16-08-2021, 12:13 AM
(15-08-2021, 10:31 PM)Bumba_1 Wrote: আমার লেখাকে এইভাবে আত্মস্থ করে analysis করার জন্য অসংখ্য ধন্যবাদ .. সব সময় এভাবেই পাশে থেকো
ডাক্তারি জ্ঞানের থেকেও এই অসুখের জেরে আমি নিজেই ভুক্তভোগী। বছরখানেক আগে একটা মাইল্ড অ্যাটাকের জন্য আমার সায়াটিক নার্ভটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্যই এত ভালো করে explain করতে পারলাম।
বিন্দুমাসির তো গেস্ট অ্যাপিয়ারেন্স .. আসল প্লেয়ার মাঠে নামবে একটু পরেই।
ওহ! জেনে খারাপ লাগল যাইহোক ভালো থাকো সুস্থ থাকো আশা রাখি ❤
আসল খলনায়ক তো আসবেই স্টেজে তার আগে স্পটলাইট বিন্দু মাসির মুখে. অনেক নায়ক নায়িকা কিন্তু ওই গেস্ট আপিয়ারেন্সই কাঁপিয়ে দিয়ে যায়, নিজের ছাপ ছেড়ে যায় পুরো ছবিতে.... কি বলতে চাইছি তা তোমার মতো বুদ্ধিমান লেখক নিশ্চই বুঝতে পারছো
শেষে কয়েকটা লাইন -
বিট্টু সোনার মামনিকে করবে মালিশ বিন্দু
ঐদিকেতে অন্য ঘরে নেশায় মত্ত ভবেশ কুন্ডু
এই নেশা হলো অন্য কিছুর নাম যার নন্দিনী
অপেক্ষা কিছু সময়ের তারপরই হবে সে বন্দিনী