15-08-2021, 08:27 PM
‘হুম আজই প্রথম এলাম। ভেবেছিলাম ঝটপট কাজটা হয়ে যাবে কিন্তু এখনতো দেখছি সারাদিন লেগে যাবে কাজ শেষ হতে।’
‘সারাদিনেও কাজটা হয় কি না তাই বা কে জানে। কখন থেকে অপেক্ষা করছি আর বাবাজীদের অফিস খোলার কোন নামই নাই।’
‘আপনার নামটা শোনা হল না, আমি রুবী।’
‘আমি রনৌক চৌধুরী, বন্ধুরা আমাকে রনি বলে ডাকে।’
‘আমি কি বলে ডাকবো ?’
‘রনি বলেই ডাকুন’
‘আমি কি আপনার বন্ধু যে রনি বলে ডাকবো?’
‘বন্ধু হতে কতক্ষণ?’
‘মনে তো হয় না আপনি বন্ধু হতে চান। চাইলে নিশ্চয় আপনি আপনি করে কথা বলতেন না।’
‘বাহ! আপনি তো খুব গুছিয়ে কথা বলেন!’
‘আবার আপনি!!’
রনি জিহ্বা কামড়ে ধরে ‘স্যরি ভুল হয়ে গেল, তুমি অনেক গুছিয়ে কথা বল’
গল্প করার ছলে রুবী রনিকে বাজিয়ে দেখল। মানুষকে চেনার জন্য তার কিছু নিজস্ব পদ্ধতি আছে। রুবী নিজেও সাইকলজির ছাত্রী। রনির চোখের ভাষাটা একটু খাপছারা। তার বাচন ভঙ্গির সাথে চোখের ভাষাটা ঠিক মিলছে না। কথা শুনে যতটা সহজ সরল মনে হোক না কেন তার চোখ বলছে সে যেন তেন চীজ না।
রনিও কথা বলতে বলতে রুবীর চোখের ঈগলের দৃষ্টি খেয়াল করল। বুঝতে পারল মেয়েটা তার সবকিছু খেয়াল করছে। জিনিসটা সুখকর নয়। আরো সাবধানে এগুতে লাগল সে। ওদের গল্পের মাঝেই অফিস খুলে গেল। কাজ শেষ করতে করতে দুপুর হয়ে গেল। এর মাঝেই মোটামুটি ভাবে বেশ ভাব হয়ে গেল রুবীর সাথে। মেয়েটা কেন জানি একটু বেশি তরল। তার ব্যক্তিত্বের সাথে এই তারল্য ঠিক মানাচ্ছে না। হয়তো বা রনিকে পরীক্ষা করে নিচ্ছে। সেই ওল্ড ট্যাকটিস। সহজলভ্য সুযোগেই মানুষের আসল চেহারা বের হয়ে আসে। মেয়েটা রনিকে চেক করে নিচ্ছে। ওকে, রনি মুচকি হেসে মনে মনে বলল ‘যত পরীক্ষা করার করে নাও, আমি তোমাকে হতাশ করবো না।’
‘কাজতো কমপ্লিট হয়ে গেল, এই দিকে ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। সাম্নেই একটা ভালো রেস্টুরেট আছে, যাবে??’
‘খুব বেশি দূরে?’
‘না না ঐতো রাস্তার ওই পারে।’
‘তাহলে চল যাই।’
‘সারাদিনেও কাজটা হয় কি না তাই বা কে জানে। কখন থেকে অপেক্ষা করছি আর বাবাজীদের অফিস খোলার কোন নামই নাই।’
‘আপনার নামটা শোনা হল না, আমি রুবী।’
‘আমি রনৌক চৌধুরী, বন্ধুরা আমাকে রনি বলে ডাকে।’
‘আমি কি বলে ডাকবো ?’
‘রনি বলেই ডাকুন’
‘আমি কি আপনার বন্ধু যে রনি বলে ডাকবো?’
‘বন্ধু হতে কতক্ষণ?’
‘মনে তো হয় না আপনি বন্ধু হতে চান। চাইলে নিশ্চয় আপনি আপনি করে কথা বলতেন না।’
‘বাহ! আপনি তো খুব গুছিয়ে কথা বলেন!’
‘আবার আপনি!!’
রনি জিহ্বা কামড়ে ধরে ‘স্যরি ভুল হয়ে গেল, তুমি অনেক গুছিয়ে কথা বল’
গল্প করার ছলে রুবী রনিকে বাজিয়ে দেখল। মানুষকে চেনার জন্য তার কিছু নিজস্ব পদ্ধতি আছে। রুবী নিজেও সাইকলজির ছাত্রী। রনির চোখের ভাষাটা একটু খাপছারা। তার বাচন ভঙ্গির সাথে চোখের ভাষাটা ঠিক মিলছে না। কথা শুনে যতটা সহজ সরল মনে হোক না কেন তার চোখ বলছে সে যেন তেন চীজ না।
রনিও কথা বলতে বলতে রুবীর চোখের ঈগলের দৃষ্টি খেয়াল করল। বুঝতে পারল মেয়েটা তার সবকিছু খেয়াল করছে। জিনিসটা সুখকর নয়। আরো সাবধানে এগুতে লাগল সে। ওদের গল্পের মাঝেই অফিস খুলে গেল। কাজ শেষ করতে করতে দুপুর হয়ে গেল। এর মাঝেই মোটামুটি ভাবে বেশ ভাব হয়ে গেল রুবীর সাথে। মেয়েটা কেন জানি একটু বেশি তরল। তার ব্যক্তিত্বের সাথে এই তারল্য ঠিক মানাচ্ছে না। হয়তো বা রনিকে পরীক্ষা করে নিচ্ছে। সেই ওল্ড ট্যাকটিস। সহজলভ্য সুযোগেই মানুষের আসল চেহারা বের হয়ে আসে। মেয়েটা রনিকে চেক করে নিচ্ছে। ওকে, রনি মুচকি হেসে মনে মনে বলল ‘যত পরীক্ষা করার করে নাও, আমি তোমাকে হতাশ করবো না।’
‘কাজতো কমপ্লিট হয়ে গেল, এই দিকে ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। সাম্নেই একটা ভালো রেস্টুরেট আছে, যাবে??’
‘খুব বেশি দূরে?’
‘না না ঐতো রাস্তার ওই পারে।’
‘তাহলে চল যাই।’