06-08-2021, 12:49 PM
এবার রাজু অপ্রস্তুতে পরে যায় ৷ ডিম আর আলু পেয়াজ রসুন ছাড়া তার ঘরে খাওয়ার মত কিছুই নেই ৷ "আরে না না তাই কখনো হয় , বরণ চলুন একটা ভালো খাবার জায়গা আছে সেখানেই যাই " ৷
দুজনেই বেরিয়ে পরে মুঘলস এ খেলে ৫০০ টাকার নিচে পকেট কাটবে না ৷ তবুও টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ল ৷ দমদমের রাস্তা একটু ফাঁকা ফাঁকা ৷ দুজনে হাটতে হাটতে যাচ্ছিল উল্টো ডাঙা মোড়ে ৷
সন্ধ্যের সময় ফুর ফুর করে হওয়া দিচ্ছে ৷ দুজনের কান্দে কাঁধ ঠেকে যাচ্ছে কথা বলতে বলতে ৷ রাজুর উষাকে ভালো লেগেছে ৷ কিন্তু উষা কি রাজুর অতীত মেনে নেবে ? আর উষা যদি মেনে নেই তাহলেও উষার পরিবার ? মিথ্যে সপ্নের জাল বোনে না রাজু ৷ দু বই উঠিয়ে ছিল উষা , বই দুটো ধরিয়ে দেয় রাজুর হাথে ৷ পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবিত দুটি অস্তিত্বের ভাবের আদান প্রদান কি হয় না হয় মহানগরীর ম্লান রাস্তার আলোতে তা বোঝা যায় না ৷ খাওয়া দাওয়া করতে করতে দুজনের ঘনিষ্টতা বারে বই কমে না ৷ উষা অজান্তেই রাজুর হাতে হাথ দিয়ে দেয় ৷ রাজু সে হাথ আকড়ে রাখবে জীবন ভর সে সাধ্য কোথায় ৷ উষার আজ বাড়ি যেতে ইচ্ছা করে না ৷ হয়ত নতুন মুক্তির স্বাদ , তাই পাখিদের মত বাধা বন্ধন হীন অজানা জায়গায় উড়ে যেতে চায় ৷
উষাকে দেখে রাজু হারিয়ে যায় ৷ হাথ ধরেই বলে বসে " চলো আমার বাড়ি যাই , গল্প করব রাত ভোর যাবে ?"
উষা মাথা নাড়ায় ৷ ঘরে এসে রাজু বিছানা পরিষ্কার করে নতুন বিছানা পাতে নতুন বেড কভার দিয়ে ৷ চারিদিক একটু সাজিয়ে নেয় ৷ উষা বসে তাকিয়ে থাকে রাজুর দিকে ৷ উষা কে প্রাণ পন পেতে চায় রাজু ৷ হাটু গেড়ে উষার সামনে বসে বলে " অনেক টা পথ যে চলতে হবে এখনো ?" উষা লজ্জায় ঘাড় ঘুরিয়ে রাখে ৷ ঢিপ ঢিপ বুকে উষার চিবুক টেনে রাজু চোখে চোখ মেলায় ৷ উষা চোখ বন্ধ করে আসতে আসতে রাজুর ঠোটের দিকে নিজের ঠোট নিয়ে যায় ৷
রাজু গোধুলির লাল অস্কাশের মত মনের আবির মেঘে উষা কে নিজের বুকে টেনে নেয় ৷ উত্তপ্ত শরীরে দুটো আত্মা মিশে যায় ৷ আর ভয় নেই রাজুর আজ সে একা না ৷ উষার বুকে মাথা রেখে ঝর ঝর করে কাঁদতে থাকে নির্ঝর একাকিত্বের বিভিসিখা কে ৷ উষা রাজুকে জড়িয়ে কানের পাশে ফিসফিস করে বলে " গীতাঞ্জলি এক্সপ্রেস প্রাকিতিক দুর্যোগের কারণে ৬ ঘন্টা দেরিতে ছাড়বে "৷
( সমাপ্ত )
দুজনেই বেরিয়ে পরে মুঘলস এ খেলে ৫০০ টাকার নিচে পকেট কাটবে না ৷ তবুও টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ল ৷ দমদমের রাস্তা একটু ফাঁকা ফাঁকা ৷ দুজনে হাটতে হাটতে যাচ্ছিল উল্টো ডাঙা মোড়ে ৷
সন্ধ্যের সময় ফুর ফুর করে হওয়া দিচ্ছে ৷ দুজনের কান্দে কাঁধ ঠেকে যাচ্ছে কথা বলতে বলতে ৷ রাজুর উষাকে ভালো লেগেছে ৷ কিন্তু উষা কি রাজুর অতীত মেনে নেবে ? আর উষা যদি মেনে নেই তাহলেও উষার পরিবার ? মিথ্যে সপ্নের জাল বোনে না রাজু ৷ দু বই উঠিয়ে ছিল উষা , বই দুটো ধরিয়ে দেয় রাজুর হাথে ৷ পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবিত দুটি অস্তিত্বের ভাবের আদান প্রদান কি হয় না হয় মহানগরীর ম্লান রাস্তার আলোতে তা বোঝা যায় না ৷ খাওয়া দাওয়া করতে করতে দুজনের ঘনিষ্টতা বারে বই কমে না ৷ উষা অজান্তেই রাজুর হাতে হাথ দিয়ে দেয় ৷ রাজু সে হাথ আকড়ে রাখবে জীবন ভর সে সাধ্য কোথায় ৷ উষার আজ বাড়ি যেতে ইচ্ছা করে না ৷ হয়ত নতুন মুক্তির স্বাদ , তাই পাখিদের মত বাধা বন্ধন হীন অজানা জায়গায় উড়ে যেতে চায় ৷
উষাকে দেখে রাজু হারিয়ে যায় ৷ হাথ ধরেই বলে বসে " চলো আমার বাড়ি যাই , গল্প করব রাত ভোর যাবে ?"
উষা মাথা নাড়ায় ৷ ঘরে এসে রাজু বিছানা পরিষ্কার করে নতুন বিছানা পাতে নতুন বেড কভার দিয়ে ৷ চারিদিক একটু সাজিয়ে নেয় ৷ উষা বসে তাকিয়ে থাকে রাজুর দিকে ৷ উষা কে প্রাণ পন পেতে চায় রাজু ৷ হাটু গেড়ে উষার সামনে বসে বলে " অনেক টা পথ যে চলতে হবে এখনো ?" উষা লজ্জায় ঘাড় ঘুরিয়ে রাখে ৷ ঢিপ ঢিপ বুকে উষার চিবুক টেনে রাজু চোখে চোখ মেলায় ৷ উষা চোখ বন্ধ করে আসতে আসতে রাজুর ঠোটের দিকে নিজের ঠোট নিয়ে যায় ৷
রাজু গোধুলির লাল অস্কাশের মত মনের আবির মেঘে উষা কে নিজের বুকে টেনে নেয় ৷ উত্তপ্ত শরীরে দুটো আত্মা মিশে যায় ৷ আর ভয় নেই রাজুর আজ সে একা না ৷ উষার বুকে মাথা রেখে ঝর ঝর করে কাঁদতে থাকে নির্ঝর একাকিত্বের বিভিসিখা কে ৷ উষা রাজুকে জড়িয়ে কানের পাশে ফিসফিস করে বলে " গীতাঞ্জলি এক্সপ্রেস প্রাকিতিক দুর্যোগের কারণে ৬ ঘন্টা দেরিতে ছাড়বে "৷
( সমাপ্ত )