15-08-2021, 08:26 PM
ভালবাসা
দরজার উপর লেগে থাকা তালার দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ফেলল রনি। সকাল নয়টায় অফিস খোলার কথা আর এখন বাজে দশটা কিন্তু খোলার নাম নেই। সরকারী অফিস গুলোর এই সমস্যা। কোন টাইম টেবিল নেই। যার যখন মন চায় তখন আসে অফিসে। সকালে তাড়াহুড়ো করে চলে আসাতে নাস্তা করা হয়নি ঠিক মত। পেটের ভেতর এখন ক্ষুধায় রীতিমতো ব্যাঙ ডাকছে তার। পকেটে হাত ঢুকায় সে। আল্লাহই জানে প্যাকেটে আর সিগেরেট আছে কিনা। ইদানীং এই জিনিসটা খুব যাচ্ছে। এক প্যাকেটে অনেক সময় দিনই কাবার হচ্ছে না। প্যাকেট খুলে দেখে রনি। যাক বাবা! বাঁচা গেল! এখনো দুইটা আছে। ক্ষুধা পেটে নিয়েই ধরাল একটা। মুখ দিয়ে একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে চারপাশে চোখ বোলাল রনি। আরো জনা পাঁচেক লোক অপেক্ষা করছে দরজার সামনে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। তাদের মাঝে দেখার মত আহামরি কিছু না পেয়ে আবার সিগেরেট ফোঁকায় মন দেয় সে।
‘এহম...এক্সকিউজ মি...আচ্ছা আপনি কি বলতে পারেন অফিসটা কখন খুলবে??’
গল্প উপন্যাসে রনি কিন্নর কন্ঠের কথা অনেক পড়েছে কিন্তু বাস্তবে তার প্রমাণ পায় নি। আজ রনি বুঝল কিন্নর কন্ঠ কাকে বলে। এত সুমধুর কন্ঠ শুধু দেবীদের গলাতেই মানায়। মাথা ঘুরিয়ে রনি কন্ঠের মালিকিনের দিকে তাকাল। তাকিয়েই বুঝল বিধাতা মেয়েটার রূপের প্রতি সুবিচার করার জন্যই তার কন্ঠ এত সুমধুর করেছেন। মেয়েটার গলা যত না মিষ্টি তার চেহারা তার থেকেও বেশি মিষ্টি।
‘অফিসতো খোলার কথা আরো একঘন্টা আগে। কিন্তু কাউকে তো দেখছি না। আল্লাহই জানে কখন খুলবে’
‘আর বলবেন না সরকারী অফিস মাত্রই দেরী’, মেয়েটার কন্ঠে বিরক্তি ঝরে পড়ল। কিছুক্ষণ চারপাশের মানুষগুলোকে দেখে সে একটা নির্জন কোনে গিয়ে দাঁড়াল। হাতের সিগেরেটা ফেলে দিয়ে রনি মেয়েটার দিকে মনোনিবেশ করল। সৃষ্টিকর্তা যেন তাকে নিজ হাতে ছাঁচ কেটে বানিয়েছেন। উজ্জ্বল ত্বক, শার্প নাক সেই সাথে মানান সই চোখ। সব কিছু মিলিয়ে অনন্য সুন্দর। তার উপর গায়ের লাল ড্রেসটা তার সাথে মানিয়ে গেছে বেশ ভালো ভাবে যেটা মেয়েটার সৌন্দর্য্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। লালের ব্যবহার আর মেয়েটার সাজগোজ সবকিছু মিলিয়ে রনি চোখ বন্ধ করে বলে দিতে পারে মেয়েটা আটেন্সন সিকিং আর কর্তিত্বপরায়ণ স্বভাবের মেয়ে। সাইকোলজিতে পড়ে রনির আর কিছু না হোক মেয়ে পটানোতে অনেক সুবিধা হয়েছে। বাইরের গেট আপ দেখেই মেয়েদের সম্পর্কে অনেক কিছু আইডিয়া করে নিতে পারে। যার কারনে মেয়েদের সহজে হাত করা যায়।
‘আপনি কি আজই প্রথম এখানে আসলেন নাকি আগেও এসেছেন?’,মেয়েটার দিকে এগুতে এগুতে বলল রনি।
দরজার উপর লেগে থাকা তালার দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ফেলল রনি। সকাল নয়টায় অফিস খোলার কথা আর এখন বাজে দশটা কিন্তু খোলার নাম নেই। সরকারী অফিস গুলোর এই সমস্যা। কোন টাইম টেবিল নেই। যার যখন মন চায় তখন আসে অফিসে। সকালে তাড়াহুড়ো করে চলে আসাতে নাস্তা করা হয়নি ঠিক মত। পেটের ভেতর এখন ক্ষুধায় রীতিমতো ব্যাঙ ডাকছে তার। পকেটে হাত ঢুকায় সে। আল্লাহই জানে প্যাকেটে আর সিগেরেট আছে কিনা। ইদানীং এই জিনিসটা খুব যাচ্ছে। এক প্যাকেটে অনেক সময় দিনই কাবার হচ্ছে না। প্যাকেট খুলে দেখে রনি। যাক বাবা! বাঁচা গেল! এখনো দুইটা আছে। ক্ষুধা পেটে নিয়েই ধরাল একটা। মুখ দিয়ে একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে চারপাশে চোখ বোলাল রনি। আরো জনা পাঁচেক লোক অপেক্ষা করছে দরজার সামনে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। তাদের মাঝে দেখার মত আহামরি কিছু না পেয়ে আবার সিগেরেট ফোঁকায় মন দেয় সে।
‘এহম...এক্সকিউজ মি...আচ্ছা আপনি কি বলতে পারেন অফিসটা কখন খুলবে??’
গল্প উপন্যাসে রনি কিন্নর কন্ঠের কথা অনেক পড়েছে কিন্তু বাস্তবে তার প্রমাণ পায় নি। আজ রনি বুঝল কিন্নর কন্ঠ কাকে বলে। এত সুমধুর কন্ঠ শুধু দেবীদের গলাতেই মানায়। মাথা ঘুরিয়ে রনি কন্ঠের মালিকিনের দিকে তাকাল। তাকিয়েই বুঝল বিধাতা মেয়েটার রূপের প্রতি সুবিচার করার জন্যই তার কন্ঠ এত সুমধুর করেছেন। মেয়েটার গলা যত না মিষ্টি তার চেহারা তার থেকেও বেশি মিষ্টি।
‘অফিসতো খোলার কথা আরো একঘন্টা আগে। কিন্তু কাউকে তো দেখছি না। আল্লাহই জানে কখন খুলবে’
‘আর বলবেন না সরকারী অফিস মাত্রই দেরী’, মেয়েটার কন্ঠে বিরক্তি ঝরে পড়ল। কিছুক্ষণ চারপাশের মানুষগুলোকে দেখে সে একটা নির্জন কোনে গিয়ে দাঁড়াল। হাতের সিগেরেটা ফেলে দিয়ে রনি মেয়েটার দিকে মনোনিবেশ করল। সৃষ্টিকর্তা যেন তাকে নিজ হাতে ছাঁচ কেটে বানিয়েছেন। উজ্জ্বল ত্বক, শার্প নাক সেই সাথে মানান সই চোখ। সব কিছু মিলিয়ে অনন্য সুন্দর। তার উপর গায়ের লাল ড্রেসটা তার সাথে মানিয়ে গেছে বেশ ভালো ভাবে যেটা মেয়েটার সৌন্দর্য্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। লালের ব্যবহার আর মেয়েটার সাজগোজ সবকিছু মিলিয়ে রনি চোখ বন্ধ করে বলে দিতে পারে মেয়েটা আটেন্সন সিকিং আর কর্তিত্বপরায়ণ স্বভাবের মেয়ে। সাইকোলজিতে পড়ে রনির আর কিছু না হোক মেয়ে পটানোতে অনেক সুবিধা হয়েছে। বাইরের গেট আপ দেখেই মেয়েদের সম্পর্কে অনেক কিছু আইডিয়া করে নিতে পারে। যার কারনে মেয়েদের সহজে হাত করা যায়।
‘আপনি কি আজই প্রথম এখানে আসলেন নাকি আগেও এসেছেন?’,মেয়েটার দিকে এগুতে এগুতে বলল রনি।