12-08-2021, 03:14 PM
(11-08-2021, 07:22 PM)Bichitravirya Wrote: ওসব সম্মান টম্মান বাদ দিন। আমরা এখানে মুখ লুকিয়ে মন খুলে আছি। তাই মন ছুঁলে বুক ছুঁয়ে যায়। আর বুক ছুঁলে তো হৃদয় ধ্বনি ও শোনা যায়। জানেন ! আজকাল এই ধ্বনি কেউ শুনতে চায় না !
❤❤❤
আরে জনাব তা' নয় । আসলে মানুষ এখন অনেক বেশি স-চেতন , বিজ্ঞান-সম্মত চিন্তায় অভ্যস্ত । ''আর বুক ছুঁলে তো হৃদয় ধ্বনি ও শোনা যায়।'' - এ কথায় বিশ্বাসই করে না । হৃদয়ের অস্তিত্ব বুকের ভিতর তাইই মানে না । ওখানে আছে শুধু যাকে বলে - হৃৎপিন্ড হার্ট । - আর যততো লাবডুব লাবডুব সব সঅঅব ওই মস্তিষ্কে । - সালাম ।