06-08-2021, 12:46 PM
মাসির শরীর ভালো নেই ৷ মাসি কে নিয়ে ভালো হাসপাতালে গেছে রাজু ৷ রাজু ঘর খোলা রাখে ৷ অর ঘরে আসতে হলে বিদিশাদের ঘর দিঙ্গিয়েই আসতে হবে ৷ বিদিশা এসে ঘরের টুকি তাকি সাজিয়ে দিতে থাকে ৷ রাজুর ঘরে বই বেশি বাকি জিনিস নেই বললেই চলে ৷ দু একটা বই নাড়তে নাড়তে চোখে পড়ে মোমের পুতুল ৷ আরো দু ছাড়তে বই দেখে বুঝে যায় মোমের পুতুলের কিছু বিশেষত্ব আছে ৷ নাহলে সব বই খাতার প্রথম পাতায় মোমের পুতুল লেখা কেন থাকবে ৷ রাজু আসলেই জিজ্ঞাসা করবে বিদিশা ৷
" কি বুঝলেন ডাক্তার ?" সুন্দরী ডাক্তারকে দেখে জিজ্ঞাসা করে রাজু ৷ নম্র ভাবে শীলা মাসির দিকে তাকিয়ে বলে ' চিন্তা করলে চলবে না ৷ ব্লাড প্রেসার একটু বেশি "৷ তিন দিনের অসুধ দিচ্ছি তার পর আরেকবার আসুন আশা করি কাজ হবে ওষুধে ৷ উষা ব্যানার্জী MBBS ৷ নাম টা দেখে ভালো লাগলো রাজুর ৷ "আচ্ছা পেসেন্ট এর নাম কি পুরো নাম ?" শীলা মাসি তার পুরো নাম ভুলে গেছে শীলা লিকেই এতদিন মাইনে তুলত ৷ " শীলা কুমারী " বলে ওঠে রাজু ৷ আচ রোগীর নামের পাশে আপনার নাম লিখে রাখছি আপনার ৷ দরকার হলে আপনার দেওয়া নাম্বারেই যোগাযোগ করব ৷ রনজয় ভদ্র ৷ রাজুর নাম রণজয় টা শীলা ভুলতেই বসেছিল ৷ তার কাছে রাজু রাজুই ৷ কিন্তু জল খাওয়ার বোতলে নাম খোদাই করা না থাকলে জানায় হত না রাজুর নাম ৷
রাজু পড়িয়ে রাত্রে ঘরে ফিরে আসে ৷ কাল IAS এর পরীক্ষার ফল বেরোবে ৷
মাসির শরীর আরো খারাপের মধ্যে যাচ্ছে ৷ তিন দিন ওষুধ খেয়েও মাসির শরীরের অবস্তার উন্নতি লক্ষ্য করা গেল না ৷ রাজু IAS এ পাস করতে পারে নি ৷ কিন্তু তাতে রাজু ভেঙ্গে পরে নি ৷ সে MSC পাশ করেছে ভালো ভাবেই ৷ সেটাও তার উপরি পাওনা ৷ কোনদিন কেউ ভাবতেই পারে না একটা জুত পালিশ করা সুইপার এর ঘরে মানুষ ছেলে ফিসিক্স এ MSC করতে পারে ৷ মাসি বোঝে না IAS কত বড় পরীক্ষা , এই প্রথম রাজুকে ফেল করতে দেখে মাসির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ৷ বুকের ব্যথাটা বেড়েছে ৷ আজ ডাক্তারের কাছে যেতে হবে ৷ বিদিশা রাজুর পাশে দাঁড়ালেও বিদিশা কে বড্ড এক ঘেয়ে লাগে ৷ আর রাজু বিদিশা কে নিজের ভবঘুরে জীবনের সাথে মিলিয়ে নিতে পারে না ৷ শান্তিনিকেতন এর থলেতে ম্যান হান্ট বইটা ঢুকিয়ে নিল , সময় লাগলে বই টা হসপিটালে বসেই শেষ করবে ৷ রাজু দৃঢ় প্রতিজ্ঞ তার নিজের পথে ৷ মাসি কে হসপিটালে রেজিস্ট্রেসন করাতেই একজন নার্স বলল " চলুন ডাক্তার ডাকচ্ছে" ৷ মাসি কে ঘরে ঢুকিয়ে ডাক্তার সব দেখে বললেন "একটা ECG আর হার্ট এর অবস্তা বুঝতে এনজিও করতে হবে ৷ এনজিও পরে করলেও হবে কিন্তু আজ ECG একটা করা দরকার ৷ " ডাক্তার এর নরম কথা গুলো হয়ে মোহিত হয়ে যায় রাজু ৷ নর্মদার পবিত্র জলের মত ঝরে পড়ছে কথা গুলো ৷ হাথের বই হাথেই থেকে যায় হা করে তাকিয়ে থাকে ৷ " হ্যান করুন !" আমি বরণ বাইরে বসি ! হয়ে গেলে জানাবেন ৷ রাজু জানে না কি করতে হবে ৷ পাশে দাঁড়িয়ে থাকা নার্স বলল " কাউন্টার এ ১২০ টাকা জমা দিয়ে রসিদ করিয়ে নিন ৷ আমরা পেসেন্ট কে নিয়ে যাচ্ছি ৷ মাসি চলে যেতেই উষা বলে উঠলেন " খুব গল্পের বই পড়েন মনে হয় , সপ্ন দেখতে ভালো লাগে বুঝি ?" হাথের বইটা লুকাতে গিয়েও পারে না রাজু ৷ হাথ থেকে বইটার পাতা উল্টে বলেন " বইটা খুজছিলাম জানেন ,আপনার পড়া হলে দেবেন তো আমায় জেমস এর বই আমার ভালো লাগে ৷ " রাজু হাবা গোবার মত বলে ওঠে " নিন না নিন পরে দিয়ে দেবেন !"
" কি বুঝলেন ডাক্তার ?" সুন্দরী ডাক্তারকে দেখে জিজ্ঞাসা করে রাজু ৷ নম্র ভাবে শীলা মাসির দিকে তাকিয়ে বলে ' চিন্তা করলে চলবে না ৷ ব্লাড প্রেসার একটু বেশি "৷ তিন দিনের অসুধ দিচ্ছি তার পর আরেকবার আসুন আশা করি কাজ হবে ওষুধে ৷ উষা ব্যানার্জী MBBS ৷ নাম টা দেখে ভালো লাগলো রাজুর ৷ "আচ্ছা পেসেন্ট এর নাম কি পুরো নাম ?" শীলা মাসি তার পুরো নাম ভুলে গেছে শীলা লিকেই এতদিন মাইনে তুলত ৷ " শীলা কুমারী " বলে ওঠে রাজু ৷ আচ রোগীর নামের পাশে আপনার নাম লিখে রাখছি আপনার ৷ দরকার হলে আপনার দেওয়া নাম্বারেই যোগাযোগ করব ৷ রনজয় ভদ্র ৷ রাজুর নাম রণজয় টা শীলা ভুলতেই বসেছিল ৷ তার কাছে রাজু রাজুই ৷ কিন্তু জল খাওয়ার বোতলে নাম খোদাই করা না থাকলে জানায় হত না রাজুর নাম ৷
রাজু পড়িয়ে রাত্রে ঘরে ফিরে আসে ৷ কাল IAS এর পরীক্ষার ফল বেরোবে ৷
মাসির শরীর আরো খারাপের মধ্যে যাচ্ছে ৷ তিন দিন ওষুধ খেয়েও মাসির শরীরের অবস্তার উন্নতি লক্ষ্য করা গেল না ৷ রাজু IAS এ পাস করতে পারে নি ৷ কিন্তু তাতে রাজু ভেঙ্গে পরে নি ৷ সে MSC পাশ করেছে ভালো ভাবেই ৷ সেটাও তার উপরি পাওনা ৷ কোনদিন কেউ ভাবতেই পারে না একটা জুত পালিশ করা সুইপার এর ঘরে মানুষ ছেলে ফিসিক্স এ MSC করতে পারে ৷ মাসি বোঝে না IAS কত বড় পরীক্ষা , এই প্রথম রাজুকে ফেল করতে দেখে মাসির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ৷ বুকের ব্যথাটা বেড়েছে ৷ আজ ডাক্তারের কাছে যেতে হবে ৷ বিদিশা রাজুর পাশে দাঁড়ালেও বিদিশা কে বড্ড এক ঘেয়ে লাগে ৷ আর রাজু বিদিশা কে নিজের ভবঘুরে জীবনের সাথে মিলিয়ে নিতে পারে না ৷ শান্তিনিকেতন এর থলেতে ম্যান হান্ট বইটা ঢুকিয়ে নিল , সময় লাগলে বই টা হসপিটালে বসেই শেষ করবে ৷ রাজু দৃঢ় প্রতিজ্ঞ তার নিজের পথে ৷ মাসি কে হসপিটালে রেজিস্ট্রেসন করাতেই একজন নার্স বলল " চলুন ডাক্তার ডাকচ্ছে" ৷ মাসি কে ঘরে ঢুকিয়ে ডাক্তার সব দেখে বললেন "একটা ECG আর হার্ট এর অবস্তা বুঝতে এনজিও করতে হবে ৷ এনজিও পরে করলেও হবে কিন্তু আজ ECG একটা করা দরকার ৷ " ডাক্তার এর নরম কথা গুলো হয়ে মোহিত হয়ে যায় রাজু ৷ নর্মদার পবিত্র জলের মত ঝরে পড়ছে কথা গুলো ৷ হাথের বই হাথেই থেকে যায় হা করে তাকিয়ে থাকে ৷ " হ্যান করুন !" আমি বরণ বাইরে বসি ! হয়ে গেলে জানাবেন ৷ রাজু জানে না কি করতে হবে ৷ পাশে দাঁড়িয়ে থাকা নার্স বলল " কাউন্টার এ ১২০ টাকা জমা দিয়ে রসিদ করিয়ে নিন ৷ আমরা পেসেন্ট কে নিয়ে যাচ্ছি ৷ মাসি চলে যেতেই উষা বলে উঠলেন " খুব গল্পের বই পড়েন মনে হয় , সপ্ন দেখতে ভালো লাগে বুঝি ?" হাথের বইটা লুকাতে গিয়েও পারে না রাজু ৷ হাথ থেকে বইটার পাতা উল্টে বলেন " বইটা খুজছিলাম জানেন ,আপনার পড়া হলে দেবেন তো আমায় জেমস এর বই আমার ভালো লাগে ৷ " রাজু হাবা গোবার মত বলে ওঠে " নিন না নিন পরে দিয়ে দেবেন !"