08-08-2021, 10:01 PM
"রঘু এইই রঘু যাও দৌড়ে দুধ তা নিয়ে এস , কয়েন টেবিলে রাখা আছে ৪:৩০ বাজলো তো??" আর ফেরার সময় ফুলির কাছে দেখে নিয় ভালো বেগুন আছে কিনা !" বড়লোকেরা গোয়্লার থেকে দুধ নেয়না , মেশিনে কয়েন দিলেই দুধ বের হয় ৷ তড়িঘড়ি করে রঘু দুধের ক্যান নিয়ে বেরিয়ে যায় ৷ সামনেই হসপিটাল রোডের ব্যাকেই বিশাল মাদার ডায়রি ৷ ডেয়ারী যে সিখ্হিত লোকে বলে তা রঘুর জানা নেই সে মাদার ডায়রি বলেই জানে ৷ দুধ নিয়ে ফুলির দোকানে আসতেই ফুলি বলে ওঠে " বলি অ নতুন বাবু তুই কি সবজির জন্য অন্যু দুকানে যাস নাকি ? আমার দুকান কি পছন্দ লয় ?" ফুলি এমন করেই সবার সাথে মজা করে ৷ রগু লজ্জা পেয়ে দুধ,বেগুন নিয়ে রিটা ম্যাডাম কে দিতে যায় ৷ রিটা মাদাম খুব বকা ঝকা দিলেও মন ভালো , রোজ কাস্টার্ড, পুডিং খেতে দেয় ৷ রঘু এসব খায় নি কোনো দিন ৷ তবুও তার বেশ লাগে ৷ ঘরে ঢুকে পর্দার আড়ালে বিকাশ রায় কে দেখতে পায় ৷ এই বিকাশ রায় লোকটা বিকাস রায়েরই মত ৷ মিত্র বাবু ভালো মানুষ ৷ মিত্র বাবু না থাকলে মাঝে মাঝেই বিকাশ রায় রঙিন বোতল নিয়ে আসে , আর অনেক রাত পর্যন্ত বিলিতি মদ খায় ৷ রঘুর রিটা মাম কে দেখলে মায়া হয় ৷ দুগ্গা প্রতিমার মতি সুন্দর শরীর , ঠিক যেন সোনা ঠিকরে বেরুচ্ছে ৷ গায়ের পাস দিয়ে গেলেই ফুর ফুর করে কি যে গন্ধ বেরয় তা রঘু জানে না ৷ কিন্তু সুন্দরগন্ধে রঘুর চোখ জুড়িয়ে আসে ৷ সার্ভেন্ট দের থাকার জায়গা নিচে ৷ সেখানেই রঘু রোজ রাত ১২ টা তে চলে আসে ৷ বিকাশ রায় এক গাল হাঁসি বার করে বলতে থাকে " রিটা বৌদি তোমার চা আর পাকোড়ার তুলনা হয় না ৷ " রঘু রান্না ঘরে দুধ আর বেগুন রেখে বাড়িয়ে আসে ৷ মাথা নিচু করে দিদিমনি কে বলে " দিদিমনি আমি নিচে যাচ্ছি মামার কাছে আপনার কিছু দরকার হলে রামদিন কে ফোনে করে দেবেন " ৷ রিটা কিছু বলে না ৷ সারা দিন ছেলেটা বাধুক হয়ে অনেক কাজ করে ৷ আর ১২০০ টাকা কি বা এমন মাইনে ৷ গরিব এরা তাই রিটার বেশ মায়া হয় মনে মনে ৷ রঘু জানে বিকাশ রায় এবার চা খেয়ে কিছু ক্ষণ পরেই রিটা ম্যাডাম এর শরীরে হাথ দেওয়ার চেষ্টা করবে ৷ গত দু সপ্তাহ ধরে ওহ এই একই জিনিস দেখে যাচ্ছে ৷ প্রথমে কৌতুহল হলেও এখন তার এসব ভালো লাগে না ৷ মামের পাশে লোকটাকে ফস্টি নস্টি করতে দেখলেই রাগে গা জ্বলে যায় ৷ রঘু আরো আশ্চর্য হয়ে যায় রিটা ম্যাম কিছু বলে না কেন বিকাশ কে ৷