15-08-2021, 07:55 PM
ওখানে একটা গ্রুপ ছিল যারা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ধান্দা করত। ওদের সাথে যোগাযোগ করে যদি একটা কিডনি দিয়ে ছেলেটার ট্রেনিং এর স্পন্সর টা জোগাড় করতে পারে খুব ভাল হয়। কিছু তো করতে পারবে ছেলেটার জন্য। সংসার টা কে ভাসিয়ে দিয়ে যাবার সারা জীবনের যন্ত্রণা থেকে কিছু টা হলেও মুক্তি পাবে মতিবাবু। তারপরে বেঁচে না থাকলেও দুঃখ নেই ওনার।
ছোট টা কেঁদে উঠতেই মতিবাবু উঠে এলেন ভিতরে। কাঁপা হাতে বাচ্চা টা কে নিকে কোলে নিয়ে বুকে চেপে ধরলেন। অদ্ভুত ভাবে বাচ্চা টা কান্না থামিয়ে দিল। মুখ টা দেখে নিয়ে দেখলেন যেন অবিকল শিবার ছোট বেলার মুখ টা। গায়ে কাঁটা দিয়ে উঠল যেন। মনে পড়ে গেল সেদিনের শিবার ছুটে বাড়ি থেকে পালিয়ে যাবার দৃশ্য টা। চোখের জল বাগ মানল না। বাচ্চা টা কে কোলে নিয়ে বুকে চেপে ধরে কেঁদে উঠলেন নিজের ই অজান্তে। পিছন থেকে শিনা দেখল ছেলেকে কোলে নিয়ে শ্বশুর কাঁদছে আর কেঁপে কেঁপে উঠছে ওনার শরীর টা।
সেদিন ছিল রবিবার। ওই দিনে মতিবাবু একটু হলেও মাতাল হতেন। ওই দিনেই নিজের কাহিনী আগে একশ বার শুনিয়েও পুনরার নতুন করে শোনাতেন বন্ধুদের মদ খেয়ে। লোকে আনন্দের বাৎসরিক করে। যেমন বিবাহ বার্ষিকী, জন্মদিন। কিন্তু উনি নিজের দুঃখের সাপ্তাহিকী করতেন ওই রবিবার এ। সকাল থেকেই চলত। মতিবাবুর সংসারে ছিলেন ওনার স্ত্রী নীলিমা, বড় ছেলে শিবা আর ছোট ছেলে জিষ্ণু। বড়ই সুখের সংসার। মতিবাবু সেই ভাবে কিছু কাজ করতেন না, কিন্তু দুই তিনটি কলেজ এ ফিজিক্যাল ট্রেনিং দিয়ে মোটামুটি রোজগার করতেন। নীলিমা দেবী একটি কলেজের শিক্ষক ছিলেন। শত শত ছেলে পিছনে থাকলেও একটি বদরাগী কিন্তু ভীষণ ভাল মনের একটা মানুষ কে নিজের জীবন সঙ্গী করতে দুবার ভাবেনি নীলিমা। বাড়ীর সাথে এক প্রকার ঝগড়া করেই বিয়ে করেছিলেন যে বছর অলিম্পিক থেকে রাজ নিতির শিকার হয়ে ফিরেছিল মতিবাবু। তারপরে কাটিয়ে দিয়েছিলেন দুজনায় হেসে খেলে প্রায় ১৪ বছর। সমস্যা যেমন সব স্বামী স্ত্রীর মধ্যেই থাকে ঠিক তেমনি ওদের মধ্যেও ছিল। না থাকা টাই অস্বাভাবিক। আর ঝামেলা বেশি হত যেদিন মদ খেয়ে আসতেন মতিবাবু। খুব ই বালখিল্য ঝামেলা। নীলিমা মদ খাওয়া সহ্য করতে না পারলেও স্বামীর জন্য ওই দিন ছাড় দিয়েছিলেন। এবং সেটা খুশী মনেই। কিন্তু ওই যত শিক্ষিত যত ভাল মেয়েই হোক না কেন, স্বামীর সাথে একটু ঝগড়া করতে না পারলে খাবার ঠিক হজম হয় না। খুব ভাল করে জানলেও বার বার স্বামীর মুখ দিয়ে স্বিকার করিইয়ে নিতে পছন্দ করে যে স্বামী তাকে কতটা ভালবাসে। বউ মুখ ঝামটা দিচ্ছে আর স্বামী আহা কি সুন্দর বউ আমার ভেবে চুপ করে আছে এটা সব ই বউ দেখতে ভালবাসে। যাই হোক সেদিন মদ খেতে খেতে মতি উঠে এসেছিল একবার ঘর থেকে একটু বীট নুন নিতে। মতি সেই নিয়ে আজকেও আফসোস করে পাগলের মতন। ইসস যদি না আসতাম সেদিন বাড়িতে তবে এত বড় ঘটনা টা ঘটতো না। আক্ষরিক ভাবেই হাত কামড়ায় মতিবাবু। সেদিন এসে বাড়িতে ঢুকেই দেখল বাড়িতে বসে আছে নীলিমার এক পুরনো বন্ধু। তার নাম ছিল গোপেশ তরফদার। নীলিমাই বলেছিল মতি কে যে তরফদার নাকি তাকে বিয়ে করতে চেয়েছিল। এবং তাই নয় নীলিমা যখন মতি কে বিয়ে করার সিদ্ধান্ত নিল তখন গোপেশ অনেক চেষ্টা করেছিল নীলিমা কে আটকাতে। সেই সব গল্প সব স্বামী স্ত্রীর মধ্যেই হয় আর নীলিমাও বলেছিল সেই সব কথা মতি কে। কয়েকদিন ধরে গোপেশ নীলিমার সাথে কলেজ এ দেখা করতে আসে সেটা মতি দেখেছে। নীলিমা অবশ্য বলেছিল মতি কে যে ওর ছোট বোনের ছেলে অসময়ে কলকাতায় এসে পড়েছে কোথাও এডমিশন পাচ্ছে না যদি নীলিমা একটা ব্যবস্থা করে দেয় নীলিমার কলেজ এ। মতি প্রানের থেকেও বেশি ভালবাসে নীলিমা কে। স্বপ্নেও ভাবে নি যে নীলিমার তরফ থেকে কিছু আছে।কিন্তু আজকে ঘরে ঢুকেই গোপেশ কে দেখে মদের ঘোরে ছিল কিনা বলে জানিনা, দুম করে সন্দেহ টা মাথায় চেপে বসল মতির। “ আচ্ছা নিলি তো জানে যে আজকে ও মদ খেতে যায়, সেই সুযোগে গোপেশ কে ডাকে নি তো” “ এটা কি আজকেই হল নাকি আগেও হয়েছে? ও তো গত সাত বছর মদ খায় এই দিনেই”।
ছোট টা কেঁদে উঠতেই মতিবাবু উঠে এলেন ভিতরে। কাঁপা হাতে বাচ্চা টা কে নিকে কোলে নিয়ে বুকে চেপে ধরলেন। অদ্ভুত ভাবে বাচ্চা টা কান্না থামিয়ে দিল। মুখ টা দেখে নিয়ে দেখলেন যেন অবিকল শিবার ছোট বেলার মুখ টা। গায়ে কাঁটা দিয়ে উঠল যেন। মনে পড়ে গেল সেদিনের শিবার ছুটে বাড়ি থেকে পালিয়ে যাবার দৃশ্য টা। চোখের জল বাগ মানল না। বাচ্চা টা কে কোলে নিয়ে বুকে চেপে ধরে কেঁদে উঠলেন নিজের ই অজান্তে। পিছন থেকে শিনা দেখল ছেলেকে কোলে নিয়ে শ্বশুর কাঁদছে আর কেঁপে কেঁপে উঠছে ওনার শরীর টা।
সেদিন ছিল রবিবার। ওই দিনে মতিবাবু একটু হলেও মাতাল হতেন। ওই দিনেই নিজের কাহিনী আগে একশ বার শুনিয়েও পুনরার নতুন করে শোনাতেন বন্ধুদের মদ খেয়ে। লোকে আনন্দের বাৎসরিক করে। যেমন বিবাহ বার্ষিকী, জন্মদিন। কিন্তু উনি নিজের দুঃখের সাপ্তাহিকী করতেন ওই রবিবার এ। সকাল থেকেই চলত। মতিবাবুর সংসারে ছিলেন ওনার স্ত্রী নীলিমা, বড় ছেলে শিবা আর ছোট ছেলে জিষ্ণু। বড়ই সুখের সংসার। মতিবাবু সেই ভাবে কিছু কাজ করতেন না, কিন্তু দুই তিনটি কলেজ এ ফিজিক্যাল ট্রেনিং দিয়ে মোটামুটি রোজগার করতেন। নীলিমা দেবী একটি কলেজের শিক্ষক ছিলেন। শত শত ছেলে পিছনে থাকলেও একটি বদরাগী কিন্তু ভীষণ ভাল মনের একটা মানুষ কে নিজের জীবন সঙ্গী করতে দুবার ভাবেনি নীলিমা। বাড়ীর সাথে এক প্রকার ঝগড়া করেই বিয়ে করেছিলেন যে বছর অলিম্পিক থেকে রাজ নিতির শিকার হয়ে ফিরেছিল মতিবাবু। তারপরে কাটিয়ে দিয়েছিলেন দুজনায় হেসে খেলে প্রায় ১৪ বছর। সমস্যা যেমন সব স্বামী স্ত্রীর মধ্যেই থাকে ঠিক তেমনি ওদের মধ্যেও ছিল। না থাকা টাই অস্বাভাবিক। আর ঝামেলা বেশি হত যেদিন মদ খেয়ে আসতেন মতিবাবু। খুব ই বালখিল্য ঝামেলা। নীলিমা মদ খাওয়া সহ্য করতে না পারলেও স্বামীর জন্য ওই দিন ছাড় দিয়েছিলেন। এবং সেটা খুশী মনেই। কিন্তু ওই যত শিক্ষিত যত ভাল মেয়েই হোক না কেন, স্বামীর সাথে একটু ঝগড়া করতে না পারলে খাবার ঠিক হজম হয় না। খুব ভাল করে জানলেও বার বার স্বামীর মুখ দিয়ে স্বিকার করিইয়ে নিতে পছন্দ করে যে স্বামী তাকে কতটা ভালবাসে। বউ মুখ ঝামটা দিচ্ছে আর স্বামী আহা কি সুন্দর বউ আমার ভেবে চুপ করে আছে এটা সব ই বউ দেখতে ভালবাসে। যাই হোক সেদিন মদ খেতে খেতে মতি উঠে এসেছিল একবার ঘর থেকে একটু বীট নুন নিতে। মতি সেই নিয়ে আজকেও আফসোস করে পাগলের মতন। ইসস যদি না আসতাম সেদিন বাড়িতে তবে এত বড় ঘটনা টা ঘটতো না। আক্ষরিক ভাবেই হাত কামড়ায় মতিবাবু। সেদিন এসে বাড়িতে ঢুকেই দেখল বাড়িতে বসে আছে নীলিমার এক পুরনো বন্ধু। তার নাম ছিল গোপেশ তরফদার। নীলিমাই বলেছিল মতি কে যে তরফদার নাকি তাকে বিয়ে করতে চেয়েছিল। এবং তাই নয় নীলিমা যখন মতি কে বিয়ে করার সিদ্ধান্ত নিল তখন গোপেশ অনেক চেষ্টা করেছিল নীলিমা কে আটকাতে। সেই সব গল্প সব স্বামী স্ত্রীর মধ্যেই হয় আর নীলিমাও বলেছিল সেই সব কথা মতি কে। কয়েকদিন ধরে গোপেশ নীলিমার সাথে কলেজ এ দেখা করতে আসে সেটা মতি দেখেছে। নীলিমা অবশ্য বলেছিল মতি কে যে ওর ছোট বোনের ছেলে অসময়ে কলকাতায় এসে পড়েছে কোথাও এডমিশন পাচ্ছে না যদি নীলিমা একটা ব্যবস্থা করে দেয় নীলিমার কলেজ এ। মতি প্রানের থেকেও বেশি ভালবাসে নীলিমা কে। স্বপ্নেও ভাবে নি যে নীলিমার তরফ থেকে কিছু আছে।কিন্তু আজকে ঘরে ঢুকেই গোপেশ কে দেখে মদের ঘোরে ছিল কিনা বলে জানিনা, দুম করে সন্দেহ টা মাথায় চেপে বসল মতির। “ আচ্ছা নিলি তো জানে যে আজকে ও মদ খেতে যায়, সেই সুযোগে গোপেশ কে ডাকে নি তো” “ এটা কি আজকেই হল নাকি আগেও হয়েছে? ও তো গত সাত বছর মদ খায় এই দিনেই”।