15-08-2021, 08:29 PM
(This post was last modified: 15-08-2021, 08:29 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
‘ভয় পেয়ো না। আমার সাইনাসের প্রবলেম আসে। ব্লিডিং প্রায়ই হয়। একটু পর বন্ধ হয়ে যাবে। তুমি বস আমি ফ্রেশ হয়ে আসি’
রনি হেঁটে ওয়াশ রুমে চলে গেল। এসে দেখে রুবী বিল দিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে।
‘আরে কই যাও?’
‘তুমি অসুস্থ, রেস্টের প্রয়োজন। চলো তোমাকে বাসাতে ড্রপ করে দিয়ে আসি।’
‘আরে রেস্ট নেয়া লাগবে না। তুমি বস।’
‘আমি বলসি রেস্ট নেয়া লাগবে তো লাগবে। তুমি চলো।’
‘আচ্ছা আমি যাচ্ছি, তোমাকে ড্রপ করে আসা লাগবে না’
‘লাগবে তুমি চলো তো’
দুজনে রিক্সাতে উঠে বসল।
‘তুমি খামাখা যাচ্ছ। আমি একাই যেতে পারতাম’
‘তোমাকে বলসে একা আস্তে পারতা। দেখা যাইত রাস্তাতে ব্লিড করে ফিট হয়ে পড়ে আছ। আর এত ভয় ক্যান পাও। আমি বাসায় ডুকবো না। তোমার আব্বু আম্মু আমাকে দেখলে কি বলবে তাই চিন্তা করে ভয় পাইতেস, তাই না??’
‘আরে না। আম্মু আব্বু দেখলে কি আর বলবে। তাছাড়া বাসায় কেঊ নাই। কাকীর বাচ্চাকে দেখতে গেসে সবাই’
একথা সেকথায় তারা পৌঁছে গেল রনির বাসার সামনে।
‘আচ্ছা রনি, তুমি থাক। আমি যাই’
‘আরে যেও পরে। তোমাকে তো ঠিক ভাবে দেখাই হয় নাই। আস বাসায় গল্প করি। জাবার তাড়া আছে নাকি?’
‘ঠিক তাড়া না, তোমার বাসায় কেউ নাই। যাওয়া ঠিক হবে না’
‘এইটা কি বল তুমি! আমাকে বিলিভ কর না??”
রুবী মুচকি হেসে বলল ‘ তোমাকে করি কিন্তু নিজেকে না’
‘আরে ধুর, রাখ তোমার বিশ্বাস অবিশ্বাস। আসতো তুমি।
রুবীর হাত ধরে তাকে ভেতরে নিয়ে আসল রনি। একদম সোজা তার রুমে নিয়ে গেল সে রুবীকে।
‘আরে বাহ তোমার গীটারটা তো অনেক কিউট! আজ লাইভ দেখবো তোমার গীটার বাজানো।’
‘হবে হবে সবই হবে। একটি ধৈর্য্য ধর।’
রনি গীটার তুলে নিল হাতে। দুই তিনটা random স্ট্রোক করে গান ধরল
রনি হেঁটে ওয়াশ রুমে চলে গেল। এসে দেখে রুবী বিল দিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে।
‘আরে কই যাও?’
‘তুমি অসুস্থ, রেস্টের প্রয়োজন। চলো তোমাকে বাসাতে ড্রপ করে দিয়ে আসি।’
‘আরে রেস্ট নেয়া লাগবে না। তুমি বস।’
‘আমি বলসি রেস্ট নেয়া লাগবে তো লাগবে। তুমি চলো।’
‘আচ্ছা আমি যাচ্ছি, তোমাকে ড্রপ করে আসা লাগবে না’
‘লাগবে তুমি চলো তো’
দুজনে রিক্সাতে উঠে বসল।
‘তুমি খামাখা যাচ্ছ। আমি একাই যেতে পারতাম’
‘তোমাকে বলসে একা আস্তে পারতা। দেখা যাইত রাস্তাতে ব্লিড করে ফিট হয়ে পড়ে আছ। আর এত ভয় ক্যান পাও। আমি বাসায় ডুকবো না। তোমার আব্বু আম্মু আমাকে দেখলে কি বলবে তাই চিন্তা করে ভয় পাইতেস, তাই না??’
‘আরে না। আম্মু আব্বু দেখলে কি আর বলবে। তাছাড়া বাসায় কেঊ নাই। কাকীর বাচ্চাকে দেখতে গেসে সবাই’
একথা সেকথায় তারা পৌঁছে গেল রনির বাসার সামনে।
‘আচ্ছা রনি, তুমি থাক। আমি যাই’
‘আরে যেও পরে। তোমাকে তো ঠিক ভাবে দেখাই হয় নাই। আস বাসায় গল্প করি। জাবার তাড়া আছে নাকি?’
‘ঠিক তাড়া না, তোমার বাসায় কেউ নাই। যাওয়া ঠিক হবে না’
‘এইটা কি বল তুমি! আমাকে বিলিভ কর না??”
রুবী মুচকি হেসে বলল ‘ তোমাকে করি কিন্তু নিজেকে না’
‘আরে ধুর, রাখ তোমার বিশ্বাস অবিশ্বাস। আসতো তুমি।
রুবীর হাত ধরে তাকে ভেতরে নিয়ে আসল রনি। একদম সোজা তার রুমে নিয়ে গেল সে রুবীকে।
‘আরে বাহ তোমার গীটারটা তো অনেক কিউট! আজ লাইভ দেখবো তোমার গীটার বাজানো।’
‘হবে হবে সবই হবে। একটি ধৈর্য্য ধর।’
রনি গীটার তুলে নিল হাতে। দুই তিনটা random স্ট্রোক করে গান ধরল
আজ তোমার মন খারাপ মেয়ে তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।