08-08-2021, 10:00 PM
বড়লোক
রঘু এত বড় ফ্লাট বাড়ি আগে দেখেনি গ্রাম থেকে এসেছে কাকার হাথ ধরে৷ অখিল গীতাঞ্জলি এনক্লেভে মালির কাজ করে এখানে প্রায় ২০০ বড়লোক বাবুরা থাকেন ৷ প্রত্যেকে ৩০ টাকা করে দেন মাসকাবারি ৷ তাতেই অখিলের পেট চলে ৷ এসসিয়েসান গাছ , লতা পাতা টব এনে দেয় ৷ যন্তরপাতি অখিলের আছে দু সেট ৷ কিন্তু ইদানিং কাজ বেড়ে গেছে৷ কিছু কিছু বাবুদের ফাই ফরমাস খেটে দিতে হয় ৷ অখিলের বড় বোনের ছেলে রঘু ২১ বছরের তরতাজা যুবক ৷ মাধ্যমিক কোনো রকমে খুড়িয়ে পাস করেছিল কিন্তু ৬ ক্লাসের জ্ঞান নেই তার ৷ সামনেই শহরের মস্ত বড় ফ্লাই ওভার ৷ আর এই জায়গা থেকে ব্যস্ত শহর কে নদীর ওপারে দেখতে বেশ লাগে ৷ হাঁটু মুড়ে বসে পার্কে সুখটান দেয় অখিল ৷ এ সহরে তার পাক্কা ২০ বছর হলো ৷ শহরের আনাচে কানাচে কি আছে অখিলের জানা ৷ বড়দিদি অনেক দিন থেকেই সুপারিশ করে তার ছেলে রঘুকে কোনো কাজে কম্মে ঢুকিয়ে দিতে ৷ মিত্র সাহেব না বললে হয়ত সুযোগ জুটত না ৷ মিত্র সাহেব শহর ছেড়ে বিদেশে যাচ্ছেন অফিসের কাজে ৷ তাই তার বাড়িতে বাজার হাট করার, বিল জমা দেওয়ার লোক চাই ৷ রিটা ম্যাম খুব আয়েশী আর বড়লোক ঘরের মেয়ে ৷ বাজারে তিনি কোনো দিনই যান না ৷ সোনার মত তার শরীর ৷ দেখতে যেন নায়িকা গোছের ৷ কিন্তু তার যৌবন যেন সূর্য পশ্চিমেহেলে যাওয়ার মত ৷ আলো অনেক কিন্তু বিকেলের জানান দেয় ৷ মিত্র সাহেব অখিল কে ভালোবসেন , মাঝে মাঝে অখিল কে বিদেশী সিগারেট খেতে দেন ৷ আর সাহেবের গ্রামের বাড়ি নাকি বাউলিয়া তে ৷ তাই বন হুগলির ঘাট আর বাউলিয়া পাশা পাশি ৷ অখিল মিত্র সাহেবের ফাই ফরমাস খেতে দেয় ৷ রামদিন গীতাঞ্জলির চৌকিদার ৷ ওর পোশাক খানা খাসা ৷ একে বারে রাজবাড়ি দের মত পাকানো গোঁফ , মাথায় পাগড়ি , কোমরে বড় খুপরি ৷ হাথে ই বড় লাঠি ৷ আর রাতে হাথে দ নলা বন্দুক থাকে ৷ রাতে দয়াল সিং সাথ দেয় রামদিনের৷
মিত্র সাহেবের অনুরোধে রঘুকেই কাজে যোগ দিতে বলে ৷ এর আগে মামার সাথে অনেকবারই এসেছে এই কমপ্লেক্স -এ৷ এখানকার সুন্দরী শহুরে মেয়েদের দিকে দেখলেই রঘুর প্রান্ত আকুলি বিকুলি করে ৷ আর ভীষণ লাজুক বলে কাওকে কিছু বলতেও পারে না ৷ মাঝে মাঝে বিকেলে রামদিন আধ হিন্দী ভাষায় রঘুর সাথে মসকরা করে ৷ এটাই এখানকার নিয়ম ৷ প্রায়ই বলে " তোকে ঝুমরির সাথে সাদী করিয়ে দিবে , তুই এখানেই থেকে জাবি !" ঝুমরি-ও রিটা ম্যাডামের বাড়িতে ঝাড়ু পোচার কাজ করে ৷ ঝুমরি মোটা আর কালো ৷ দেখলেই ভয় করে ৷ কিন্তু মেয়েটা খুব ভালো মনের ৷ আসে পাশের শহরের খেটে খাওয়া মানুষরা গীতাঞ্জলির সামনে একটা চায়ের দোকানে আড্ডা দেয়৷ এরা সবাই ভালো ৷ চায়ের দোকান টপকালেই নায়ানজুলি, আর তার ওপারে ন্যাশানাল হাইওয়ে ৷ এই জায়গার দাম কম না ৷ কোটিতে ফ্ল্যাট কিনেছে বাবুরা ৷ আর সব্বাই অখিলের প্রশংসা করে তার হাথের কাজের জন্য ৷ লতা পাতা আর অর্কিড দিয়ে এমন সাজিয়েছে যেন দেখলে মনে হয় ইংরেজদের পুরানো দুর্গে ঢুকছে ৷ রঘু এসব কাজও জানে ৷ রঘুর মন পড়ে থাকে গায়ের মাঠে ফুটবল খেলার ৷ তাছাড়া সেখানে জোসনা কে তার ভালো লাগে ৷ জোসনা কে দেখলে যেন রঘুর মন জুড়িয়ে যায় ৷ ৪ টে বড় বিল্ডিং এ পাশে , প্রত্যেকটায় ১০ তা বড় ফ্ল্যাট ৷ A ৩ নম্বরে থাকেন রিটা মিত্র ৷ একটা ৭ বছরের ছেলে আছে দেহরাদূন-এ পড়ে বড় ইংলিশ কলেজে , আর সে সেখানেই থাকে ৷ রঘু বোঝে না কেমন করে বাছা কোলের শিশু মা ছেড়ে অত দুরে থাকে ৷
রঘু এত বড় ফ্লাট বাড়ি আগে দেখেনি গ্রাম থেকে এসেছে কাকার হাথ ধরে৷ অখিল গীতাঞ্জলি এনক্লেভে মালির কাজ করে এখানে প্রায় ২০০ বড়লোক বাবুরা থাকেন ৷ প্রত্যেকে ৩০ টাকা করে দেন মাসকাবারি ৷ তাতেই অখিলের পেট চলে ৷ এসসিয়েসান গাছ , লতা পাতা টব এনে দেয় ৷ যন্তরপাতি অখিলের আছে দু সেট ৷ কিন্তু ইদানিং কাজ বেড়ে গেছে৷ কিছু কিছু বাবুদের ফাই ফরমাস খেটে দিতে হয় ৷ অখিলের বড় বোনের ছেলে রঘু ২১ বছরের তরতাজা যুবক ৷ মাধ্যমিক কোনো রকমে খুড়িয়ে পাস করেছিল কিন্তু ৬ ক্লাসের জ্ঞান নেই তার ৷ সামনেই শহরের মস্ত বড় ফ্লাই ওভার ৷ আর এই জায়গা থেকে ব্যস্ত শহর কে নদীর ওপারে দেখতে বেশ লাগে ৷ হাঁটু মুড়ে বসে পার্কে সুখটান দেয় অখিল ৷ এ সহরে তার পাক্কা ২০ বছর হলো ৷ শহরের আনাচে কানাচে কি আছে অখিলের জানা ৷ বড়দিদি অনেক দিন থেকেই সুপারিশ করে তার ছেলে রঘুকে কোনো কাজে কম্মে ঢুকিয়ে দিতে ৷ মিত্র সাহেব না বললে হয়ত সুযোগ জুটত না ৷ মিত্র সাহেব শহর ছেড়ে বিদেশে যাচ্ছেন অফিসের কাজে ৷ তাই তার বাড়িতে বাজার হাট করার, বিল জমা দেওয়ার লোক চাই ৷ রিটা ম্যাম খুব আয়েশী আর বড়লোক ঘরের মেয়ে ৷ বাজারে তিনি কোনো দিনই যান না ৷ সোনার মত তার শরীর ৷ দেখতে যেন নায়িকা গোছের ৷ কিন্তু তার যৌবন যেন সূর্য পশ্চিমেহেলে যাওয়ার মত ৷ আলো অনেক কিন্তু বিকেলের জানান দেয় ৷ মিত্র সাহেব অখিল কে ভালোবসেন , মাঝে মাঝে অখিল কে বিদেশী সিগারেট খেতে দেন ৷ আর সাহেবের গ্রামের বাড়ি নাকি বাউলিয়া তে ৷ তাই বন হুগলির ঘাট আর বাউলিয়া পাশা পাশি ৷ অখিল মিত্র সাহেবের ফাই ফরমাস খেতে দেয় ৷ রামদিন গীতাঞ্জলির চৌকিদার ৷ ওর পোশাক খানা খাসা ৷ একে বারে রাজবাড়ি দের মত পাকানো গোঁফ , মাথায় পাগড়ি , কোমরে বড় খুপরি ৷ হাথে ই বড় লাঠি ৷ আর রাতে হাথে দ নলা বন্দুক থাকে ৷ রাতে দয়াল সিং সাথ দেয় রামদিনের৷
মিত্র সাহেবের অনুরোধে রঘুকেই কাজে যোগ দিতে বলে ৷ এর আগে মামার সাথে অনেকবারই এসেছে এই কমপ্লেক্স -এ৷ এখানকার সুন্দরী শহুরে মেয়েদের দিকে দেখলেই রঘুর প্রান্ত আকুলি বিকুলি করে ৷ আর ভীষণ লাজুক বলে কাওকে কিছু বলতেও পারে না ৷ মাঝে মাঝে বিকেলে রামদিন আধ হিন্দী ভাষায় রঘুর সাথে মসকরা করে ৷ এটাই এখানকার নিয়ম ৷ প্রায়ই বলে " তোকে ঝুমরির সাথে সাদী করিয়ে দিবে , তুই এখানেই থেকে জাবি !" ঝুমরি-ও রিটা ম্যাডামের বাড়িতে ঝাড়ু পোচার কাজ করে ৷ ঝুমরি মোটা আর কালো ৷ দেখলেই ভয় করে ৷ কিন্তু মেয়েটা খুব ভালো মনের ৷ আসে পাশের শহরের খেটে খাওয়া মানুষরা গীতাঞ্জলির সামনে একটা চায়ের দোকানে আড্ডা দেয়৷ এরা সবাই ভালো ৷ চায়ের দোকান টপকালেই নায়ানজুলি, আর তার ওপারে ন্যাশানাল হাইওয়ে ৷ এই জায়গার দাম কম না ৷ কোটিতে ফ্ল্যাট কিনেছে বাবুরা ৷ আর সব্বাই অখিলের প্রশংসা করে তার হাথের কাজের জন্য ৷ লতা পাতা আর অর্কিড দিয়ে এমন সাজিয়েছে যেন দেখলে মনে হয় ইংরেজদের পুরানো দুর্গে ঢুকছে ৷ রঘু এসব কাজও জানে ৷ রঘুর মন পড়ে থাকে গায়ের মাঠে ফুটবল খেলার ৷ তাছাড়া সেখানে জোসনা কে তার ভালো লাগে ৷ জোসনা কে দেখলে যেন রঘুর মন জুড়িয়ে যায় ৷ ৪ টে বড় বিল্ডিং এ পাশে , প্রত্যেকটায় ১০ তা বড় ফ্ল্যাট ৷ A ৩ নম্বরে থাকেন রিটা মিত্র ৷ একটা ৭ বছরের ছেলে আছে দেহরাদূন-এ পড়ে বড় ইংলিশ কলেজে , আর সে সেখানেই থাকে ৷ রঘু বোঝে না কেমন করে বাছা কোলের শিশু মা ছেড়ে অত দুরে থাকে ৷