08-08-2021, 11:05 AM
জীবন জুয়া ( আমার নিজের কথা )
এক সময় খুব গর্ব করে বলতাম যে আমি এমন কারো গায়ে হাত দিতে পারবো না যাকে আমি ভালোবাসি না । আমার সব গর্বই এক সময় চূর্ণ হয়েছে । জিবনে যা নিয়ে বেশি বাড়াবাড়ি করেছি তার কাছেই আমাকে হার মানতে হয়েছে । জীবন নিয়ে এক অদ্ভুত জুয়া খেলা খেলে যাচ্ছি আমি ।
শুরু টা হয়ত ঠিক মত করতে পারলাম না । আসলে কোন লেখক নই আমি । কেন যেন মনে হল যে আমার জীবনের কিছু কথা শেয়ার করা উচিৎ । নয়ত এই কথার ভারেই একদিন আমি শেষ হয়ে যাবো । যদিও শেষ হউয়ার খুব একটা বাকি নেই ।
এমন টা যখন ভাবছি তখন গ্রিন লাইন এর স্কেনিয়া বাস টি তিব্র গতিতে ছুটে চলেছে । আমার পাশের সিট এ বসে আছে একটি মেয়ে যার নাম নিপা । কিন্তু আমি জানি না তার আসল নাম টি কি? আমাকে যা বলা হয়েছে আমি তাই বল্লাম । ভদ্র বেশী একজন ভদ্র লোক নিপা কে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেছে । আগামি ৩ দিন এই মেয়েটি আমার সঙ্গে থাকবে । আমাকে সময় দেবে । আমার সময় কে রঙ্গিন করবে । কোন কাজ নেই আমার চিটাগং । শুধুই একটা ফেন্টাসি ।
আসাদ ভাই বলে যে ভদ্র লোক টি নিপা কে আমার হাতে তুলে দিয়ে গেলেন উনি আসলে একজন হাতুড়ে ডাক্তার । রামপুরার দিকের কোন এক একটা ফার্মেসী তে বসেন । অনেক দিন আগে একবার ঔষধ কিনতে গিয়ে উনার সঙ্গে খানিক কথা হয়েছিল । সেই থেকে পরিচয় । আমার একাকি জিবন সম্পরকে এক সময় জেনে গিয়েছিলেন তিনি । এক সময় ইনিয়ে বিনিয়ে বলেই ফেললেন যে উনি আমার একাকিত্ত কিছুটা হলেও গুচাতে পারেন । আমি শুনলাম । প্রথমে মন সায় না দিলেও একদিন ঠিক ই সারা দিল আমার মন । আর তার প্রভাব বুঝতেই পারছেন । আমি একটি অল্প বয়স্ক মেয়েকে নিয়ে আমার সময় কে রঙ্গিন করার খেলায় মত্ত ।
বাস ছেড়েছে প্রায় ঘণ্টা খানিক হল । ণিপা নামের মেয়েটি খানিক বার আমার দিকে তাকিয়েছে । আমিও আড় চোখে নিপা কে দেখেছি । তেমন কোন কথা হয় নি । হালকা পাতলা গড়ন । গায়ের রঙ ফরশাই মনে হচ্ছে । হলুদের উপর লাল কাজ করা একটা সেলোয়ার কামিজ পড়েছে । গায়ে হালকা কিছু গহনা । দেখে ঈমিটেসান মনে হচ্ছিল । বাস ছারার আগ মুহুরতে কিছু খন বাইরে দাড়িয়ে ছিলাম । ঐ টুকু সময়ে যত টুকু দেখেছি সেটার কথাই বল্লাম ।
আসলে আমার কথা বলতে ঈচ্ছা হচ্ছে না । জড়তা আছে অনেকটা আমার মধ্যে । আমি পারি না সহজেই কারো সঙ্গে সহজ হতে । বাস ছুটে চলেছে । হালকা ঝাকুনি । এসি এর ঠাণ্ডা বাতাস আমাকে কাবু করতে শুরু করেছে । পাশের সহ যাত্রী রা সবাই ঘুমানর চেষ্টা করছে । কিন্তু আমার ঘুম নেই । বাস এ আমার ঘুম হয় না । আমার শুধু রাস্তা দেখতে ঈচ্ছে করে। আর আমি সেই কাজ টাই করে যাচ্ছিলাম । আমার চোখ সোজা সাম্নের দিকে । মাঝে মাঝে আড় চোখে মেয়েটি কে দেখা । আমার কি জিজ্ঞেস করা উচিৎ তার কোন অশুবিধা হচ্ছে কি না ? কিম্বা অন্য কিছু । আমি তো এই টাইপের মানুষ । সবাইকে কেয়ার করি । অন্তত চেষ্টা করি । আজ কেন পারছি না? না পারার ই কথা । মেয়েটি টাকার বিনিময়ে আমাকে সময় দিতে এসেছে । গুনে গুনে ১৫০০০ টাকা আমি আসাদ ভাই কে দিয়েছি । মেয়েটি কতো পাবে তা আমার জানা নেই । জান্তেও চাই না । একজন দেহ অপসারিনি বলে কি আমার এই বেশী রকম জড়তা? হতেও পারে । কিম্বা নাও হতে পারে । ভদ্রতা দেখাতে কি আমার তার সঙ্গে স্বাভাবিক হউয়া উচিৎ ? মাথা কাজ করছে না । ভাবতেও ইচ্ছা করছে না ।
এক সময় খুব গর্ব করে বলতাম যে আমি এমন কারো গায়ে হাত দিতে পারবো না যাকে আমি ভালোবাসি না । আমার সব গর্বই এক সময় চূর্ণ হয়েছে । জিবনে যা নিয়ে বেশি বাড়াবাড়ি করেছি তার কাছেই আমাকে হার মানতে হয়েছে । জীবন নিয়ে এক অদ্ভুত জুয়া খেলা খেলে যাচ্ছি আমি ।
শুরু টা হয়ত ঠিক মত করতে পারলাম না । আসলে কোন লেখক নই আমি । কেন যেন মনে হল যে আমার জীবনের কিছু কথা শেয়ার করা উচিৎ । নয়ত এই কথার ভারেই একদিন আমি শেষ হয়ে যাবো । যদিও শেষ হউয়ার খুব একটা বাকি নেই ।
এমন টা যখন ভাবছি তখন গ্রিন লাইন এর স্কেনিয়া বাস টি তিব্র গতিতে ছুটে চলেছে । আমার পাশের সিট এ বসে আছে একটি মেয়ে যার নাম নিপা । কিন্তু আমি জানি না তার আসল নাম টি কি? আমাকে যা বলা হয়েছে আমি তাই বল্লাম । ভদ্র বেশী একজন ভদ্র লোক নিপা কে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেছে । আগামি ৩ দিন এই মেয়েটি আমার সঙ্গে থাকবে । আমাকে সময় দেবে । আমার সময় কে রঙ্গিন করবে । কোন কাজ নেই আমার চিটাগং । শুধুই একটা ফেন্টাসি ।
আসাদ ভাই বলে যে ভদ্র লোক টি নিপা কে আমার হাতে তুলে দিয়ে গেলেন উনি আসলে একজন হাতুড়ে ডাক্তার । রামপুরার দিকের কোন এক একটা ফার্মেসী তে বসেন । অনেক দিন আগে একবার ঔষধ কিনতে গিয়ে উনার সঙ্গে খানিক কথা হয়েছিল । সেই থেকে পরিচয় । আমার একাকি জিবন সম্পরকে এক সময় জেনে গিয়েছিলেন তিনি । এক সময় ইনিয়ে বিনিয়ে বলেই ফেললেন যে উনি আমার একাকিত্ত কিছুটা হলেও গুচাতে পারেন । আমি শুনলাম । প্রথমে মন সায় না দিলেও একদিন ঠিক ই সারা দিল আমার মন । আর তার প্রভাব বুঝতেই পারছেন । আমি একটি অল্প বয়স্ক মেয়েকে নিয়ে আমার সময় কে রঙ্গিন করার খেলায় মত্ত ।
বাস ছেড়েছে প্রায় ঘণ্টা খানিক হল । ণিপা নামের মেয়েটি খানিক বার আমার দিকে তাকিয়েছে । আমিও আড় চোখে নিপা কে দেখেছি । তেমন কোন কথা হয় নি । হালকা পাতলা গড়ন । গায়ের রঙ ফরশাই মনে হচ্ছে । হলুদের উপর লাল কাজ করা একটা সেলোয়ার কামিজ পড়েছে । গায়ে হালকা কিছু গহনা । দেখে ঈমিটেসান মনে হচ্ছিল । বাস ছারার আগ মুহুরতে কিছু খন বাইরে দাড়িয়ে ছিলাম । ঐ টুকু সময়ে যত টুকু দেখেছি সেটার কথাই বল্লাম ।
আসলে আমার কথা বলতে ঈচ্ছা হচ্ছে না । জড়তা আছে অনেকটা আমার মধ্যে । আমি পারি না সহজেই কারো সঙ্গে সহজ হতে । বাস ছুটে চলেছে । হালকা ঝাকুনি । এসি এর ঠাণ্ডা বাতাস আমাকে কাবু করতে শুরু করেছে । পাশের সহ যাত্রী রা সবাই ঘুমানর চেষ্টা করছে । কিন্তু আমার ঘুম নেই । বাস এ আমার ঘুম হয় না । আমার শুধু রাস্তা দেখতে ঈচ্ছে করে। আর আমি সেই কাজ টাই করে যাচ্ছিলাম । আমার চোখ সোজা সাম্নের দিকে । মাঝে মাঝে আড় চোখে মেয়েটি কে দেখা । আমার কি জিজ্ঞেস করা উচিৎ তার কোন অশুবিধা হচ্ছে কি না ? কিম্বা অন্য কিছু । আমি তো এই টাইপের মানুষ । সবাইকে কেয়ার করি । অন্তত চেষ্টা করি । আজ কেন পারছি না? না পারার ই কথা । মেয়েটি টাকার বিনিময়ে আমাকে সময় দিতে এসেছে । গুনে গুনে ১৫০০০ টাকা আমি আসাদ ভাই কে দিয়েছি । মেয়েটি কতো পাবে তা আমার জানা নেই । জান্তেও চাই না । একজন দেহ অপসারিনি বলে কি আমার এই বেশী রকম জড়তা? হতেও পারে । কিম্বা নাও হতে পারে । ভদ্রতা দেখাতে কি আমার তার সঙ্গে স্বাভাবিক হউয়া উচিৎ ? মাথা কাজ করছে না । ভাবতেও ইচ্ছা করছে না ।