13-08-2021, 03:41 PM
(13-08-2021, 03:24 PM)Sanjay Sen Wrote:one of your best non-erotic story
তবে মনটা ভারাক্রান্ত হয়ে গেলো গল্পটা পড়ে। ঘরে ঘরে আজ এই দৃশ্য দেখতে হয়। যদিও উপায় নেই, এই স্রোতে গা ভাসাতে হবে কারণ এগিয়ে যেতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। অন্তত চেষ্টা তো করতেই হবে এগোনোর।
খুব সুন্দর করে বললে .. আসলে এগিয়ে যাওয়ার অছিলায় শৈশবের অপমৃত্যু ঘটছে সর্বত্র
(13-08-2021, 03:26 PM)Baban Wrote: একদম সঠিক নামকরণ. এইনাহলে বর্তমান সমাজ.. এই না হলে অগ্রগতি.
ছোটবেলা.. নিষ্পাপ খেলধুলা চুলোয় যাক..... আগে পড়াশুনা আর সাফল্য. বাংলা ধীরে ধীরে ভুলে যাক.. আগে তো ইংরেজি ভাষা.... না থাকুক খোলা ছাদ মুক্ত বাতাস... থাকতে শিখুক বদ্ধ ঘরে. আসুক না চোখে চশমা..... তাও তো পড়ে যেতে হবে. যাক না ভুলে হাসতে, নকল হাসি হাসতে শিখতে হবে... গান গাইতে ইচ্ছে না করলে গান গেয়ে যেতে হবে. জিততে হবে.. হারতে মানা... সাফল্য চাই... আরও আরও আরও... এটাই তো সঠিক..এরাই তো মানুষ. এগিয়ে যাওয়ার নাম জীবন আর নয়... এগিয়ে যাওয়ার নাম অগ্রগতি. লড়তে থাকো.... যতই রক্তক্ষরণ হোক.. লড়তে থাকো...
আর একদিন.... সেই নিষ্পাপ জীবিত মানুষটাও হয়ে উঠবে এই সমাজের যোগ্য মানুষ... বাইরে থেকে.. ভেতরে তো মেশিন... এবার তার পালা নিজের সন্তান কে মেশিন বানানোর
বাহ্ খুব সুন্দর করে বললে .. মিতি হয়তো বড় হয়ে এইভাবে বলবে কথাগুলো ..
শৈশবের প্রাণচাঞ্চল্য?
তা কেমন হয়?
আমার কাছে শৈশব এসেছিল,
তবে সুপ্ত ভাবে।
যার বিকাশ হয়নি, অপমৃত্যু ঘটেছে অনেক আগেই
(13-08-2021, 03:34 PM)Bichitravirya Wrote: আপনাকে একটা গোপন কথা বলি। চুপিচুপি শুনবেন। কাউকে বলবেন না। মিতি হলো আমার ভাই। আর সীমা হলো আমি। আমি অনেক আগেই পরাজয় স্বীকার করে নিয়েছি।
এক কথায় এইসব ইংরেজি মিডিয়াম দের ছাত্র/ছাত্রীদের বলা যায় --- জিন্দেগী ঝান্ড বা ফিরবি ঘামান্ড বা।
❤❤❤
আসলে বাংলা মাধ্যমে সরকারি কলেজে পড়ে যে তার সন্তান মানুষ হতে পারে এ কথা আজকাল কোনো অভিভাবক বিশ্বাস করে না।