11-08-2021, 11:03 AM
ঠিক সন্ধ্যায় আমি প্রফেসর সাহেবের বাসায় উপস্থিত হলাম। ভদ্রলোককে দেখে মনে হলো তিনি আমার জন্য রেডি ছিলেন। চোখের চশমা খুলতে খুলতে বললেন বসো।আঙ্গুল দিয়ে সোফা দেখিয়ে দিলেন। আমি বসলাম। ঘরের দেয়ালের দিকে তাকালাম, নানা রঙ্গের ছবি বাধানো। দৃশ্যাবলি, পাহাড়, নদী এই সব ছবি। তিনি বললেন, বল তুমি কি জানতে চাও? আমি বললাম, স্যার, পৃথিবীর এমন কোন জায়গা কি আছে সেখানে সারা জীবনের জন্য পালিয়ে থাকা যায়? কেউ খুজতে যাবে না— আমার প্রশ্ন শুনে হা-বনে গেলেন। তিনি বললেন, সব জায়গায় তো যাওয়া যায়। তা না হলে সেখানে যারা থাকে তারা গেল কি ভাবে? বসতি গড়ল কি ভাবে? আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম যে, স্যার এমন কোন জায়গায় আমি যেতে চাই যেখানে আমাদের খুজতে যেতে পারে কিন্তু খুজে পাবে না, লুকানোর অজশ্র জায়গা থাকবে। প্রফেসর সাহেব খানিকক্ষণ ভাবলেন।তার পর বললেন, এশিয়ার মধ্যে একটাা জায়গার নাম বলতে পারি, এটা ভারত নেপাল সিমান্তে। তাপল্যাং নামক জায়গায়। ওখানে ভারতীয় পুলিশ ও যায় না, নেপালী পুলিশও যায় না। যায়গাটা সাংঘাতিক নিরাপদ। তবে সেখানে পৌছানো খুবই কঠিন।পাহাড়ী উচু নিচু পথ। প্রচন্ড ঠান্ডা বরফ পড়ে। ওখান থেকে সম্ববত নেপালের মধ্য দিয়ে চীনেও যাওয়া যায়। চীনের কিছু পাহাড়ী এলাকা আছে যেখানে তুমি চিরকালের মত লুকিয়ে বসবাস করতে পার। তিনি তাপল্যাং যাওয়ার একটা গাইড লাইন দিলেন। আর এই বিষয় সংক্রান্ত কিছু বইয়েল নাম লিখে দিলেন যাতে আমি নিজে পড়ে সে সব যায়গায় যেতে পারি। প্রফেসর সাহেব আমার প্রশ্ন শুনে প্রথমে ভেবেছিলেন আমি খুন টুন করেছি কিনা? পরে আমি সত্য কথা বললে সামান্য হেসে স্বাগত জানালেন। আমাদের সুখী জীবন কামনা করলেন। চলে আসার সময় তাঁকে ইনফরমেশন ফি বাবদ দুটো কচকচে পাঁচশত টাকার বের করে দিলাম। তিনি নিতে চাননি। আমি জোর করেদিলাম। দ্রুত ব্যাগ বই পত্র গুছিয়ে আমি একঘন্টার মধে হোটেলে উঠলাম। কলিংবেল টিপতেই নীলা দরজা খুলে দিল। দেরির জন্য কিছু কপট রাগ দেখাল। তাতে ওর সৌন্দর্য বেড়ে গেল দ্বিগুন। আমি রাগ কমানোর জন্য জড়িয়ে ধরে হালকা আদর করলাম। চুলের মধ্যে আঙ্গুল চালিয়ে ক্ষমা প্রার্থনা করলাম। ভেবেছিলাম– মা-বাবাকে ফেলে এসে নীলা খুব ভেঙ্গে পড়বে। হয়তো কান্না কাটি করবে। আমাকে দোষারোপ করবে। ফিরে যেতে চাইবে। তার কোনটিই করলনা। বরং কিছু পরে খুব আনন্দেও ফেটে পড়ল। জামা কাপড় বই দেখে নেচে উঠল। এত সব কেন? আমি বললাম, রাজকন্যার জন্য এসব তো লাগবে। সেদিন রাতটা কেটেছিল অনেকটা চিন্তামুক্ত ভাবে।আগের দিনের মতো ভয়ে ভয়ে নয়। সেদিন বেছে বেছে চকৎকার একটা স্কাট পরল ও। পয়ে দিল কেডস। এর পর আমরা রাতের খাবার খেতে গেলাম। নিকটেই একটা খাবার হোটেল পেলাম। বেশ পরিস্কার পরিচ্ছন্ন ফিট ফাট। পছন্দ মত খাবার খেলাম। আমি কিছুটা কম খেতে চাইলে নীলা রাগ করল। বলল, তুমি কি টাকা বাচাচ্ছ কম খেয়ে? আমি কিছু বললাম না। নীলা বলল, যে টাকা আমি এনেছি আগামী ছয় বছর যদি আমরা দু’জন প্রজাপতির মত উড়ে উড়ে বেড়ায় আর প্রথম শ্রেণী হোটেলে থাকি আর খাই তবুও ফুরাবে না। এখন ভাল করে খাও। টাকার চিন্তা তোমাকে করতে হবে না। ছয় বছর কম সময় নয়, এর মধ্যে কিছু একটা উপায় হবে। বার বছর বয়সের একটা মেয়ের এই ধরণের পাকা পাকা কথায় আমি না হেসে পারলাম না। খেয়ে দেয়ে হোটেলে ঢুকলাম।ম্যানেজারকে একটা গিফট দিলাম। বললাম, আমরা এই হোটেলে আছি বাবা শুনেছেন, তাঁর পক্ষ থেকে আপনার উপহার, যেন আপনি আমাদের দিকে খেয়াল রাখেন- এই আর কি!ম্যানেজার গলে গেলেন যেন। কোন অসুবিধা হবে না এই বাক্যটি অন্তত দশ বার বললেন। আরও বললাম, বাবা হয়ত আপনার কাছে টেলিফোন করতে পারেন, খেয়াল রাখবেন।ম্যানেজার ঘাড় নাড়লেন। রুমে ঢুকেই নীলা বইয়ের উপর হামলে পড়ল। রুপ চর্চার বইদেখে থ হয়ে গেল। আরও রূপ চাই? আমি হাসলাম। একটু বিশ্রাম নিয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনায় মেতে উঠলাম। তাপল্যাং এর কথা শুনে নীলা আনন্দে আটখানা হয়ে গেল।মাউন্ট এভারেষ্ট, সাদা সাদা বরফে ঢাকা পাহাড়, গাছ- সব যেন ওর চোখের তারায় ভেসে উঠল। আমি বললাম, নীলা, এত আনন্দ করো না এখনও আনন্দের সময় আসেনি। আগে একটা নিরাপদ দূরত্বে অবস্থান করা দরকার। পাসপোর্ট অফিসে যাওয়া দরকার। কাল এক ঘন্টার মধ্যে পাসপোর্ট বের করতে হবে। দেখতে দেখতে রাত এগারটাা বেজে গেল।নীলা হাই তুলছে দু’হাত উচু করে। এই সময় ওর বুকের উপর থেকে উড়না সরে গেল।আমি দেখলাম লোভী চোখে। ও একটু হাসল। ঠোট চেপে মুখ নীচু করে বলল, এ্যাই, তুমি গোপনে এসব দেখ নাকি? আমি বললাম, কি-কি দেখি? কিছু না বলে ও পালাতে গেল।আমি পালাতে দিলাম না। দু’হাতে জোরে এটে ধরলাম। জিজ্ঞাসা করলাম, বল না সোনা- আমি তোমার কি দেখি? আমার সোনা লজ্জায় মরে গেল যেন। দু’হাতে মুখ এটে ধরে বলল, বলব না, বলব না। ছাড়, ছাড় কেউ দেখে ফেলবে। আমি আরও জরে এসে ধরলাম বুকের মধ্যে। ওর শরীরের উষ্ণু স্পর্শ আমার বুকে লেগে পাগল করে তুলল। থুতনি ধরে মুখ উচু করে ঠোটে চুমু খেলাম। অজশ্র আদর করলাম। আমার আদরে ও অতিষ্ট হয়ে উম্ উম্ শব্দ করতে লাগল। জড়িয়ে ধরে থাকলাম অনেক্ষণ। আর পালাতে পারলো না আমার সোনা। আমার অজশ্র আদরে ও গলে গেল। কত সময় আমি ওকে বুকের ভিতর জড়িয়ে ধরেছিলাম ঠিক খেয়াল নেই। ডুবে ছিলাম দু’জন দু’জনার আদরের সাগরে। সেদিন আমার প্রিয়া সোনার রূপ দেখে আমি পাগল হয়েছিলাম, ওর রূপ সুধা চুষে খেয়েছিলাম।আমি বুঝতে পারলাম, ওর ঘুম ছুটে গেছে। যে কামনার ঝড় ওর শরীরে বয়ে চলেছে তার চুড়ান্ত নিস্পতি না হওয়া পর্যন্ত ঘুমাতে পাবে না।