09-08-2021, 03:12 PM
তারপর শম্পার মনে ভেসে উঠল সেই দিনটার কথা যেদিন সে নিঃসংকোচে নিজের কুমারী দেহটা দীপঙ্করের হাতে তুলে দিয়ে পূর্ণ নারীতে পরিণত হয়েছিল । এখনও সেই দিনটার কথা মনে পড়লে শম্পার দেহে কাঁটা দেয় । মনের সঙ্গে দেহটাও আলোড়িত হয়ে ওঠে । সেই দিনটা ছিল ঠিক দুর্গা পুজোর দিন পনেরো আগের একটা দিন । সেদিন ইতিহাস আর ভূগোল ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরা একসঙ্গে নদীয়া জেলায় নবদ্বীপের কাছে মায়াপুর বেড়াতে গিয়েছিল ।
আগে থেকেই ঠিক করা ছিল যাওয়ার দিন ভোরবেলায় ৫ টা ২৫ –এর কাটোয়া লোকাল ধরে নবদ্বীপে নামা হবে । সেই মত দীপঙ্কর শম্পাকে তার বাড়ী থেকে ট্যাক্সিতে তুলে নিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল । ট্যাক্সিতে যেতে যেতে শম্পা বলে উঠল – দীপ আজ তোমার সঙ্গে সারা দিন-রাত কাটাব এটা ভেবেই রোমাঞ্চিত হয়ে পড়ছি । শম্পা দীপঙ্করের একবারে গা ঘেঁষে বসে তার একটা হাত ধরে বলে
-দীপ আজ তোমার আনন্দ হচ্ছে না ?
দীপ শম্পার হাতের ওপর তার অপর হাতটা রেখে বলে - আমার হৃদয়েশ্বরী সঙ্গে থাকলে যে কোন স্থানই আমার কাছে স্বর্গ ।
-থাক । অত আর আদিখ্যেতা করতে হবে না ।
-সত্যি বলছি । বিশ্বাস না হলে আমার বুকে কান দিয়ে আমার হৃদস্পন্দন শোন তাহলে বুঝবে আমার হৃদয় শুধু শম্পা নামটাই জপ করছে ।
আগে থেকেই ঠিক করা ছিল যাওয়ার দিন ভোরবেলায় ৫ টা ২৫ –এর কাটোয়া লোকাল ধরে নবদ্বীপে নামা হবে । সেই মত দীপঙ্কর শম্পাকে তার বাড়ী থেকে ট্যাক্সিতে তুলে নিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল । ট্যাক্সিতে যেতে যেতে শম্পা বলে উঠল – দীপ আজ তোমার সঙ্গে সারা দিন-রাত কাটাব এটা ভেবেই রোমাঞ্চিত হয়ে পড়ছি । শম্পা দীপঙ্করের একবারে গা ঘেঁষে বসে তার একটা হাত ধরে বলে
-দীপ আজ তোমার আনন্দ হচ্ছে না ?
দীপ শম্পার হাতের ওপর তার অপর হাতটা রেখে বলে - আমার হৃদয়েশ্বরী সঙ্গে থাকলে যে কোন স্থানই আমার কাছে স্বর্গ ।
-থাক । অত আর আদিখ্যেতা করতে হবে না ।
-সত্যি বলছি । বিশ্বাস না হলে আমার বুকে কান দিয়ে আমার হৃদস্পন্দন শোন তাহলে বুঝবে আমার হৃদয় শুধু শম্পা নামটাই জপ করছে ।