11-08-2021, 05:52 PM
কিন্তু আবার সেই ভয়, কি খাওয়াবে কি ভাবে একটা ভাল জীবন দেবে এই মেয়েটাকে। কারন এটা ও খুব সত্যি যে এই মেয়েটাকেও ততোধিক ভাল জিষ্ণু ও বাসে। আর শিনা সেটা ভাল করেই জানে। শিনা জানে ভালবাসার মানুষের সুখের জন্য তাকেই ছেড়ে দেওয়া, পাগলের মতন ভাল না বাসতে পারলে হয় না। জিষ্ণু কিছু না বলেই উঠে গেছিল জানালার ধারে। দাঁড়িয়েছিলো চুপ করে। আসলে ঘটনার আকস্মিকতায় কিছু টা বিহ্বল ও হয়ে গেছিল ও। কিন্তু বিহ্বলতা মিটে গেছিল যখন শিনা পিছন থেকে এসে জড়িয়ে ধরেছিল জিষ্ণু কে আর পাগলের মতন চুমু খাচ্ছিল জিষ্ণুর ঘেমো পিঠ টা কে।