04-08-2021, 08:00 PM
(01-08-2021, 10:28 PM)Lekhak is back Wrote: তৃপ্তি বলে কোন গল্প লিখেছিলাম বলে আমার তো মনে পড়ছে না। সমস্যা হচ্ছে, প্রায় দীর্ঘ 8 বছর লেখা লেখির সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমি। সেই সময় আমার নাম ভারিয়ে অনেকেই লেখা লিখতে শুরু করেন। সবাই ভেবেছিল আসল লেখক বোধহয় ইনিই। এখন আমি আবার ফিরে এসেছি। কেউ প্রশ্ন করতেই পারেন আমিই কি তাহলে আসল লেখক। এই ফোরামে অনেকেই আছেন, যারা ব্যক্তিগত ভাবে আমাকে চেনেন। তারাই সঠিক উত্তর দিতে পারবেন।
তৃপ্তির তৃপ্তি বলে আমি একটা গল্প লিখেছিলাম বটে ! তারপরের গল্প ছিল রাত্রির রাত্রি ! কিন্তু এখন আমার কাছে কিছুই নেই !