12-08-2021, 09:50 AM
আমার সোনাকে নিয়ে যখন মেঘনার উপর উঠলাম, তখন আনন্দে আতœহারা হয়ে গেল।আঙ্গুল দিয়ে নীলা পানি দেখাতে লাগল। রেল সেতু দেখছে, ওর কাছে যেন সব কিছুই একটা ছন্দময় আনন্দ। একবারও ওর মনে হয়নি যে, বাংলাদেশের গোটা পুলিশ প্রশাসন আমাদের খুজে বেড়াচ্ছে। এই মুহুর্তে গাড়ির মধ্যে থেকে একজন এসে বলতে পারে, কোথায় পালাচ্ছ বদমাইয়েশের দল? ঐ হারামীদের জেলে পাঠাও আমি পুলিশের লোক। এই দেখ আমার পরিচয় পত্র। প্রায় সন্ধ্যার কাছাকাছি আমরা নিরপদে সিলেটে পৌছলাম।
সিলেটে পৌছানোর পর নতুন একটা অনুভুতি উপলব্দি করলাম। শহর টাকে মনে হল রক্ষকবচ মায়ের মত। মনে হল যেন, আমি পবিত্র মাটিতে পা দিয়েছি। এই মাটি আমাকে আশ্রয় দেবে। যখন টার্মিনাল থেকে বের হয়ে রাস্তায় আসলাম, তখন হঠাৎ মনে হল আমি বাংলাদেশে নেই, লন্ডন। এখনকার অনেক মানুষ লন্ডন বসবাস করে।বিল্ডিংগুলোও সেরকম ধাচে তৈরী করা। একারনে সিলেটকে বলা হয় বাংলাদেশের লন্ডন। আমি সেই লন্ডনে আমার প্রিয়া সুন্দরীকে নিয়ে হাজির হলাম এদিক ওদিককিছু সময় পরিচিত ভঙ্গিতে ঘোরাঘুরি করলাম অহেতুক ভয় এড়ানোর জন্য। শেষে একটা আবাসিক হোটেলের খোজ করতে লাগলাম।
হোটেল খুজতে আমার জান কয়লা হয়ে গেল। রাস্তায় যাকে জিজ্ঞ্যেস করি, সেইবলে ঐ তো সামনে। একটু আগে, একটু ঘুরে, এই ভাবে। এদিকে আমার সোনার খিদেও পেয়ে গেছে। হাটতে পারছেনা। রিকসা নেব তারও উপয় নেই। দু’মিনিটেই খালি রিকসা চোখে পড়ছে না। শেষে এক বৃদ্ধ বললেন, সামনের ট্রাফিক আইল্যান্ড পার হয়ে বায়ে একটা হোটেল আছে, নাম সূর্যমুখী।
হোটেলের সামনে বেশ চমৎকার একটা ফুলের বাগান। তাজা তাজা ফুল ফুটে আছে।লাইট পড়ে চকচক করছে। ভীড় একটু কম। বুঝলাম এটা বড়লোকদের হোটেল। আমি ম্যানেজারের সাথে কথা বলছি, এই ফাকে নীলা ফুল বাগানের দিকে এগুলো। একটু পরে দেখি আমার সোনা মস্ত একটা তাজা ফুল তুলে বুকে চেপে ধরে গন্ধ নিচ্ছে। আমি বুঝলাম, আমার সোনা এই ভাবে আমাকেও বুকের মাঝে চেপে ধরবে। কোন দিনও কোথাও যেতে দেবে না। আমি এক সপ্তাহের বুকিং দিলাম। হোটেলের খাতায় লিখলাম এম, সঞ্জু, এবং নীলা। ঠিকানা পাচ বাই এক, উত্তরা, ঢাকা। সম্পর্ক-স্বামী-স্ত্রুী। উদ্দেশ্য-হানিমুন। ২০৩ নম্বর লেখা একটা চাবি আমার হাতে দিলেন। সাথে একজন বয় পাঠলেন। ২০৩ নম্বর ঘরের সামনে পৌছালে বয়কে একটা পাঁচশত টাকার নোট দিলাম। বললাম বকশিস।
সিলেটে পৌছানোর পর নতুন একটা অনুভুতি উপলব্দি করলাম। শহর টাকে মনে হল রক্ষকবচ মায়ের মত। মনে হল যেন, আমি পবিত্র মাটিতে পা দিয়েছি। এই মাটি আমাকে আশ্রয় দেবে। যখন টার্মিনাল থেকে বের হয়ে রাস্তায় আসলাম, তখন হঠাৎ মনে হল আমি বাংলাদেশে নেই, লন্ডন। এখনকার অনেক মানুষ লন্ডন বসবাস করে।বিল্ডিংগুলোও সেরকম ধাচে তৈরী করা। একারনে সিলেটকে বলা হয় বাংলাদেশের লন্ডন। আমি সেই লন্ডনে আমার প্রিয়া সুন্দরীকে নিয়ে হাজির হলাম এদিক ওদিককিছু সময় পরিচিত ভঙ্গিতে ঘোরাঘুরি করলাম অহেতুক ভয় এড়ানোর জন্য। শেষে একটা আবাসিক হোটেলের খোজ করতে লাগলাম।
হোটেল খুজতে আমার জান কয়লা হয়ে গেল। রাস্তায় যাকে জিজ্ঞ্যেস করি, সেইবলে ঐ তো সামনে। একটু আগে, একটু ঘুরে, এই ভাবে। এদিকে আমার সোনার খিদেও পেয়ে গেছে। হাটতে পারছেনা। রিকসা নেব তারও উপয় নেই। দু’মিনিটেই খালি রিকসা চোখে পড়ছে না। শেষে এক বৃদ্ধ বললেন, সামনের ট্রাফিক আইল্যান্ড পার হয়ে বায়ে একটা হোটেল আছে, নাম সূর্যমুখী।
হোটেলের সামনে বেশ চমৎকার একটা ফুলের বাগান। তাজা তাজা ফুল ফুটে আছে।লাইট পড়ে চকচক করছে। ভীড় একটু কম। বুঝলাম এটা বড়লোকদের হোটেল। আমি ম্যানেজারের সাথে কথা বলছি, এই ফাকে নীলা ফুল বাগানের দিকে এগুলো। একটু পরে দেখি আমার সোনা মস্ত একটা তাজা ফুল তুলে বুকে চেপে ধরে গন্ধ নিচ্ছে। আমি বুঝলাম, আমার সোনা এই ভাবে আমাকেও বুকের মাঝে চেপে ধরবে। কোন দিনও কোথাও যেতে দেবে না। আমি এক সপ্তাহের বুকিং দিলাম। হোটেলের খাতায় লিখলাম এম, সঞ্জু, এবং নীলা। ঠিকানা পাচ বাই এক, উত্তরা, ঢাকা। সম্পর্ক-স্বামী-স্ত্রুী। উদ্দেশ্য-হানিমুন। ২০৩ নম্বর লেখা একটা চাবি আমার হাতে দিলেন। সাথে একজন বয় পাঠলেন। ২০৩ নম্বর ঘরের সামনে পৌছালে বয়কে একটা পাঁচশত টাকার নোট দিলাম। বললাম বকশিস।