16-08-2021, 05:28 PM
আমি শুনতে পাচ্ছি নিচে জোরে কথা বার্তা হচ্ছে। রুমে রুমে তল্লাশি হচ্ছে।জিপ ভর্তি পুলিশ গেটের বাইরে অপেক্ষা করছে। ওরা হয়তো আমাকে জ্যান্ত ধরার চেষ্টা করবে। না পারলে গুলি করেও মারতেও পারে।শব্দ গুলো আস্তে আস্তে সিড়ি বেয়ে উপরে দিকে উঠে আসছে। হয়ত নিশ্চিত হয়েছে আমি হোস্টেলে কোথাও লুকিয়ে আছি। বুটের গট গট শব্দ ক্রমে জোরে শুনতে পাচ্ছি। তবে আমার সিদ্ধান্ত আমি পাঠককে জানিয়ে দিয়ে যাই- আমার হোস্টেলের পিছনে কাদা পানির বিল আছে আমি এখন তিন তলার ছাদ থেকে ওখানে লাফিয়ে পড়ব। পালাতে চেষ্টা করব। যদি না পারি তবে গুলি খেয়ে মরব। তবুও আমি এই পুলিশের কাছে ধরা দেব না। হয় মৃত্যু নয়ত আমি চলে যাব আমার কঙ্খিত লক্ষ্যে। যেখানে থাকবে শুধু নীলার স্মৃতি-নীলা-নীলা-নীলাময় পাহাড়, ঝর্ণা, সবুজ বনভূমি, আর নীল আকাশ।
_____________________________________________________________________
_____________________________________________________________________