16-08-2021, 05:25 PM
পিচাসের মত হাসতে ইচ্ছা করল। ভাবলাম- দ্রুত খেলা শেষ করি, কেউ এসে পড়বে হয়তো। কিন্তু পারলাম না। আরো খেলতে ইচ্ছা করল। আমি একটা সুযোগ দিলাম। সুযোগ পেয়ে মৃত্যুর মধ্যেও হেসে উঠল। ও পিস্তল খুজতে আলমারিতে হাত বাড়াল। সাথে সাথে আমি গুলি ছুড়লাম। রক্ত ঝরতে শুরু করল হাত থেকে। ওর প্রচন্ড কাতর মিনতি আমাকে ফেরাতে পারল না। সাথে সাথে আরও দুটি গুলি করলাম ও ঢলে পড়ে গেল।রক্তে সমস্ত ঘর লাল হয়ে গেছে। আসলে কি লাল? না লাল নয়। আমি দেখলাম সমস্ত ঘর নীল রক্তে ভেসে গেছে। চারদিক নীলার শরীরের গন্ধে ভরে উঠল। প্রাণ ভরে চোখ বুজে শ্বাস নিলাম। বুঝলাম এক ধরনের বিভ্রম শুরু হয়েছে। দ্রুত ফ্রিজ খুলে এক গ্লাস ঠান্ডা পানি খেলাম। আর এখানে নয়, বেরুতে হবে, পালাতে হবে। নীলা নেই তবে নীলাকে অমর করে রাখতে হবে। নীচে নেমে এলাম। ঘর থেকে বেরিয়ে পড়লাম অজস্র মানুষের ভিড়ে। হারিয়ে গেলাম মানুষ সমুদ্্ের।