09-08-2021, 04:35 PM
কি হল তুমি ওকে দুধ খাওয়াচ্ছ কেন? জিষ্ণুর কথায় শিনা বলে উঠল “ দুধ ই তো ভাল, আমি তুমি বড় হয়েছি দুধ খেয়েই”। জিষ্ণু রেগে গেল, উঠে এসে শিনার হাত টা ধরে বলল – ছেলের ল্যাকটোজেন কথায় গেল” ? শিনা উত্তর না দিয়ে চুপচাপ খাওয়াতে লাগলো ছেলেকে। জিষ্ণু অধৈর্য হয়ে একটু জোড় গলায় বলল “ কি হল কথা কানে যাচ্ছে না তোমার”? শিনা তাকাতেই জিষ্ণু দেখল শিনা কাঁদছে। শিনা কেও জিষ্ণু চেনে। ও বুঝে গেল ছেলের খাবারে কোপ বসিয়েছে শিনা জিষ্ণুর লড়াই এর টাকা জোগাড় করতে। ও শিনা কে বুকে টেনে নিল। দুজনাই কেঁদে উঠল একে অপর কে জড়িয়ে ধরে। আর শিনার কোলে থাকা বাচ্চা টা না জানি কেন খিলখিলিয়ে হেসে উঠল ওদের কান্না কে উপহাস করে।