13-08-2021, 11:01 AM
ঘরে ওদের সবার জন্য কফি করতে করতে জিনিয়ার বেশ গর্ব বোধ হচ্ছিল। কালকে রাতে শিবা যা করে এসেছে ওকে বলেনি। সেটার ব্যবস্থা করবে ও পরে, কিন্তু এতক্ষন যা শুনল তাতে শিবার ওপরে ওর শ্রদ্ধা বেড়ে গেল। একটা মানুষের প্রান বাঁচানোই শুধু নয় একটা পরিবার কে ও রক্ষা করে এসেছে। মনের মধ্যে এই ব্যাপারে শিবার প্রানের ব্যাপারে অনেক অনেক ভয় ঢুকলেও ভেবে দেখল একদিন প্রানের মায়া তুচ্ছ করে জিনিয়া কে শিবা না বাঁচালে তো...... ভয় টা মনের মধ্যেই চেপে নিয়ে কফির কাপ গুলো নিয়ে বেড়িয়ে এলো ডাইনিং এ। সবাই কে দিয়ে নিয়ে বসল শিবার পাশে।
- সচ ভাবিজি, অগর শিবা নে কাল হামে নেহি বাচায়া হতা তো ক্যায়া হ জাতা পাতা নেহি। আপকে কে পতি নে তো হামারি পরিবার কো সব কুছ খোনে সে বাঁচা লিয়া” জিনিয়া কথা টা শুনেই শিবার দিকে তাকিয়ে দেখল। দেখল শিবা লজ্জায় মুখ নামিয়ে বসে আছে। জিনিয়া কে ভাবি বোলাতে আর কেউ খুশী হোক না হোক জিনিয়া সেই জায়গায় নিজেকে বসিয়েই ফেলেছে।
- সচ ভাবিজি, অগর শিবা নে কাল হামে নেহি বাচায়া হতা তো ক্যায়া হ জাতা পাতা নেহি। আপকে কে পতি নে তো হামারি পরিবার কো সব কুছ খোনে সে বাঁচা লিয়া” জিনিয়া কথা টা শুনেই শিবার দিকে তাকিয়ে দেখল। দেখল শিবা লজ্জায় মুখ নামিয়ে বসে আছে। জিনিয়া কে ভাবি বোলাতে আর কেউ খুশী হোক না হোক জিনিয়া সেই জায়গায় নিজেকে বসিয়েই ফেলেছে।