প্রশান্তর তো তাও বিয়ের দশ বছর হয়েছে, সামান্য কিছু জমানো টাকা, এল আই সি, ফিক্সড ডিপোজিট আছে! কিন্তু অতনু যা জমিয়েছিল, তার একটা বড় টাকা গেছে চিট ফান্ডে, আর অনেকটা টাকা গেছে গত বছর বিয়ের খরচে। হাতে প্রায় কিছুই নেই অতনুর।
‘তুমি তো তাও কিছু জমিয়েছ প্রশান্ত দা। আমার অবস্থাটা ভাব! চিট ফান্ডের হারামিগুলো অত টাকা মেরে দিল আর বিয়ের সময়ে খরচ হয়ে গেল! কী করে যে চালাব জানি না! ভাবতেই পারছি না কিছু! উফ,’ কপালের ঘাম মুছতে মুছতে বলল অতনু।
ওকে ছোট ভাইয়ের মতোই দেখে প্রশান্ত। দুই ফ্যামিলিতে সামাজিক মেলামেশাও আছে। মনিকাকে বৌদি বলে ডেকে খুব মান্য করে অতনুর বউ শিউলি। মফস্বলের মেয়ে, খুব শান্ত শিষ্ট।
‘তোদের আই টি ফিল্ডে তো তাও কাজকর্ম পাওয়া যায় রে ভাই। কিন্তু আমি কী করব কে জানে!’ বলল প্রশান্ত।
‘চলো দেখা যাক কী হয় দাদা। কিছু তো একটা করতেই হবে,’ বলতে বলতেই ওরা স্টেশনে পৌঁছে গিয়েছিল।
মনিকাকে আগেই মোবাইলে জানিয়েছিল খবরটা প্রশান্ত। তাই ওদের দুকামরার ভাড়ার ফ্ল্যাটে অসময়ে বেল বাজার পরে দরজা খুলে বরকে দেখে অবাক হয় নি মনিকা।
আর কয়েকদিন ধরেই যে লক আউট নিয়ে ফ্যাক্টরিতে আলোচনা চলছে, সেটা প্রশান্ত মনিকাকে জানিয়ে রেখেছিল। দুজনের মধ্যে জমানো টাকা পয়সা নিয়ে বেশ কয়েকবার কথাও হয়েছে।
জুতো খুলে কাঁধের ব্যাগটা রেখে বেতের সোফায় ধীরে ধীরে বসেছিল প্রশান্ত। তারমধ্যেই একগ্লাস জল নিয়ে এসেছিল মনিকা।
বরের হাতে জলের গ্লাসটা দিতে দিতে মনিকা বলল, ‘বেশী ভেব না। ঠিক ব্যবস্থা হয়ে যাবে।‘
‘কী করে ব্যবস্থা হবে, সেটাই তো বুঝতে পারছি না।‘
‘তুমি চেঞ্জ করে নাও। তারপর কথা বলব। আমি কয়েকটা ব্যাপারে খোঁজখবর করেছি। সব বলছি।‘
‘কী ব্যাপারে খোঁজখবর করেছ?’
‘আরে তুমি চেঞ্জ কর আগে। সব বলছি। তোমাকে বলব না তো কাকে বলব!’
জলটা খেয়ে খালি গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়াল প্রশান্ত। শোয়ার ঘরের দিকে যেতে যেতে বলল, ‘কেস টা কী বল তো?’
‘ধুর বাবা। বলব। চেঞ্জ করে এসো আগে।‘
একটা ছোট ঘরে ছেলে কলেজ থেকে ফিরে খেয়ে দেয়ে ঘুমচ্ছে – পর্দাটা সরিয়ে দেখে নিল প্রশান্ত।
তারপর নিজেদের শোয়ার ঘরে গিয়ে বাথরুমে ঢুকল একবার। বেশ কিছুক্ষণ শাওয়ারের তলায় দাঁড়িয়ে ঠান্ডা হল, তারপরে শর্টস পড়ে বাইরে এল।
‘এবার বলো তো! কী ব্যাপারে খোঁজখবর নিয়েছ তুমি?’ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বউকে জিগ্যেস করল প্রশান্ত।
বর আর নিজের জন্য চায়ের জল বসিয়েছিল মনিকা।
‘উফ তর সয় না তোমার আর! যাও তো গিয়ে বসো সোফায়, চা নিয়ে এসে সব বলছি।‘
মিনিট পাঁচেক পরে দুকাপ চা আর বিস্কুট নিয়ে পাশে এসে বসল মনিকা।
কয়েক চুমুক দেওয়া হয়ে গেল চায়ের কাপে, তাও মনিকা কিছু বলছে না।
তারপর এক নিশ্বাসে মনিকা বলল, ‘তুমি তো কাজকর্ম খুঁজবেই, সঙ্গে আমাকেও কিছু করার পারমিশন দিতে হবে তোমাকে।‘
একটু চা কাপ থেকে চলকে প্রশান্তর হাঁটুতে পড়ল।
‘কাজ মানে? তুমি কী কাজ করবে?’
‘কেন আমি তো গ্র্যাজুয়েট। মাস্টার্সটাও শেষ করতাম যদি না বিয়ে হয়ে যেত! কোনও কাজ পাব না?’
‘সংসার, ছেলের দেখভাল?’
‘সেসব তো পড়ে। আগে বলো তুমি পারমিশান দেবে!’
‘তুমি কি কোনও স্পেসিফিক কাজের খবর পেয়েছ?’
পাশের তাক থেকে একটা ছোট মতো কী কাগজ বার করল – ছাপানো হ্যান্ডবিলের মতো। কাগজটা মনিকা এগিয়ে দিল প্রশান্তর দিকে।
এরকম হ্যান্ডবিল মাঝে মাঝেই খবরের কাগজের মধ্যে থাকে রিটায়ার্ড মানুষ, গৃহবধূ – সকলেই ঘরে বসে আয় করুন – এরকম লেখা থাকে হ্যান্ডবিলের হেডিংয়ে।
সবগুলোই নোংরার ঝুড়িতে চলে যায়। সেরকমই একটা হ্যান্ডবিল মনিকা এগিয়ে দিতে অবাকই হল প্রশান্ত!
‘এটা কি?’
‘ঘরে বসে কাজ করতে হবে, যে কেউই করতে পারে। রিটায়ার্ড লোক, হাউসওয়াইফ – সবাই। এটা শিউলি আমাকে কাল দিয়েছে। অতনুও তো বাড়িতে বলেছে যে লক আউট হতে পারে। শিউলিদের কাগজের সঙ্গে দিয়েছিল এটা। গৃহবধূরাও বাড়িতে বসে রোজগার করতে পারে, এটা দেখেই ওর মাথাতে এসেছিল যে আমি আর ও ট্রাই করি না কেন! কাল এসে দিয়ে গেছে কাগজটা। অতনুকে এখনও বলে নি,’ মনিকা থামল সবটা গড়গড় করে বলে।
দুটো ফোন নম্বর দেওয়া আছে কাগজটায়।
এই অবস্থায় শুধুই জমানো টাকায় না খেয়ে যদি বাড়িতে বসে কিছু রোজগার করতে পারে মনিকা, বা শিউলি, তাহলে ওর বা অতনুর আপত্তি করার তো কোনও কারণ ও খুঁজে পেল না।
‘হুম। দেখা যেতেই পারে। ফোন করেছিলে না কি এই নম্বরে?’ জিগ্যেস করল প্রশান্ত।
এত সহজে যে পারমিশান পাওয়া যাবে, সেটা মনিকা ভাবে নি।
‘করেছিলাম। ওই টেলি কলারের কাজ। ওরা একটা সিম দেবে, হ্যান্ডসেট আমাদের। ঠিক মতো কাজ করতে পারলে তো বলছে মাসে হাজা ১৫-২০ও রোজগার হতে পারে!’
‘বলো কি! বাড়িতে বসে শুধু ফোনে কথা বলে ১৫-২০ হাজার! কীসের ব্যবসাপত্র এদের? ভাল করে খোঁজ নিতে হবে। এটা থাক। অতনুর সঙ্গে কথা বলে নেব।‘
‘তবে একটা দুদিনের ট্রেনিং নিতে হবে। তারজন্য ৫০০ টাকা লাগবে।‘
‘ওহো তাই বলো! একটা ক্যাচ আছে। দেখবে হয়তো কোনও কাজই পাবে না, কিন্তু এদের পকেটে ৫০০ টাকা চলে যাবে। ফ্রড না তো?‘
‘দেখো চেষ্টা করতে তো অসুবিধা কিছু নেই! গিয়ে দেখি না ট্রেনিংটাতে!’
‘কবে যেতে হবে?’
‘এই শনিবার একটা ব্যাচের ট্রেনিং আছে। যদি কালকের মধ্যে ওদের অফিসে জানাই তাহলে সেদিনই হয়ে যাবে।‘
‘ঠিক আছে,’ বলল প্রশান্ত।
ফোনটা হাতে নিয়ে অতনুর নম্বর টিপল প্রশান্ত।
গোটা ব্যাপারটা বলল। ওর বউ কিছু জানায় নি ওকে এখনও অবধি। কিন্তু প্রশান্তর মত আছে জেনে অতনুও না করল না। তবে বিকেলে এসে ওরা দুজনে একবার ওই অফিসটায় যাবে ঠিক করল।
ছোট অফিস, কিন্তু বেশ সাজানো গোছানো। দমদমের একটা মধ্যবিত্ত পাড়ায় অফিসটা। কথাবার্তা হল এক মহিলা আর এক কম বয়সী ছেলের সঙ্গে।
কোম্পানীটা ওই ছেলেটিরই। বেশ চলতাপুরিয়া ছেলে। দুজনকেই বোঝালো যে টেলি কলারের কাজটা কি, কারা ওদের ক্লায়েন্ট – এসব। বেশ কিছু কন্ট্র্যাক্টও দেখালো। যেসব ক্লায়েন্ট কোম্পানিগুলোর নাম দেখালো, একটাও পরিচিত নাম নয়, বা বড় কোম্পানিও নয়।
‘স্যার বড় কোম্পানি হলে কি আর আমাদের মতো ছোট কোম্পানিকে দিয়ে কাজ করাবে? তারা তো সেক্টর ফাইভে বি পি ও-গুলোতে চলে যাবে। আমরা খুব কম রেটে কাজ ধরতে পারি কারণ কোনও এস্টাব্লিশমেন্ট খরচ নেই তো! শুধু কল পিছু কমিশন। আপনাদের স্ত্রীদের তো কোনও ভয় নেই – বাড়িতেই তো থাকবেন। শুধু ফোনে ফোনেই কাজ,’ বলল ছেলেটি।
অপছন্দ হওয়ার মতো কোনও কারণ পেল না প্রশান্ত বা অতনু।
ও নিজে যেহেতু আই টি-র ছেলে, তাই ও জানে যে ছোট ছোট কোম্পানিগুলো, যারা বি পি ও এফর্ড করতে পারে না, তার এরকম ছোট ছোট কোম্পানিকে দিয়ে কাজ করায়।
ফেরার সময়ে ওরা দুজনেই বলাবলি করছিল যে ট্রেনিংয়ের দুদিন আর তারপরে অফিসে কোনও দরকারে যেতে হলে শিউলি আর মনিকা মেট্রোয় করেই একটা স্টেশন চলে এসে একটা অটোতে এখানে চলে আসতে পারবে।
বাড়ি পৌঁছিয়ে মনিকাকে বলল সব।
শিউলিও সব শুনল অতনুর কাছে।
পরের দিন ওদের বরেরা যখন কাজকর্মের খোঁজে বেরিয়ে গেল, তখন মনিকাই ওই অফিসে ফোন করে দুজনের নাম লিখিয়ে দিল শনিবারের ট্রেনিংয়ের জন্য।
সন্ধের দিকে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল প্রশান্ত আর অতনু, তাদের দুজনকেই কিছুটা সময় দিয়ে মনিকা আর শিউলি প্রথমে জেনে নিল যে কোনও খবর পাওয়া গেল কী না, আর তারপরে একসময়ে জানিয়ে রাখল যে শনিবারের ট্রেনিংয়ের জন্য ওরা লিস্টে নাম তুলে দিয়েছে।
পরের দুটো দিনও এভাবেই কেটে গেল। প্রশান্ত কয়েকটা জায়গা থেকে আশ্বাস পেয়েছে, সি ভি জমা দিয়েছে। কিন্তু সামনের মাসের আগে কোনও অশিওরেন্স কেউ দিতে পারছে না।
অতনুর এক বন্ধু তার আই টি ব্যবসার কাজে সঙ্গী হওয়ার প্রোপোজাল দিয়েছে। অতনু বোধহয় তাতেই রাজী হয়ে যাবে। বন্ধুটার বেশ কয়েকটা ব্যবসা – তাই আই টি তে ঠিকমতো মন দিতে পারছে না। কাজ জানা একজন কাউকে খুঁজছিলই যে। অতনুকে কিছুটা কম টাকায় পেয়ে গিয়ে তার লাভই হল।