Thread Rating:
  • 11 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন জুয়া ( আমার নিজের কথা ) by udashin74
#2
কুমিল্লা পার হতেই একটি রেস্টুরেন্ট এ বাস থামলো । নিপা মনে হয় ঘুমিয়ে পরেছিল অল্প । বাস থামতেই ধর ফর করে উঠে পড়লো । আমি দেখেও যেন না দেখার ভান করলাম । এবার তো নামতেই হবে । হিসু পেয়েছে আমার অনেক । বাস এর ঠাণ্ডা আমাকে কিছু তা কাবু করে ফেলছে । নামার জন্য আমি উঠতেই নিপা আমার পিছু নিল । এখানে অন্তত স্বাভাবিক হতে হবে নয়ত অনেকেই বাকা চোখে দেখবে । নরমাল ভাবেই আমি তার দিকে পিছন ফিরে তাকালাম । নিপার একটা ম্রিদু হাসি আমার আমার জরতা অনেক টা কাটিয়ে দিল ।


নিপা খুব নরমাল ভাবেই চলে গেলো লেডিস ফ্রেশ রুম এর দিকে আর আমি জেন্টস ফ্রেস রুমের দিকে । আমি বের হয়ে এসে দেখি নিপা এক কোনায় একটা টেবিলে বসেছে । আমিও সেই দিকে গেলাম । ওয়েটার আসতেই আমি কিছু তা নরমাল ভাবেই জিজ্ঞেস করলাম,

আমিঃ কি খাবে?
নিপাঃ আপনি অর্ডার দেন।
আমি অনেক বার এই রুটে যাতায়াত করেছি । আমি হালকা রুটি আর সাথে সব্জি অর্ডার করে থাকতাম । আজ নিপার উপর ছেড়ে দিলাম ।
আমিঃ তুমি কি খাবে সেটা বল? আজকে তোমার কথা মতই খাবো ।

নিপা মৃদু হেঁসে অর্ডার করলো । চিকেন ঝাল ফ্রাই, রুটি , কোক । এই প্রথম দেখলাম নিপার হাসি টা মিষ্টি । ভালো দেখতে মেয়েটি । কিন্তু তাহলে এই পথে কেন? কোন ভাবেই আমার তাকে প্রস বলে মনে হচ্ছে না । কিন্তু বাস্তবতা তো অন্য ।
খাউয়া শেষ হলে আমি আর নিপা কিছুটা ঘেসা ঘেসি করেই বাইরে এসে দাঁড়ালাম । এমন একটা ভাব যেন আমরা বিয়ে করা সুখি দম্পতি । এই সব ব্যাপার গুলো সব গুলই আমার কাছে নতুন । কোন মেয়ে নিয়ে এভাবে আমি কোন দিন বাইরে বের হই নি । মানে অপরিচিত কাউকে নিয়ে তো নয়ই ।
একটা সিগারেট ধরালাম আমি বাইরে এসে । নিপার আমার কাছেই দাড়িয়ে আছে । বাস ছাড়তে হয়তো কিছু দেরি হবে । সবার ফ্রেস হউয়া তখন বাকি । খুব ভালো লাগছিল বাইরে দাড়িয়ে থাকতে । হেমন্ত প্রায় শেষ । শিতের শুরু । চমৎকার বাতাস । মন উতলা হয়ে উঠে । নিপা মনে হয় কিছু বলার জন্য উস খুস করছিলো । আমি তার দিকে তাকাতেই

নিপাঃ আর কতখন লাগবে?
আমিঃ ঘণ্টা ৩/৪। কেন? কোন অসুবিধা হোচ্ছে?
নিপাঃ না। তবে আপনি একদম কথা বলতাছেন না।
আমিঃ কি কথা বলবো? তুমি খেয়েছ ঠিক মত? খাবার ভালো ছিল?
নিপাঃ হুম। ভালো লাগছে। আপনি কি প্রথম আমার মত কাউকে নিয়ে বাইরে যাচ্ছেন?
আমিঃ হুম।
নিপাঃ (খানিকটা হেসে ) সেই জন্যই আপনি এই রকম করাতছেন। ইজি হয়ে যান। এঞ্জয় করতে আসছেন । এঞ্জয় করেন।
আমিঃ কিভাবে এঞ্জয় করবো? এখন তো আমরা বাসে আছি তাই না? পৌঁছই আগে তারপর দেখা যাবে ।
নিপাঃ বুঝছি।
আমিঃ কি বুঝেছ?
নিপাঃ আপনি আগে বারবেন না। আমারেই আগে বারতে হইবও।
আমিঃ কিভাবে আগে বাড়বে?
নিপাঃ সময় হলেই দেখতে পাইবেন।
আমিঃ তুমি আগেও অনেক বার এসেছ?
নিপাঃ কয়েক জনের সঙ্গে বাইরে গেছি । কিন্তু এই দিকটায় কখনো আসি নাই।
আমিঃ কোন দিকে গেছো?
নিপাঃ আমি বাইরে খুব কম ই গেছি । ২/৩ মাস আগে একজনের সঙ্গে পুবাইল একটা পিকনিক স্পটে গেছিলাম । এক রাত ছিলাম।
আমিঃ হুম। এই কাজ ই করো নাকি অন্য কিছু করো?
নিপাঃ আগে পার্লার এ কাজ করতাম । গত মাসে ছেড়ে দিছি ।
আমিঃ হুম। আচ্ছা চল বাস ছেড়ে দিবে ।
Like Reply


Messages In This Thread
RE: জীবন জুয়া ( আমার নিজের কথা ) by udashin74 - by ddey333 - 08-08-2021, 11:06 AM



Users browsing this thread: