13-08-2021, 10:41 AM
জানি এটা আমার একান্তই আমার ভাবনা , আমার স্বপ্ন । জানি এ চিঠি কোনো দিনও পৌঁছাবে না তোমার কাছে । তবু তোমাকে আমার আকাশ ভরা ভালবাসার কথা শব্দের আকারে ফুটিয়ে তুলতে না পারলে শান্ত হচ্ছে না মন । তোমাকে ঘিরে দেখা আমার টুকরো টুকরো স্বপ্ন দিবারাত্রি আমাকে তাড়া করে বেড়ায়।
তাই তোমার প্রেমে পাগল এই প্রেমিক লিখতে বসেছে আজব এক প্রেমপত্র । কিন্তু কোথা থেকে শুরু করব নিজেই বুঝতে পারছি না । তোমার কথা লিখতে বসে দেখছি কি কঠিন সেই কাজ । শব্দগুলো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উড়ে উড়ে পালাচ্ছে । কিছুতেই তাদের ধরতে পারছি না । তাই এলোমেলোভাবেই তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো লিখতে চেষ্টা করছি ।
তাই তোমার প্রেমে পাগল এই প্রেমিক লিখতে বসেছে আজব এক প্রেমপত্র । কিন্তু কোথা থেকে শুরু করব নিজেই বুঝতে পারছি না । তোমার কথা লিখতে বসে দেখছি কি কঠিন সেই কাজ । শব্দগুলো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উড়ে উড়ে পালাচ্ছে । কিছুতেই তাদের ধরতে পারছি না । তাই এলোমেলোভাবেই তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো লিখতে চেষ্টা করছি ।