13-08-2021, 10:46 AM
আমিও ছুটলাম তোমাকে ধরতে । যখন আমি তোমার খুব কাছাকাছি তখন তুমি আমার দিকে ঘুরলে …… দুজনে দুজনের চোখে চোখ রেখে হাসছি…মনে হল তুমি চাইছো তোমাকে আমি ধরে ফেলি ….. আমি হাত বাড়ালাম তোমাকে ছুঁতে …… কিন্তু তুমি দুষ্টুমি করে বললে - এত সহজ়ে কেন ধরা দেব ? এদিক ওদিক করতে করতে বালিতে পা আটকে তুমি পড়ে গেলে বা হয়তো ইচ্ছে করেই পড়লে যাতে আমি তোমাকে ধরতে পারি । তুমি বালির উপরে …আমিও টাল সামলাতে না পেরে তোমার বুকের উপরে এসে পড়লাম । আমাকে জড়িয়ে ধরে বললে – এই তো আমার সোনা আমার বুকের মধ্যে …..তোমার চোখে চোখ রেখে দুষ্টুমি ভরা হাসিতে বললাম...হুম…তাই । চাইছিলাম তুমি আমাকে অনেক অনেক আদর করো, কেও কোথাও আছে কিনা বা দেখছে কিনা ভাবার দরকার কি । তুমি আমাকে হঠাৎ ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালে …..আমি কিন্তু বালির ওপর চিৎ হয়ে শুয়ে ভাবছি এই তুমি আমার কপাল , তারপর গলা , তারপর ঠোঁটে চুমুতে চুমুতে ভরিয়ে দিলে , তারপর ……..তোমার ডাকে চোখ খুলে তাকালাম… স্বপ্নে ভরা চোখে তোমার দিকে তাকিয়ে থাকলাম । তুমি হঠাৎ মুঠো করে বালি নিয়ে ছিটিয়ে দিলে আমার উপর । আমির তড়াক করে লাফিয়ে উঠে তোমাকে বালি দিয়ে ঢেকে দিলাম । বাচ্ছা ছেলেমেয়ের মত বালি নিয়ে খেলতে শুরু করলাম।