09-08-2021, 04:36 PM
যতই হোক পুরুষ তো। হোটেলে রান্না করতে করতে কালকে রাতে ম্যাম এর বুকে কাঁদা টা ভেবে লজ্জা পেলেও, ম্যাম এর শরীর থেকে যে মিষ্টি গন্ধ টা আসছিল সেটা ভেবে কেমন যেন একটু হয়ে গেল। টলে গেল বেশ ভালরকম। কেমন যেন সব সময় ই দেখতে ইচ্ছে করে। কি রে বাবা। এমনি কেন হচ্ছে কে জানে। বার বার মনে পড়ছিল রাতে পাপির পাশে শুয়ে থাকা ম্যাম এর ভীষণ সুন্দর মুখটার কথা। ধুস কোন তুলনাতেই আসে না। নেহাত ম্যাম এর এখন খারাপ সময় চলছে তাই না শিবার মতন একজন এর সাথে বাধ্য হয়ে আছেন। নাহ শিবা আর এসব ভাববে না। সুধু ভয় পাপি কে নিয়ে। ম্যাম যদি চলে যান শিবার যন্ত্রণা শিবা ম্যানেজ করে নেবে কিন্তু পাপি কি নিতে পারবে ওই ছোট্ট দুর্বল হৃদয়ে এতো বড় যন্ত্রণা নিতে?
ধুর ভাল লাগে না। কি যে করে না ছেলেটা? একটু তাড়াতাড়ি আস্তেও পারে না। পুরুষ গুলই এমনি হয়। নাই বা হলাম তোর বউ রে বাবা তা বলে তাড়াতাড়ি বাড়ি আসবি না? সারাদিন কাজ করতে দাও করবে। বাড়িতে একটু সময় কাটাতে বল কাটাবে না। নাই বা দিলি ভাও। তা বলে একটু দেখে মনের আশ মেটাই সেটাতেও তোর আপত্তি? কালকে রাতে বেশ কি সুন্দর লাগছিল অম্নি একটা দুর্দান্ত লড়ুয়ে কে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে ধরে রাখতে।নিজের বাহুর দিকে তাকিয়ে দেখল শিবার শক্ত করে ধরে থাকার ছিহ্ন রয়েছে হালকা নিজের দুধ সাদা দুই বাহুর ওপরে। ঘুমন্ত মেয়েটাকে কে নিজের বুকের কাছে টেনে নিয়ে জিনিয়া ভাবতে লাগলো এই সব সাত পাঁচ ভুল ভাল জিনিস। মাঝে মাঝেই মেয়েটা কে দেখছে আর ভাবছে “ এই দুষ্টু টা আমার অংশ জাত না হয়ে হতেই পারে না, এ আমারি” বলে আর টেনে নিচ্ছে কাছে নিজের। যেন ছাড়বে না। আর দুষ্টু টা কেমন মিশে যাচ্ছে জিনির বুকের সাথে। এ যেন খেলাসাথির সব থেকে প্রিয় খেলনা টা। মাঝে মাঝেই পাপি হেসে উঠছে। মুখের মিষ্টি হাসি টা জেগে উঠেই মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝেই কান্না মতন মুখ টা হয়ে যাচ্ছে পাপির। তখন যেন আর কাছে আসছে সরে জিনিয়ার। হি হি, দুষ্টু টা স্বপ্ন দেখছে। কলিং বেল বাজতেই পাপির কপালে চুমু খেয়ে তড়াক করে উঠে পড়ল জিনি। এক ছুটে গিয়ে দরজা খুলেই দেখে নিল ঘামে ভেজা শিবার মুখ খানা। শিবা ও যেন অপেক্ষা করছিল চাঁদের মতন মুখ টা দেখার জন্য। জিনি হেসে দরজা বন্ধ করে রোজকার মতন ওকে গ্লুকোজ দিয়ে গ্লাস টা নিয়ে খাবার বাড়তে থাকল। অপেক্ষা করছিল কখন শিবা খালি গায়ে এসে গা মুছবে।
ধুর ভাল লাগে না। কি যে করে না ছেলেটা? একটু তাড়াতাড়ি আস্তেও পারে না। পুরুষ গুলই এমনি হয়। নাই বা হলাম তোর বউ রে বাবা তা বলে তাড়াতাড়ি বাড়ি আসবি না? সারাদিন কাজ করতে দাও করবে। বাড়িতে একটু সময় কাটাতে বল কাটাবে না। নাই বা দিলি ভাও। তা বলে একটু দেখে মনের আশ মেটাই সেটাতেও তোর আপত্তি? কালকে রাতে বেশ কি সুন্দর লাগছিল অম্নি একটা দুর্দান্ত লড়ুয়ে কে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে ধরে রাখতে।নিজের বাহুর দিকে তাকিয়ে দেখল শিবার শক্ত করে ধরে থাকার ছিহ্ন রয়েছে হালকা নিজের দুধ সাদা দুই বাহুর ওপরে। ঘুমন্ত মেয়েটাকে কে নিজের বুকের কাছে টেনে নিয়ে জিনিয়া ভাবতে লাগলো এই সব সাত পাঁচ ভুল ভাল জিনিস। মাঝে মাঝেই মেয়েটা কে দেখছে আর ভাবছে “ এই দুষ্টু টা আমার অংশ জাত না হয়ে হতেই পারে না, এ আমারি” বলে আর টেনে নিচ্ছে কাছে নিজের। যেন ছাড়বে না। আর দুষ্টু টা কেমন মিশে যাচ্ছে জিনির বুকের সাথে। এ যেন খেলাসাথির সব থেকে প্রিয় খেলনা টা। মাঝে মাঝেই পাপি হেসে উঠছে। মুখের মিষ্টি হাসি টা জেগে উঠেই মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝেই কান্না মতন মুখ টা হয়ে যাচ্ছে পাপির। তখন যেন আর কাছে আসছে সরে জিনিয়ার। হি হি, দুষ্টু টা স্বপ্ন দেখছে। কলিং বেল বাজতেই পাপির কপালে চুমু খেয়ে তড়াক করে উঠে পড়ল জিনি। এক ছুটে গিয়ে দরজা খুলেই দেখে নিল ঘামে ভেজা শিবার মুখ খানা। শিবা ও যেন অপেক্ষা করছিল চাঁদের মতন মুখ টা দেখার জন্য। জিনি হেসে দরজা বন্ধ করে রোজকার মতন ওকে গ্লুকোজ দিয়ে গ্লাস টা নিয়ে খাবার বাড়তে থাকল। অপেক্ষা করছিল কখন শিবা খালি গায়ে এসে গা মুছবে।