15-08-2021, 07:21 PM
(14-08-2021, 08:04 PM)buddy12 Wrote: আমার সবচেয়ে পছন্দের জায়গা-
"এখন তোরা প্রশ্ন করতে পারিস, উদয়ন থাকতেও কি করে সৌরভের প্রেমে পড়লাম। এর কোন উত্তর নেই, হয় না। রবি ঠাকুরের কবিতা
“ ওই যে বাজলো বাঁশি, এখন আমি কি করি?”।
কে যে কি ভাবে ওই বাঁশি শুনবে কেউ জানে না। বিমলা কেন সন্দীপের প্রেমে পড়ে বাইরের আগুনে নিজের ঘর জালাল? শুধু কি বিপ্লবী বক্তৃতায় আর সুন্দর চেহারায়? নিখিলেশের কি কম ছিল? মহেন্দ্র কেন বিনোদিনীর প্রেমে পরেছিল, ঘরে তো অপরুপ সুন্দরী স্ত্রী ছিল? সেই বিখ্যাত বাঙ্গালির স্ত্রী কেন শিশু পুত্র ,স্বামী সংসার ফেলে বেশি বয়েসের বিদেশির সাথে পালিয়ে গেল? প্রাগঐতিহাসিক গল্পের পাঁচি কেন ভিখু , যে তার স্বামী কে হত্যা করেছে তার সাথে পালিয়ে গেল? ‘পদ্মা নদীর মাঝি’ র ওই মেয়েটা কেন হসেন মিয়াঁ র সাথে পালাল? একটি গ্রাম্য ছড়া আছে
ঘর চিকন হয় লেপনে পুছনে,
চাষা চিকন ধানে।
পরপুরুষে নারী চিকন হয়,
নদী চিকন হয় বানে।
এই ‘কেনর’ কোন উত্তর নেই, হয় না। কেউ জানে না, আমিও জানিনা।"
হ্যাঁ। এইটাও খুব ভালো লাগারই কথা। আমরা সবাই এইরকম শুনলে অন্যরকম ভাবি। সমাজ তাই শিকিয়েছে। কিন্তু কিছু করার নেই কারো। জগদীশ গুপ্ত র গল্প পড়বেন। কি প্রচণ্ড আধুনিক বুঝবেন অশেষ ধন্যবাদ