12-08-2021, 12:34 PM
স্বপ্নভঙ্গের বেদনা
এক
আমি অনিকেত । আজ আপনাদের এক সযত্ন লালিত স্বপ্নের অপমৃত্যুর কথা শোনাবো । কেউ আমার অলীক স্বপ্নের কথা শুনে হাসবেন না কিন্তু।
সেই দিনটা ছিল কালীপুজোর দিন । আমি আর আমার বন্ধু রক্তিম পায়ে হেঁটে বেরিয়েছি ঠাকুর দেখতে । বাইশ-তেইশ বছরের যৌবনদীপ্ত দুই তরুন । তাই বয়সের দোষে ঠাকুর যত না দেখছি তার থেকে বেশি দেখছি চারপাশের সুন্দরী সব পরীদের । ঘুরতে ঘুরতে আমরা পৌঁছালাম এক স্টুডিয়োর
সামনে । দেখি সেই স্টুডিয়োতে ছবি প্রতি ২৫ % বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে । আমরা দুম করে ঠিক করে ফেললাম ফটো তুলব।
ফটোর আমাকে কিন্তু অপূর্ব লাগছে । দুর্গাপুজোয় করানো লেটেস্ট ডিজাইনের শার্টটা দারুন ম্যাচ করেছে আমার চেহারার সঙ্গে । আর নায়কোচিত হাসির সঙ্গে মেয়ে পটানো স্বপ্নালু চোখ , আঃ ! চমৎকার !
এক
আমি অনিকেত । আজ আপনাদের এক সযত্ন লালিত স্বপ্নের অপমৃত্যুর কথা শোনাবো । কেউ আমার অলীক স্বপ্নের কথা শুনে হাসবেন না কিন্তু।
সেই দিনটা ছিল কালীপুজোর দিন । আমি আর আমার বন্ধু রক্তিম পায়ে হেঁটে বেরিয়েছি ঠাকুর দেখতে । বাইশ-তেইশ বছরের যৌবনদীপ্ত দুই তরুন । তাই বয়সের দোষে ঠাকুর যত না দেখছি তার থেকে বেশি দেখছি চারপাশের সুন্দরী সব পরীদের । ঘুরতে ঘুরতে আমরা পৌঁছালাম এক স্টুডিয়োর
সামনে । দেখি সেই স্টুডিয়োতে ছবি প্রতি ২৫ % বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে । আমরা দুম করে ঠিক করে ফেললাম ফটো তুলব।
ফটোর আমাকে কিন্তু অপূর্ব লাগছে । দুর্গাপুজোয় করানো লেটেস্ট ডিজাইনের শার্টটা দারুন ম্যাচ করেছে আমার চেহারার সঙ্গে । আর নায়কোচিত হাসির সঙ্গে মেয়ে পটানো স্বপ্নালু চোখ , আঃ ! চমৎকার !