13-08-2021, 10:30 AM
আমি কেপে উঠলাম। ঠোটে আদরের ছোয়া দিলাম। ওর ঘুম ছুটে গেল। ও দুপায়ে আমাকে জড়িয়ে ধরল। আমরা দু’জন কামনার গভীরে প্রবেশ করতে চাইলাম। ও আমাকে আদরে আদরে ক্ষত বিক্ষত করতে লাগল। প্রেমের আবেগে ও আমাকে ওর সর্বস্ব দিতে চাইল। ওর নরম হাত দুটো আমার দু’ চোয়াল ধরে ঠোট চুষতে লাগল। আমি জ্বলে যেতে লাগলাম। নোনতা স্বদে গাল ভরে গেল। ওর শরীরের মিষ্টি গন্ধে আমাকে আবিষ্ট করে তুলল। আমি বুঝতে পারলাম, ও কামনায় চুড়ান্ত পর্যায়ে পৌছাতে চাচ্ছে। আমি নিজেও চাচ্ছি। কিন্তু পারলাম না- আমার সত্যবোধ, সৎচরিত্রবোধ, পবিত্রতাবোধ, আমাকে দমন করে দিল। ওকে আমার বুকের মধ্যে চেপে ধরলাম, ও থর থর করে কাপতে লাগল।
প্রিয় পাঠক, আমার প্রিয়া সোনার দপদপে যৌন শিখায় আমি পুড়ে পুড়ে খাক হয়েছি। ক্ষত বিক্ষত হয়েছি। যন্ত্রনা চেপে ধরেছি। ওর আহবানকে অপমান করেছি।বাহুর বন্ধন কে ছিন্ন করেছি নিষ্টুর কসাইয়ের মত। ওর কষ্ট অনুভব করে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবুও আমার দুষ্ট প্রিয়া সোনাকে আমি নষ্ট করিনি। ওর পবিত্রতার মূলে আমি আঘাত করিনি। মোম শিখার গলনের মত আমি গলে গলে ভিজে গেছি।তবুও আমার সোনাকে আমি অক্ষত রেখেছি। ওর প্রেমকে আমি কলঙ্কিত করিনি। করতে পারিনা। আমার সোনা সুন্দরীর রানী, পাবিত্রতার দিক থেকে ওকে ছোট করতে চাইনি।আমার সেই পবিত্র সোনা, কামনার সোনারানী, দুষ্ট মেয়ে এখন কোথায় তুমি…..ওগো সোনা আমার —-যেখানেই থাক ভাল থাক।
প্রিয় পাঠক, আমার প্রিয়া সোনার দপদপে যৌন শিখায় আমি পুড়ে পুড়ে খাক হয়েছি। ক্ষত বিক্ষত হয়েছি। যন্ত্রনা চেপে ধরেছি। ওর আহবানকে অপমান করেছি।বাহুর বন্ধন কে ছিন্ন করেছি নিষ্টুর কসাইয়ের মত। ওর কষ্ট অনুভব করে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবুও আমার দুষ্ট প্রিয়া সোনাকে আমি নষ্ট করিনি। ওর পবিত্রতার মূলে আমি আঘাত করিনি। মোম শিখার গলনের মত আমি গলে গলে ভিজে গেছি।তবুও আমার সোনাকে আমি অক্ষত রেখেছি। ওর প্রেমকে আমি কলঙ্কিত করিনি। করতে পারিনা। আমার সোনা সুন্দরীর রানী, পাবিত্রতার দিক থেকে ওকে ছোট করতে চাইনি।আমার সেই পবিত্র সোনা, কামনার সোনারানী, দুষ্ট মেয়ে এখন কোথায় তুমি…..ওগো সোনা আমার —-যেখানেই থাক ভাল থাক।