12-08-2021, 05:41 PM
হয়তো ফটোর আমাকে তার ভালো লাগতে পারে । রক্তিমের ক্যাবলা দৃষ্টির সামনে আমাকে চোখ টিপে,মৃদু হেসে,রিনিঝিনি সুরেলা কন্ঠে বলতে পারে , ‘কি মশাই ? তোমারও বুঝি লোভ হচ্ছে ? একটা চাই……?’
এই বলে নিষিদ্ধ ফল আস্বাদন করার মতো টুক করে আমার ফটোতে আলতো একটা চুম্বনও উপহার দিতে পারে । চাই কি , এই ছোট্ট পাপবোধের দুরন্ত আবেগে স্পন্দিত হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে উঠে আসা পাহাড়ি ঝরনার কলকল ধ্বনির মতো ভালবাসার শব্দও শোনাতে পারে আমায় তার নরম হৃদয়ে স্থান দিয়ে ।
পরে হয়তো কোনো এক সময় এইসব কথা ভেবে মহুলের মুখ লজ্জায় লাল হয়ে যাবে । হয়তো ও মনে মনে ভাববে , ‘সত্যিই যদি এমন হত’।ওর গাল আবির রং-এ লজ্জারুণ হবে চোখ বুজে যাবে মদির আবেশে । এইভাবে হয়তো মহুল আমার প্রতি দুর্বল হবে , ক্রমে ক্রমে একদিন আমায় ভালবাসবে ।
এই বলে নিষিদ্ধ ফল আস্বাদন করার মতো টুক করে আমার ফটোতে আলতো একটা চুম্বনও উপহার দিতে পারে । চাই কি , এই ছোট্ট পাপবোধের দুরন্ত আবেগে স্পন্দিত হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে উঠে আসা পাহাড়ি ঝরনার কলকল ধ্বনির মতো ভালবাসার শব্দও শোনাতে পারে আমায় তার নরম হৃদয়ে স্থান দিয়ে ।
পরে হয়তো কোনো এক সময় এইসব কথা ভেবে মহুলের মুখ লজ্জায় লাল হয়ে যাবে । হয়তো ও মনে মনে ভাববে , ‘সত্যিই যদি এমন হত’।ওর গাল আবির রং-এ লজ্জারুণ হবে চোখ বুজে যাবে মদির আবেশে । এইভাবে হয়তো মহুল আমার প্রতি দুর্বল হবে , ক্রমে ক্রমে একদিন আমায় ভালবাসবে ।