06-08-2021, 04:33 PM
বেশ কিছুক্ষণ পরে উত্তর এল, ‘কেন সেটা সমাজসেবা হতে পারে না?’
এর উত্তরে আমি কী বলব কিছু ভেবেই পেলাম না। শুধু লিখলাম – ‘বুঝলাম না ব্যাপারটা বস’।
‘একটু অপেক্ষা কর, বোঝাচ্ছি।‘
ইতিমধ্যে চ্যাটরুমে দেখলাম রুচিকা বলে একটি মেয়ে এল। আগে থেকে যে দুটো মেয়ে ছিল, তাদের কয়েকবার প্রাইভেট মেসেজ পাঠিয়েও কোনও উত্তর পাই নি।
রুচিকাকেও হাই বলে প্রাইভেট মেসেজ পাঠালাম।
চটজলদি উত্তর এল, ‘হাই। এ এস এল?’
বললাম, যে আমি পুরুষ, কোথায় থাকি আর বয়স কত।
রুচিকা লিখল ‘ও কলকাতায় থাক? কী কর?’
লিখলাম সেটা, ও কী করে, সেটাও জানতে চাইলাম। ওদিকে সমাজসেবী চুপচাপই আছে। দু একবার পি এম পাঠিয়েছি – ‘কী বস – বোঝালে না ব্যাপারটা!’
উত্তর আসে নি।
রুচিকার সঙ্গে আড্ডা জমে উঠল। বেশ খোলামেলা মনের মেয়ে – ২৬ বছর বয়স – একটা মাল্টি ন্যাশানাল কোম্পানিতে জুনিয়ার এক্সেকিউটিভ। বয়ফ্রেন্ড বাইরে কোথাও কাজ করে। অনেক কিছুই বলে দিল – তুলনায় আমি একটু কমই কথা বলছিলাম। চ্যাটরুমে আমি নতুন তো – কতটা পার্সোনাল ইনফরমেশান দেব, বুঝতে পারছিলাম না।
‘তা বাবু এত চুপচাপ কেন? এই সাইটে নতুন না কি?’
আমি লিখলাম, ‘হ্যাঁ – আজই প্রথম।‘
‘ও আচ্ছা। তা দুপুরবেলা চেগে উঠেছে বলেই আসা না কি এখানে?’
ওরে বাবা – এত খাসা জিনিষ – এত ফ্রি-ফ্র্যাঙ্ক হয়ে মেয়েরা চ্যাটরুমে কথা বলে বুঝি আজকাল? বহুদিন আগে যখন নিয়মিত চ্যাট করতাম, তখন তো এতটা ফ্র্যাঙ্ক ছিল না মেয়েরা!
সময় পাল্টেছে বুঝলাম।
আমি লিখলাম, ‘হে হে – ওই আর কি! তুমি কী করতে এসেছ?’
‘আমারও এক অবস্থা গো.. বয়ফ্রেন্ডটা কতদিন কলকাতায় আসে নি.. শুধু হস্তশিল্প করেই দিন কাটে। ভাবলাম দেখি চ্যাটে কাউকে পাওয়া যায় কী না – হেল্প করার জন্য’
চ্যাট রুমে নতুন হলেও বুঝতে অসুবিধা হওয়ার কথা না এই কথার অর্থ – যে কী ধরণের হেল্প চাইছে রুচিকা!
‘আমি সাহায্য করতে পারি?’
‘কেন পারবে না? আমি তো সত্যি সত্যি করতে যাচ্ছি না তোমার সঙ্গে..!’
তারপরে নিজেই লিখল, ‘চলো একটা প্রাইভেট রুমে।‘
‘সেটা কী করে করতে হয় জানি না – আজ নতুন তো!’
‘ধুর বাল। দাঁড়াও। রুম বানাচ্ছি।‘
একটু পরে একটা রুমের লিঙ্ক দিল, সঙ্গে পাসওয়ার্ড।
‘চলে এসো ওই লিঙ্কে ক্লিক করে’
গেলাম রুচিকার প্রাইভেট রুমে। মনে মনে বেশ উত্তেজিত – এরকমটা আগে কখনও করি নি।
রুচিকা আগে থেকেই ওই রুমে ছিল। লিখল, ‘এসো সোনাবাবু’।
এর উত্তরে আমি কী বলব কিছু ভেবেই পেলাম না। শুধু লিখলাম – ‘বুঝলাম না ব্যাপারটা বস’।
‘একটু অপেক্ষা কর, বোঝাচ্ছি।‘
ইতিমধ্যে চ্যাটরুমে দেখলাম রুচিকা বলে একটি মেয়ে এল। আগে থেকে যে দুটো মেয়ে ছিল, তাদের কয়েকবার প্রাইভেট মেসেজ পাঠিয়েও কোনও উত্তর পাই নি।
রুচিকাকেও হাই বলে প্রাইভেট মেসেজ পাঠালাম।
চটজলদি উত্তর এল, ‘হাই। এ এস এল?’
বললাম, যে আমি পুরুষ, কোথায় থাকি আর বয়স কত।
রুচিকা লিখল ‘ও কলকাতায় থাক? কী কর?’
লিখলাম সেটা, ও কী করে, সেটাও জানতে চাইলাম। ওদিকে সমাজসেবী চুপচাপই আছে। দু একবার পি এম পাঠিয়েছি – ‘কী বস – বোঝালে না ব্যাপারটা!’
উত্তর আসে নি।
রুচিকার সঙ্গে আড্ডা জমে উঠল। বেশ খোলামেলা মনের মেয়ে – ২৬ বছর বয়স – একটা মাল্টি ন্যাশানাল কোম্পানিতে জুনিয়ার এক্সেকিউটিভ। বয়ফ্রেন্ড বাইরে কোথাও কাজ করে। অনেক কিছুই বলে দিল – তুলনায় আমি একটু কমই কথা বলছিলাম। চ্যাটরুমে আমি নতুন তো – কতটা পার্সোনাল ইনফরমেশান দেব, বুঝতে পারছিলাম না।
‘তা বাবু এত চুপচাপ কেন? এই সাইটে নতুন না কি?’
আমি লিখলাম, ‘হ্যাঁ – আজই প্রথম।‘
‘ও আচ্ছা। তা দুপুরবেলা চেগে উঠেছে বলেই আসা না কি এখানে?’
ওরে বাবা – এত খাসা জিনিষ – এত ফ্রি-ফ্র্যাঙ্ক হয়ে মেয়েরা চ্যাটরুমে কথা বলে বুঝি আজকাল? বহুদিন আগে যখন নিয়মিত চ্যাট করতাম, তখন তো এতটা ফ্র্যাঙ্ক ছিল না মেয়েরা!
সময় পাল্টেছে বুঝলাম।
আমি লিখলাম, ‘হে হে – ওই আর কি! তুমি কী করতে এসেছ?’
‘আমারও এক অবস্থা গো.. বয়ফ্রেন্ডটা কতদিন কলকাতায় আসে নি.. শুধু হস্তশিল্প করেই দিন কাটে। ভাবলাম দেখি চ্যাটে কাউকে পাওয়া যায় কী না – হেল্প করার জন্য’
চ্যাট রুমে নতুন হলেও বুঝতে অসুবিধা হওয়ার কথা না এই কথার অর্থ – যে কী ধরণের হেল্প চাইছে রুচিকা!
‘আমি সাহায্য করতে পারি?’
‘কেন পারবে না? আমি তো সত্যি সত্যি করতে যাচ্ছি না তোমার সঙ্গে..!’
তারপরে নিজেই লিখল, ‘চলো একটা প্রাইভেট রুমে।‘
‘সেটা কী করে করতে হয় জানি না – আজ নতুন তো!’
‘ধুর বাল। দাঁড়াও। রুম বানাচ্ছি।‘
একটু পরে একটা রুমের লিঙ্ক দিল, সঙ্গে পাসওয়ার্ড।
‘চলে এসো ওই লিঙ্কে ক্লিক করে’
গেলাম রুচিকার প্রাইভেট রুমে। মনে মনে বেশ উত্তেজিত – এরকমটা আগে কখনও করি নি।
রুচিকা আগে থেকেই ওই রুমে ছিল। লিখল, ‘এসো সোনাবাবু’।