05-08-2021, 11:21 AM
(This post was last modified: 05-08-2021, 11:26 AM by samareshbasu. Edited 2 times in total. Edited 2 times in total.)
(04-08-2021, 09:23 PM)kamonagolpo Wrote: বিজয়গড়ের রাজা নিশীথসিংহ বিনা কারনেই যুদ্ধ বাধিয়েছিলেন পাশের শান্তিপ্রিয় অথচ শক্তিশালী রাজ্য অমরগড়ের সাথে। তিনি ছিলেন ভীষন অত্যাচারী ও বিকৃতমস্তিষ্ক এক রাজা। তাঁর জন্য বিজয়গড়ের প্রজা, সৈন্য এবং রাজকর্মচারী সকলেই চরম বিপদের মুখে পড়েছিলেন।
নিশীথসিংহ ছাড়া তাঁর রাজ্যের কেউই বিনা কারনে এই যুদ্ধ চাননি। কিন্তু তাঁরা কেবল রাজার আদেশে বাধ্য হয়েই এই যুদ্ধে অংশ নিয়েছিলেন।
নিশীথসিংহ অমরগড়ের শক্তি সম্পর্কে না জেনেই তাদের আক্রমন করায় তাদের প্রতিআক্রমনে তিনি পরাজিত এবং বন্দী হলেন।
রাজকুমার মহেন্দ্রপ্রতাপ যুদ্ধে জয়লাভ করলেও তিনি বিজয়গড়ের সাধারন মানুষের উপর কোনো অত্যাচার করেননি। যে সৈন্যদের বন্দী করেছিলেন তাদেরও অস্ত্র কেড়ে নিয়ে নজরবন্দী করে রেখেছেন। কোনো দন্ড দেননি। তিনিও বুঝতে পেরেছিলেন যে অত্যাচারী রাজা নিশীথসিংহ ছাড়া কেউই তাঁদের শত্রু নন।
যুদ্ধে সহজেই জয়লাভ করে তিনি প্রসন্নভাবে নিজের শিবিরে বসে নিজের সঙ্গীদের সাথে নানা বিষয় আলোচনা করছিলেন। সকলেই তাঁকে পরামর্শ দিলেন যে কিছুদিনের জন্য তাঁর বিজয়গড়ের শাসনভার গ্রহন করা কর্তব্য। তারপর কোনো যোগ্য রাজকর্মচারীর হাতে শাসনভার দিয়ে তাঁদের ফিরে যাওয়া উচিত। কারন বিজয়গড়ের মত একটি বড় রাজ্যের দীর্ঘমেয়াদী শাসনভার গ্রহন করা তাঁর পক্ষে অসম্ভব।
দারুণ লিখেছেন দাদা। আপনার কিছু অপূর্ব লেখা আগেও পড়েছি। তবে দেখছি কিছু মূর্ধ-ণ বারবার দন্ত্য-ন দিয়ে লেখা হয়েছে। দয়া করে যদি ওগুলো ঠিক করে লেখেন তবে সোনায় সোহাগা হবে।