06-08-2021, 04:41 PM
আমি একবার রবীন্দ্র সঙ্গীত গেয়েছিলাম , ফলাফল ছিলো বেশ কয়েকজনের রবীন্দ্র সঙ্গীত শোনা বন্ধ হয়ে গিয়েছিলো কিছুদিনের জন্য । রবীন্দ্র শুনতে গেলেই নাকি আমার কণ্ঠ ওদের কানে বাজত, তাই রবীন্দ্র সঙ্গীত গাওয়া বাদ দিয়েছি , সুধু সুধু ওই বুড়ো লোকটার আত্মা কে কষ্ট দিয়ে লাভ কি? এই ভেবে । তবে আপনার গল্প পড়ে আমার মনে একটা লাইন বারবার অটো প্লে হচ্ছে ,
"আমারো পড়ানো যাহা চায় , ইহা তাই ইহা তাই গো"
( এখানে যদি পরাণ বানান ভুল হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি) কারন দন্তান "ন" না মূর্ধন্য "ণ" কোনটা আসল ন/ণ সেটা আমি আজো বুঝে উঠতে পারিনি ।
"আমারো পড়ানো যাহা চায় , ইহা তাই ইহা তাই গো"




( এখানে যদি পরাণ বানান ভুল হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি) কারন দন্তান "ন" না মূর্ধন্য "ণ" কোনটা আসল ন/ণ সেটা আমি আজো বুঝে উঠতে পারিনি ।