16-08-2021, 09:57 PM
(16-08-2021, 09:14 PM)Baban Wrote: বাহ্ বাহ্ দারুন দারুন..... সচক্ষে দেখা ভয়ানক দৃশ্যর ধাক্কা অনেকেই সহ্য করতে পারেনা. শেষের অংশটা যেন আরও ভয়ানক. 1st person view গল্পের মজাই আলাদা.. বিশেষ করে থ্রিলারে. তাইতো ওই এলোমেলোতে নিজেই ভিলেন হয়ে লিখেছিলাম
আচ্ছা ভায়া পঞ্চাননের আরালে নিজেই ওই লিজার ওপর সব রাগ উগ্রে দিলে নাতো? কেন বললাম আশা করি বুঝতে পারছো
দারুন
প্রথম পুরুষ হিসাবে এটা আমার প্রথম লেখা নয়। যেটা প্রথম লিখেছিলাম সেটা এখনও অসম্পূর্ণ আছে। সেটা একদম ভালো ভাবে লিখতে পারি নি তাই অসম্পূর্ণ থেকে গেছে। তাই আবার চেষ্টা করলাম।
অনেক কিছুই ভেবেছিলাম। কিন্তু শেষে প্রথম পুরুষ হয়েই লেখার সিদ্ধান্ত নিলাম।
আর ওই লিজার উপর রাগ উগ্রে দেওয়ার কথা। না ওরকম কোন অভিসন্ধি ছিল না। কিন্তু লিখতে লিখতে হয়ে গেছে .
এখন বন্ধুর কাছ থেকে শেরশাহ আনলাম। কালকে দেখবো।
❤❤❤