09-08-2021, 04:38 PM
খেয়ে দেয়ে জিনিয়া চুল আঁচড়াচ্ছিল বড় আয়নাটার সামনে। শিবা সোফা তে বসেছিল। আর ভাবছিল কতদিন এই রকম জীবন আর চলতে পারে। এবারে এসবের একটা সেশ হওয়া প্রয়োজন। নিজের জায়গা ছেড়ে সব ছেড়ে এই বিভূঁই এ পড়ে থাকা ওর ভাল লাগে না।ঠিক সেই সময়েই ও দেখল ম্যাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রেশমের মতন ঘন লাল চুল আঁচড়াচ্ছে। চোখ টা যেন আটকে গেল। এতো সুন্দর ও কি কেউ হতে পারে? কেমন একটা অপরাধ বোধ কাজ করছে শিবার মনে। দেখতে চাইছে না কিন্তু না দেখে থাকতেও পারছে না শিবা। শরীরের উত্তেজনা টা টের পেল শিবা সহসা। বুঝতে পারল এ বড় ভয়ঙ্কর টান। কোন সুন্দরী মহিলা নিজের লম্বা চুল আয়নার সামনে আঁচড়াচ্ছে আর সেটা দেখে কোন পুরুষ বিভ্রান্ত হয় নি এ ঘটনা ঘটে না বললেই চলে। শিবার ক্ষেত্রেও ব্যেতিক্রম হল না।বড় অস্বস্তি হচ্ছে শিবার। একে তো ম্যাম। তারপরে শিবার কাছে বিপদে পড়ে আশ্রয় নিয়েছে। শিবা কেমন করে এই সব খারাপ ভাবতে পারে? শিবা যতই নিজেকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে ততই যেন আর পাকের দলদলে ঢুকে চলেছে। জিনিয়ার মনে হয় সেই রূপ যে রূপ দিয়ে পুরাকালে অপ্সরী রা মুনি ঋষি দেড় ধ্যান ভাঙ্গাত। আর শিবা তো একজন জীবন যুদ্ধে ঘা খাওয়া একজন পুরুষ মাত্র। এদিক ওদিক করে শিবা ঘরে ঢুকেই পড়ল। জিনিয়া দেখেই বুঝল যে কিছু তো একটা ব্যাপার যার জন্য শিবার ঘরে আগমন। জিনিয়ার শিবা কে দেখলেই মনে পড়ে যায় ছোটবেলায় শিবা কে মার দেওয়া টা। লজ্জা ও লাগে। মাঝে মাঝে ভয় ও পায়। কি জানি মানুষের মন কোনদিন হয়ত বলল অনেক মেরেছেন আপনি আমাকে আজকে আমি দি দুই ঘা। যা নমুনা দেখেছে জিনিয়া শিবার মার দেবার, বড় বড় লড়ুয়েও ভয় পাবে। জিনিয়ার চুল আঁচড়ানো হয়েই গেছিল। সুন্দর ঘন লম্বা চুল টা একটা ক্লিপ দিয়ে পিছনে বেঁধে শিবার দিকে তাকাল।
- কি রে কিছু বলবি? তুই কিন্তু রেস্ট কম নিচ্ছিস শিবা” শিবা হাসল। উত্তর তো পাওয়া যায় না বললেই চলে। বসল ঘরের মধ্যে রাখা একটা সোফা তে। “ তোকে কতবার বলেছি এই ঘরে এ সি আছে এইখানে তুই ঘুমস। তুই তো শুনিস না আমার কথা” জিনিয়ার কথায় শিবা তাকিয়ে হেসে ফেলল। বলল “ যবে থেকে আপনি এসেছেন ম্যাম তবে থেকে আমি ঘুমই, না হলে ঘুমতাম কোথায়? একটা বোঝা বয়ে বেরাতাম অনবরত। মেয়েটা আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেত আমার কোলে”।
- মেয়েটা তোর একার না আমার ও” পাপির কপালে হাত রেখে কথা টা বলেই জিনিয়া শিবার দিকে তাকাল। বুঝিয়ে দিল শিবা কে যে মেয়ের ব্যাপারে ততটাই পসেসিভ যতটা শিবা। ওই মেয়ের জন্য যতটা শিবা করতে পারে জিনিয়াও পারবে করতে। শিবা আর কিছু বলতে সাহস পেল না জিনিয়া কে। কারন ম্যাম এর চোখে পাপির জন্য সেই মাতৃ সুলভ বুনো অথচ ভীষণ আদ্র ব্যাপার টা দেখতেই পেল। শিবা কোন কথা না বলে চলে যেতে পিছন ফিরতেই জিনিয়া শিবার হাত টা ধরে বলল- “ কি হয়েছে? আমাকে বল? জানি আমার ওপরে তুই রেগে আছিস। আমি এই ভাবে তোর সাথে আছি বলে” জিনিয়া ইচ্ছে করেই শিবা কে আঘাত করল। ও শুনতে চাইছিল শিবার সেই কথাটা। দেখতে চাইছিল একটা বাজে কথাতে শিবার রেগে যাওয়া। শিবা চেয়ে রইল জিনিয়ার দিকে। কত বড় কথা বলল ম্যাম নিজের জানেন না হয়ত। শিবা যে কি পরিমান নিশ্চিন্ত সেটা যদি ম্যাম কে বঝাতে পারত ও। কোন কথাই বলল না শিবা। জিনিয়া শিবার চোখ দেখে বুঝে গেল কত টা আঘাত ও শিবা কে দিল। ও শিবার হাত ধরে বিছানায় বসাল।
- কি রে কিছু বলবি? তুই কিন্তু রেস্ট কম নিচ্ছিস শিবা” শিবা হাসল। উত্তর তো পাওয়া যায় না বললেই চলে। বসল ঘরের মধ্যে রাখা একটা সোফা তে। “ তোকে কতবার বলেছি এই ঘরে এ সি আছে এইখানে তুই ঘুমস। তুই তো শুনিস না আমার কথা” জিনিয়ার কথায় শিবা তাকিয়ে হেসে ফেলল। বলল “ যবে থেকে আপনি এসেছেন ম্যাম তবে থেকে আমি ঘুমই, না হলে ঘুমতাম কোথায়? একটা বোঝা বয়ে বেরাতাম অনবরত। মেয়েটা আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেত আমার কোলে”।
- মেয়েটা তোর একার না আমার ও” পাপির কপালে হাত রেখে কথা টা বলেই জিনিয়া শিবার দিকে তাকাল। বুঝিয়ে দিল শিবা কে যে মেয়ের ব্যাপারে ততটাই পসেসিভ যতটা শিবা। ওই মেয়ের জন্য যতটা শিবা করতে পারে জিনিয়াও পারবে করতে। শিবা আর কিছু বলতে সাহস পেল না জিনিয়া কে। কারন ম্যাম এর চোখে পাপির জন্য সেই মাতৃ সুলভ বুনো অথচ ভীষণ আদ্র ব্যাপার টা দেখতেই পেল। শিবা কোন কথা না বলে চলে যেতে পিছন ফিরতেই জিনিয়া শিবার হাত টা ধরে বলল- “ কি হয়েছে? আমাকে বল? জানি আমার ওপরে তুই রেগে আছিস। আমি এই ভাবে তোর সাথে আছি বলে” জিনিয়া ইচ্ছে করেই শিবা কে আঘাত করল। ও শুনতে চাইছিল শিবার সেই কথাটা। দেখতে চাইছিল একটা বাজে কথাতে শিবার রেগে যাওয়া। শিবা চেয়ে রইল জিনিয়ার দিকে। কত বড় কথা বলল ম্যাম নিজের জানেন না হয়ত। শিবা যে কি পরিমান নিশ্চিন্ত সেটা যদি ম্যাম কে বঝাতে পারত ও। কোন কথাই বলল না শিবা। জিনিয়া শিবার চোখ দেখে বুঝে গেল কত টা আঘাত ও শিবা কে দিল। ও শিবার হাত ধরে বিছানায় বসাল।