13-08-2021, 10:44 AM
(This post was last modified: 13-08-2021, 10:45 AM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
স্বপ্ন -২ :
মহুল আমার মহুল সোনা , স্বপ্নে আমি তোমাকে নিয়ে চলে গেছি নাম না জানা কোনো এক সমুদ্রতটে । এখানে মূল সমুদ্রের একটা অংশ বেঁকে ভেতরে ঢুকে এসেছে । তাই সমুদ্র এখানে পুকুরের মত শান্ত । নির্জন তটভূমি…কেউ নেই আশেপাশে… হালকা কুয়াশায় মোড়া নির্জন চাঁদনী রাত…নিঃতরঙ্গ জলে পূর্নিমার চাঁদের প্রতিফলন...ঝির ঝির করে ঝাউগাছে দোলা লাগিয়ে বয়ে চলেছে মৃদু দখিনা বাতাস ……। তুমি আর আমি পূর্ণচন্দ্রের আলো গায়ে মেখে বসে আছি সেই বেলাভূমিতে । তুমি আমার কাঁধে মাথা রেখে আমার হাত নিয়ে খেলা করছো… আমি তোমার কোমল উষ্ণ সান্নিধ্য প্রাণ ভরে অনুভব করছি…মাঝে মাঝে তোমার রেশম কোমল চুলে মুখ ডুবিয়ে বুক ভরে শ্বাস নিতে নিতে ভাবছি…আঃ…কি মিষ্টি…আমার মহুল সোনা । তোমার কানে কানে বললাম –
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প ।।
তুমি আমার কবিতা শুনে খিল খিল করে হেসে উঠে দু’হাতে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালে …তুমি আমার বুকে মুখ লুকিয়ে রেখেই অস্ফুট স্বরে বলেছো…জানি তুমি আমাকে ভালবাস………তারপর আমি তোমার মুখ দুহাতে ধরে তুলে ধরলে তুমি আমার দিকে তাকিয়ে থেকেছো তোমার কাজল কালো চোখের পলক না ফেলে… দু চোখের ভাষায় নীরবে কিছু বলতে চেয়েছো আমায়…তারপর…তারপর…তারপর…তারপর তুমি লাফিয়ে উঠে পড়ে বাচ্ছা মেয়ের মত উচ্ছ্বল আনন্দে বেলাভূমির উপর দিয়ে ছুটতে ছুটতে শুরু করলে ।
মহুল আমার মহুল সোনা , স্বপ্নে আমি তোমাকে নিয়ে চলে গেছি নাম না জানা কোনো এক সমুদ্রতটে । এখানে মূল সমুদ্রের একটা অংশ বেঁকে ভেতরে ঢুকে এসেছে । তাই সমুদ্র এখানে পুকুরের মত শান্ত । নির্জন তটভূমি…কেউ নেই আশেপাশে… হালকা কুয়াশায় মোড়া নির্জন চাঁদনী রাত…নিঃতরঙ্গ জলে পূর্নিমার চাঁদের প্রতিফলন...ঝির ঝির করে ঝাউগাছে দোলা লাগিয়ে বয়ে চলেছে মৃদু দখিনা বাতাস ……। তুমি আর আমি পূর্ণচন্দ্রের আলো গায়ে মেখে বসে আছি সেই বেলাভূমিতে । তুমি আমার কাঁধে মাথা রেখে আমার হাত নিয়ে খেলা করছো… আমি তোমার কোমল উষ্ণ সান্নিধ্য প্রাণ ভরে অনুভব করছি…মাঝে মাঝে তোমার রেশম কোমল চুলে মুখ ডুবিয়ে বুক ভরে শ্বাস নিতে নিতে ভাবছি…আঃ…কি মিষ্টি…আমার মহুল সোনা । তোমার কানে কানে বললাম –
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প ।।
তুমি আমার কবিতা শুনে খিল খিল করে হেসে উঠে দু’হাতে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালে …তুমি আমার বুকে মুখ লুকিয়ে রেখেই অস্ফুট স্বরে বলেছো…জানি তুমি আমাকে ভালবাস………তারপর আমি তোমার মুখ দুহাতে ধরে তুলে ধরলে তুমি আমার দিকে তাকিয়ে থেকেছো তোমার কাজল কালো চোখের পলক না ফেলে… দু চোখের ভাষায় নীরবে কিছু বলতে চেয়েছো আমায়…তারপর…তারপর…তারপর…তারপর তুমি লাফিয়ে উঠে পড়ে বাচ্ছা মেয়ের মত উচ্ছ্বল আনন্দে বেলাভূমির উপর দিয়ে ছুটতে ছুটতে শুরু করলে ।